7th April 2021 Current Affairs In Bengali | 7th এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

7th April 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.

Download 7th April 2021 Current Affairs PDF:

Download 7th April 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

7th April 2021 Current Affairs

  1. ভারতের কোন রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বৈদ্যুতিকরণ করা হলো?
    a) ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে
    b) ইস্টার্ন রেলওয়ে
    c) নর্থ সেন্ট্রাল রেলওয়ে
    d) ওয়েস্টার্ন রেলওয়ে।

 এই জোনের সমস্ত ট্রেন বিদ্যুৎ এ চলবে।
 কোটা চিতরগর রেলওয়ে সেকশন বইদ্যুতিকিরন হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এই কৃত্তিও অর্জন করলো।
 এর ফলে এই অঞ্চলে ট্রেন এর গতিবেগ আরো বৃদ্ধি পাবে।
 ভারতীয় রেলের লক্ষ 2023 সালের মধ্যে পুরো রেল নেটওয়ার্ক এর বৈদ্যুতিকরণ।
Fact:
 ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
 ভারতীয় রেল frait বিজনেস ডেভলপমেন্ট পোর্টাল চালু করল।
 বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
 বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
 শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে 26 শে মার্চ থেকে।
About Indian Railway:
 প্রথম ট্রেন চলেছিলো মুম্বাই থেকে থানে পর্যন্ত ১৮৫৩ সালের ১৬ এপ্রিল।
 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলেছিল হাওড়া তেকে হুগলী ১৮৫৪ সালের ১৫ আগস্ট।
 প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল বম্বে থেকে কুরলা পর্যন্ত ১৯২৫ সালে এবং পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক ট্রেন হাওড়া থেকে শেওড়াফুলি পর্যন্ত ১৯৫৭ সালে।

Indian Railway Headquarters:
Central CST, Mumbai
Eastern Kolkata
East Central Hajipur
East Coast Bhubaneshwar
Northern New Delhi
North Central Allahabad
North Eastern Gorakhpur
North East Frontier Guwahati
North Western Jaipur
Southern Chennai
South Central Secunderabad
South Eastern Garden Reach, Kolkata
South East Central Bilaspur
South Western Hubli
Western Churchgate, Mumbai
West Central Jabalpur
Metro Rail Kolkata
South Coast Vishakhapatnam

  1. Mrs Galaxy প্রতিযোগিতায় ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবে?
    a) প্রিয়াঙ্কা চোপরা
    b) শ্রুতি চৌহান
    c) এস ধামি
    d) শীবাঙ্গি সিং

 এটি অনুষ্ঠিত হবে চিকাগো তে।
 এর আগে ইনি মহারাষ্ট্র মহিলা অ্যাচিভার পুরস্কার পেয়েছেন।

  1. মিয়ামি ওপেন 2021 খেতাব কে পেলেন?
    a) Ashley Barty
    b) Serena Williams
    c) Maria Sharapova
    d) Bianca Andgescu

 ইনি প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন এবং ইনি বিশ্বের 1নং টেনিস খেলোয়াড় ।

  1. 2023 Fifa Womens World Cup আয়োজন করবে কোন দেশ?
    a) ইংল্যান্ড
    b) অস্ট্রেলিয়া
    c) নিউজিল্যান্ড
    d) B এবং C উভয়

About FIFA
 Headquarters: Zürich, Switzerland
 Founded: 21 May 1904,
 Head- Gianni Infantino
 1st FIFA Women World cup- 1991 champion USA (USA most Successful Team)
 1St FIFA Men World cup- 1930 Champion Uruguay (Brazil Most Successful team)
About Australia
 Capital- Canberra
 Currency- Australian Dollar
 Prime Minister- Scott Morrison
 Parliament- Federal Parliament
About New Zealand
 Prime minister: Jacinda Ardern
 Capital: Wellington
 Currency- New Zealand Dollar

  1. FASTags ইস্যু করার জন্য কোন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ গড়লো ICICI ব্যাঙ্ক?
    a) Paytm
    b) Phonepe
    c) Google Pay
    d) Bharatpe

 এটি একটি ইলেক্ট্রনিক টোল সংগ্রহের ব্যাবস্থা যেখানে সরাসরি ব্যাঙ্ক আক্যাউন্ত থেকে টোল কেটে নেওয়া হবে। এর সুবিধা এখন থেকে আর গাড়ি গুলিকে থামতে হবে না টোল প্লাজা গুলি তে।
 এটি চালু করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2014 সালে।

 Parent organization: Flipkart
 Founded: 2015
 CEO: Sameer Nigam
 Headquarters’ location: Bengaluru

 CEO: Sandeep Bakhshi
 Headquarters: Mumbai
 Founder: Industrial Credit and Investment Corporation of India
 Founded: 1994,

  1. Threadit নামে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম চালু করলো কোন কোম্পানি?
    a) গুগল
    b) ফেসবুক
    c) টিকটক
    d) শেয়ার চ্যাট
    About Google:
     CEO: Sundar Pichai
     Founded: 1998, Menlo Park, California, United States
     Parent organization: Alphabet Inc.
     Headquarters: Mountain View, California, United States
     Founders: Larry Page, Sergey Brin
  2. কোন বিশিষ্ট অভিনেত্রী এপ্রিল 2021 এ মারা গেলেন?
    e) Shashikala
    f) Soumitra Chatterjee
    g) Saroj Khan
    h) Sushma Jaitley

 ইনি 100 এর বেশী সিনেমা তে কাজ করেছিলেন।
 2007 সালে ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

  1. সম্প্রতি 88 বছর বয়সে কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দেহবসান হলো?
    a) Jaswant Sing
    b) Motilal Vora
    c) Lalji Tandon
    d) Digvijay Sing Zala

 ইনি ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী ছিলেন 1982 সালে।

  1. Manohar Parikar: Brilliant Mind, Simple Life বইটি কে রচনা করলেন?
    a) হামিদ আন্সারি
    b) ণিতিন গোখলে
    c) তারুণ বিজয়
    d) সোনিয়া গোলানি
  2. Academic Ranking of World Universities (ARWU) তে ভারতের মধ্যে প্রথম স্থান পেল কোন বিশ্ববিদ্যালয়য়?
    e) Indian Institute on Science, Bangalore
    f) IIT madras
    g) IIT Kharagpur
    h) Calcutta university
  3. ভারতের প্রথম কোন রাজ্য Farm কে কেন্দ্র করে সৌর শক্তি প্রকল্প আনলো PM- KUSUM Scheme এর অধীনে?
    a) উত্তরপ্রদেশ
    b) বিহার
    c) রাজস্থান
    d) ছত্তিসগড়
    Facts:
     PM-KUSUM- Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthan Mahabhiyan.
     এটি জয়পুরের কাছে ভালিজ গ্রামে আনা হলো।
     এই স্কিমটি 2019 সালে চালুকরা হয়েছিলো কৃষক দের জল এবং আর্থিক দিয়ে সুরক্ষা দেওয়ার উদ্দেশে। Recent News about Rajasthan:
     আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা যোজনা চালু করল রাজস্থান।
     মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো রাজস্থান।

About Rajasthan:
 Capital: Jaipur
 CM; Ashok Gehlot
 Governor: Kalraj Mishra
 High court: Rajasthan High Court, Jodhpur
 National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
 Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
 Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
 Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
 World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. 2020 তে সবথেকে বেশী online transaction কোন দেশে হয়েছে?
    a) ভারত
    b) ইংল্যান্ড
    c) আমেরিকা
    d) চীন
Share with your friends

Leave a Comment