6th April 2021 Current Affairs In Bengali | 6th এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

6th April 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.

Download 6th April 2021 Current Affairs PDF:

Download 6th April 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

6th April 2021 Current Affairs

  1. কোন দেশ সম্প্রতি সমকামিতার জন্য মৃত্যু দণ্ডের সাজা ঘোষণা করলো?
  2. Maldives
  3. Bangladesh
  4. Brunei
  5. Libya
  • Brunei প্রথম দক্ষিণ পূর্ব বা পূর্ব এশিয়ার দেশ হিসেবে এই শরিয়ৎ আইন আনলো।
  • এর সঙ্গে ডাকাতি এবং রেপ এর জন্য ও মৃত্যু দণ্ড ঘোষণা করলো।
  • এছাড়াও চুরি এর সাজা হিসাবে হাত পা কেটে নেওয়া হবে।

Fact:

  • প্রথম দেশ ডেনমার্ক যারা সমকামিতা কে স্বীকৃতি দেয়।
  • প্রথম বিবাহের স্বীকৃতি দেয় নেদারল্যান্ড

About Brunei:

  • Capital: Bandar Seri Begawan
  • Currency- Brunei Dollar
  • Prime minister: Hassanal Bolkiah
  • সম্প্রতি একটি ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে যেটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ভাঙ্গতে সাহায্য করে। কোন সংস্থা এটি আবিষ্কার করেছে?
  • Centre for Science and Earth
  • National Science and Nano Technology Institute
  • Centre for Cellular & Molecular Biology
  • All India Institute of Medical Sciences
  • এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

 কোলকাতা তে অবস্থিত Research Centre গুলো হলো

  • Archeological Survey of India
  • Central Jute Technological Research Institute
  • Central Glass and Ceramical Research Institute
  • Indian Institute of Chemical Biology
  • Saha Institute of Nuclear Physics
  • কোন দেশ বিশ্বে প্রথম 5G পরিষেবা চালু করছে?
  • চীন
  • জাপান
  • আমেরিকা
  • দক্ষিণ কোরিয়া
  • দক্ষিণ করিয়া প্রথম দেশ হিসেবে বাণিজ্যিক ভাবে সারা দেশে 5G পরিষেবা চালু করলো।
  • প্রথম শহর হিসেবে চীনের সাঙ্ঘাই তে প্রথম চালু হয়েছিলো
  • ভারতে এয়ারটেল প্রথম 5G পরিষেবা নিয়ে আসবে।

Fact:

  • পৃথিবীর বৃহত্তম সমুদ্রতীরবর্তী বায়ু ফার্ম তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়া।
  • ইন্দো করিয়ান ফ্রেন্ডশিপ পার্ক তৈরি হলো দিল্লি তে।
  • যৌথ ভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করলো।

About South Korea:

  • Capital- Seoul
  • Currency- Won
  • Prime Minister- Chung Sye-kyun
  • Parliament- National Assembly
  • রিলায়েন্স জিও কোন চ্যাট বট কোম্পানিকে কিনে নিলো?
  • Tiktok
  • Haptik
  • Zolik
  • Upband
  • এখানে মোট 700 কোটি টাকার রফা হয়েছে যার মধ্যে 230 cr কেনার জন্য এবং বাকি  ব্যাবসা বাড়ানর জন্য।
  • Parent organization: Jio Platforms
  • Founder: Mukesh Ambani
  • Founded: 2007
  • Headquarters: Mumbai
  • ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে লিথিয়াম কারবোনেট কেনার বেপারে চুক্তি বদ্ধ হলো?
  • বলিভিয়া
  • দক্ষিণ করিয়া
  • রাশিয়া
  • আমেরিকা
  • এর ফলে ভারতে এই দুই দেশ মিলিত ভাবে লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম কোশ উৎপাদন ক্ষেত্র তৈরি করবে।

About Bolivia:

  • Capitals: La Paz, Sucre
  • Currency: Boliviano
  • অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা Mo Prativa চালু করলো কোন রাজ্য?
  • উড়িষ্যা
  • পশ্চিমবঙ্গ
  • রাজস্থান
  • পাঞ্জাব

Recent News about Odisha:

  • দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
  • শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠান এর জন্য ড্যাসবোর্ড চালু হলো উড়িষ্যায়।
  • উড়িষ্যা সরকার রিওয়ার্ড প্রজেক্ট চালু করল।
  • ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ। 
  • তপশিলি জাতি ও উপজাতির ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের উদ্বোধন করল উড়িষ্যা।
  • মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য মিশন শক্তি ডিপার্টমেন্ট লঞ্চ করল উড়িষ্যা।
  • Mo Chhatua and e kalika মোবাইল অ্যাপ লঞ্চ করল উড়িষ্যা।
  • ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর এ।
  • রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মহেন্দ্রগীরির নাম প্রস্তাব করলো?
  • উৎকল দিবস উদযাপন করা হলো 1st এপ্রিল
  • আগে উড়িষ্যা বানান লেখা হতো Odisha কিন্তু 2011 সালে96 তম কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটি হয়ে যায় Orissa
  • 2021 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন  বিশ্ব ভূষণ হরিচন্দ্ ন

About Odisha:

  • Capital: Bhubaneshwar
    • CM; Naveen Patnaik
    • Governor: Ganeshi Lal Mathur
    • High court: Odisha High Court, Cuttack
    • National Park: Simlipal, Bhitarkanika
    • Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
    • Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
    • Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
    • World Heritage Site: Sun Temple, Konârak
  • Academic Ranking of World Universities (ARWU) তে  ভারতের মধ্যে প্রথম স্থান পেল কোন বিশ্ববিদ্যালয়য়?
  • Indian Institute on Science, Bangalore
  • IIT Madras
  • IIT Kharagpur
  • Calcutta university
  • ভারতের প্রথম কোন রাজ্য Farm কে কেন্দ্র করে সৌর শক্তি প্রকল্প আনলো PM- KUSUM Scheme এর অধীনে?
  • উত্তরপ্রদেশ
  • বিহার
  • রাজস্থান
  • ছত্তিসগড়
  • PM-KUSUM- Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthan Mahabhiyan.
  • এটি জয়পুরের কাছে ভালিজ গ্রামে আনা হলো।
  • এই স্কিমটি 2019 সালে চালুকরা হয়েছিলো কৃষক দের জল এবং আর্থিক দিয়ে সুরক্ষা দেওয়ার উদ্দেশে।

 Recent News about Rajasthan:

  • আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা যোজনা চালু করল রাজস্থান।
  • মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো রাজস্থান।

About Rajasthan:

  • Capital:  Jaipur
  • CM; Ashok Gehlot
  • Governor:  Kalraj Mishra
  • High court: Rajasthan High Court, Jodhpur
  • National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
  • Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
  • Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
  • Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
  • World Heritage Site: Keoladeo National Park,  The Jantar Mantar, Jaipur ,  Hill Forts of Rajasthan,  Jaipur
  • 2020 তে সবথেকে বেশী online transaction কোন দেশে হয়েছে?
  • ভারত
  • ইংল্যান্ড
  • আমেরিকা
  • চীন
Share with your friends

Leave a Comment