4th September 2021 Current Affairs In Bengali | 4th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

4th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 4th September 2021 Current Affairs PDF:

Download 4th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

4th September 2021 Current Affairs in Bengali:

  1. ‘Stay in Play’ ক্যাম্পেইনের জন্য কোন অলিম্পিক জয়ীকে নিযুক্ত করলো Adidas কোম্পানী?

a) লভলিনা বর্গহাইন
b) নিরাজ চোপড়া
c) মীরা বাই চানু
d) পিভি সিন্ধু

• মহিলাদের Periods চলার সময় ও যাতে তারা খেলা তে অংশগ্রহণ করতে পারে তার জন্য এই উদ্যোগ। এর জন্য তারা একটা নতুন ধরনের ড্রেস বার করেছে।

Adidas
• Founder: Adolf Dassler
• Founded: 18 August 1949, Herzogenaurach, Germany
• Headquarters: Herzogenaurach, Germany
• CEO: Kasper Rørsted (1 Oct 2016–)

  1. সম্প্রতি কোথায় ভাসমান ATM লঞ্চ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

a) কেরালা
b) লাদাখ
c) গোয়া
d) জম্মু-কাশ্মীর

• শ্রীনগরের ডাল লেকে এটি চালু করা হলো। এটি ভারতের প্রথম ভাসমান এটিএম।

State Bank of India
• Chairperson: Dinesh Kumar Khara
• Headquarters: Mumbai
• Founded: 1 July 1955
Jammu and Kashmir:
• Capital: Jammu & Srinagar
• Lieutenant Governor: Manoj Sinha
• High court: Jammu & Kashmir High court
• National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
• Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
• Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
• Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. Rabobank’s 2021 Global Top 20 Dairy Companies তালিকা Amul-এর স্থান কত?

a) ১৫
b) ১০
c) ১৮
d) ২০

• এই লিস্টে প্রথম স্থানে আছে ফ্রান্সের Lactalis কোম্পানী। গতবার আমুল 16 তম স্থানে ছিলো।

Index1stIndia Rank
Global climate risk index  মোজাম্বিক  7th  
Corruption perception index  New Zealand And Denmark  86th  
Asia Pacific personalized health index  Singapore  10th  
Covid performance-index  New Zealand   86th  
Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)  Norway  53rd  
ইকোনমিক ফ্রিডম ইনডেক্সসিঙ্গাপুর।121।
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টবিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত।ভারতের দিল্লি দশম স্থানে আছে।  
বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারিChinaচতুর্থ
International intellectual property indexআমেরিকা40
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021ফিনল্যান্ড140
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্সআমেরিকা55
Inclusive Internet Indexসুইডেন49
হেনলি পাসপোর্ট ইনডেক্সজাপান84
World Press Freedom Indexনরওয়ে142  
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 94
WEF Global Energy Transition Index 2021sweden87
Chandler Good Government Index 2021Finland49  
renewable energy country attraction indexUSA3rd
Expert insider 2021 survey Taiwan51
Sustainable Development GoalsSweden117
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্টSwitzerland67
World Competitiveness Indexসুইজারল্যান্ড।43
Global Peace IndexIceland135
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিংBritain51
Sustainable Development ReportFinland120
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্সUSA10
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে20
QS Best Student Cities Rankingলন্ডন  মুম্বাই106  
2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্সSingapore122
Skytracks World Airport Award Ranking 2021Doha Hamad International  Airport  Indira Gandhi Airport, 45
২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশেবাংলাদেশ3rd
Global Manufacturing Risk Index 2021China2nd
Economist Intelligence Unit দ্বারা প্রকাশিত স্মার্ট সিটি ইনডেক্স 2021Copenhagen  Delhi 48th
  1. সম্প্রতি অবসর ঘোষণাকারী Dale Steyn, কোন দেশের ক্রিকেটার?

a) অস্ট্রেলিয়া
b) নিউজিল্যান্ড
c) ইংল্যান্ড
d) দক্ষিণ আফ্রিকা

• ইনি দক্ষিণ আফ্রিকার একজন ফাস্ট বোলার ছিলেন। 2004 সালে তার অভিষেক হয়।

• সম্প্রতি আগুন লাগলো ওয়ার্ল্ড হেরিতেজ সাইট টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্ক এ। এটি দক্ষিণ আফ্রিকা তে অবস্থিত
• দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমা র 15 মাসের জন্য কারাদণ্ড হয়েছে
• দক্ষিণ আফ্রিকা বিশ্বের প্রথম দেশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উপর পেটেন্ট গ্র্যান্ট করলো

• Capitals- Cape Town, Pretoria, Bloemfontein
• Currency- South African rand
• President – Cyril Ramaphosa

  1. প্রথম কোন ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Member হিসেবে অন্তর্ভুক্ত হলেন?

a) শুভ্রাংশু চক্রবর্তী
b) দর্জে আংচুক
c) ফুংসুক ওয়াংরু
d) মনোহর লাল শেঠ

• তিনি লাদাখের জ্যোতির্বিদ। ইনি Hamburg বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর।

International Astronomical Union
• Headquarters: Paris, France
• Founded: 28 July 1919

  1. Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

a) মাইকেল পাত্র
b) জে.বি মহাপাত্র
c) কৈলাশ গিরি
d) পি. সি. মোদী

• পি সি মোদী এর স্থানে তিনি এলেন। ইনি 1985 ব্যাচের আইআরএস অফিসার

WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টরAshish Chandorekar  
Un Secretary GeneralAntonio Guterres  
ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্যDr Tadang Meenu  
দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যKarnam Malleswari  
সিবিআই এর স্পেসাল ডিরেক্টরPraveen Sinha
ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে  Sirisha Bandla                         
টুইটারের নতুন Grievance officerVinay Prakash  
National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যানআরামানে গিরিধর  
দিল্লী পুলিশ কমিশনারRakesh Asthana  
Narcotics Control BureauSN Pradhan
ভারতীয় নৌ সেনার ভাইস চীফS N Ghormade
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসDeepak Das  
Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টরDhirti Banerjee  
ম্যানেজিং ডিরেক্টর LIC  Mini Ipe
Jio MAMI Film Festival-এর চেয়ার পারসনপ্রিয়াঙ্কা চোপড়া জোনাস  
Broadcast Audience Research Council India এর সিইওNakul Chopra  
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকTek Chand  
ICICI Bank CEO  সন্দীপ বক্সি
Bharat Earth Movers Limited(BEML)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরঅমিত ব্যানার্জি
  1. সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন?

a) উত্তরাখন্ড
b) মহারাষ্ট্র
c) হরিয়ানা
d) রাজস্থান

• ইনি প্রথম ভারতিয় মহিলা যিনি প্যারালিম্পিকে সোনা জিতেছেন।

• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করলো রাজস্থান
• বাজ পরে যেসমস্ত মানুষ মারা গেছেন তাদের কে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজস্থান
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো
• Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো রাজস্থান। স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো।
• 1 বছরের ভোকেশনাল ট্রেনিং এর পর 60 জন ভিখারী কে চাকরী দিলো রাজস্থান
• প্রদান করা হবে। যে সমস্ত ভেন্ডর দের বয়স 18-40 এর মধ্যে এবং যারা করোনাতে কাজ হারিয়েছেন তাদের এই লোন প্রদান করা হবে। ইন্দিরা গান্ধী আরবান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় এই লোন প্রদান করা হবে।

Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. চিক্কামাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার?

a) কেরালা
b) তামিলনাড়ু
c) কর্ণাটক
d) অন্ধ্রপ্রদেশ

• এটি রাজ্যের প্রথম মশলা পার্ক। ভারতের প্রথম মশলা পার্ক হয়েছিলো কেরালা তে।

• সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
• ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
• রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
• ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
• Basavraj Bommai কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
• ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো
• কৃষক পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য স্কলারশিপ চালু করলো
• 1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কর্ণাটকে। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত। Sri Mahatobhara Visveswara Temple, Udupi তে এটি পাওয়া গেছে।
• ভারতের প্রথম green hydrogen electrolyser manufacturing unit তৈরি হলো কর্ণাটকে

Karnataka
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM; Basavraj Bommai
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. Orang National Park-এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে কোন রাজ্য?

a) পশ্চিমবঙ্গ
b) ত্রিপুরা
c) আসাম
d) মধ্যপ্রদেশ

• এটি প্রথমে Orang Wild Life Sanctuary ছিলো। পরবর্তী কালে 1985 সালে কংগ্রেস সরকার এর নাম পরিবর্তন করে রাজীব গান্ধী সংযুক্ত করেছিলো। দীর্ঘদিন ধরে স্থানিয় মানুষ এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন তাই এই নাম আবার পরিবর্তন করা হলো।

• সম্প্রতি আসামের Raimona সংরক্ষিত বনভূমি কে জাতীয় উদ্যান এর আক্ষা দেওয়া হলো
• আসাম ভারত রত্ন এবং পদ্ম পুরস্কারের অনুকরনে পুরষ্কার চালু করতে চলেছে
• Dheing Patkai রাজ্যের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো
• আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।
• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
• Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।
• রতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ
• Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো আসাম
• ১০০০টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো আসাম

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

  1. ‘Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) অনুরাগ ঠাকুর
b) নরেন্দ্র মোদী
c) রাজনাথ সিং
d) সর্বানন্দ সনোয়াল

• এর পুরো কথা Yoga Break. স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকার এটি লঞ্চ করলো।

Sarbananda Sonowal
• Minister of Ports, Shipping and Waterways
• Minister of AYUSH
• Member of the Cabinet Committee on Political Affairs
• 14th Chief Minister of Assam
• In office
• 24 May 2016 – 10 May 2021

Share with your friends

Leave a Comment