3rd September 2021 Current Affairs In Bengali | 3rd সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

3rd September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 3rd September 2021 Current Affairs PDF:

Download 3rd September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

3rd September 2021 Current Affairs in Bengali:

  1. এজেন্টদের জন্য ANANDA নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?

a) NTPC
b) HDFC Bank
c) LIC
d) TATA Consultancy

• এর পুরো কথা Atma Nirbhar Agents New Business Digital Application. এলআইসি এর চেয়ারম্যান এমআর কুমার এটি রিলিজ করলেন। এটি একটি পেপারলেস সলিউসন।

Life Insurance Corporation
• Chairperson: M R Kumar
• Headquarters: Mumbai
• Founder: Government of India
• Founded: 1 September 1956

  1. Bharat Earth Movers Limited(BEML)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

a) অভয় কুমার সিং
b) অজয় কুমার
c) অমিত ব্যানার্জি
d) অক্ষয় সেনা

• 2023 সালের জুলাই মাস পর্যন্ত সময়ের জন্য তিনি নিযুক্ত হলেন।

আগামী 1 বছরের জন্য UN Bureaucracy এর প্রধানK Nagraj Naidu  
United Nations Conference on Trade and Development এর প্রথম মহিলা প্রেসিডেন্টRebeca Grynspan  
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে এলেনVeenu Mankad  
Mylab Discovery Solutions এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরঅক্ষয় কুমার  
WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টরAshish Chandorekar  
Un Secretary GeneralAntonio Guterres  
ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্যDr Tadang Meenu  
দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যKarnam Malleswari  
সিবিআই এর স্পেসাল ডিরেক্টরPraveen Sinha
ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে  Sirisha Bandla                         
টুইটারের নতুন Grievance officerVinay Prakash  
National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যানআরামানে গিরিধর  
দিল্লী পুলিশ কমিশনারRakesh Asthana  
Narcotics Control BureauSN Pradhan
ভারতীয় নৌ সেনার ভাইস চীফS N Ghormade
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসDeepak Das  
Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টরDhirti Banerjee  
ম্যানেজিং ডিরেক্টর LIC  Mini Ipe
Jio MAMI Film Festival-এর চেয়ার পারসনপ্রিয়াঙ্কা চোপড়া জোনাস  
Broadcast Audience Research Council India এর সিইওNakul Chopra  
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকTek Chand  
ICICI Bank CEO  সন্দীপ বক্সি
  1. সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব গুহ, কে ছিলেন?

a) সাংবাদিক
b) সঙ্গীত শিল্পী
c) লেখক
d) রাজনীতিবিদ

• ইনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক। 85 বছরের এই লেখক শারীরিক অসুস্থতার কারনে মারা গেলেন। তার বিখ্যাত কাজ গুলো হলো Madhukari, Koeler Kachhe এবং Sobinoy Nibedon. কিশোর দের জন্য তিনি ঋজু দা নামে একটি চরিত্র তৈরি করেছিলেন।

  1. টি-২০ ক্রিকেটে ৭টি উইকেট নেওয়া প্রথম মহিলা ক্রিকেটার কে?

a) Frederique Overdijk
b) Sarah Glenn
c) Megan Schutt
d) কেউই নন

• ইনি নেদারল্যান্ডের ক্রিকেটার। ইনি ফ্রান্সের বিরুদ্ধে এই রেকর্ড করেন। ইনি একজন স্পিন বোলার।

• বজ্র জল থেকে শক্তি উৎপাদনের জন্য নেদারল্যান্ডস সঙ্গে MoU স্বাক্ষর করলো ভারত
• করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিত করার জন্য মৌমাছি দের প্রশিক্ষণ দিচ্ছে নেদারল্যান্ড
• সম্প্রতি Tata Consultancy Services নেদারল্যান্ড এ Coinnovation and advanced research centre স্থাপন করতে চলেছে
• পৃথিবীর প্রথম 3D Printed ষ্টীলের ব্রিজ নির্মাণ করলো নেদারল্যান্ড

Netherland:
• Capital: Amsterdam
• Currency: Euro
• prime minister: Mark Rutte

  1. ২০৩২ অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিলো কোন রাজ্য সরকার?

a) উত্তরপ্রদেশ
b) উড়িষ্যা
c) গুজরাট
d) হরিয়ানা

• এর জন্য 170 কোটি টাকা বরাদ্দ করলো উত্তরপ্রদেশ সরকার।

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলে বারানসিতে
• ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
• কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
• ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।
• সম্প্রতি ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের Mahoba থেকে Ujjwala 2.0 এর সূচনা করলেন
• উত্তর প্রদেশ Kakori Kand এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো
• অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া রামায়ন কনফারেন্সের উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ

Uttar Pradesh:
• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. ভারতের প্রথম কোন রাজ্য ১০০% প্রাপ্ত বয়স্কদের প্রথম টিকাকরণ সম্পূর্ণ করলো?

a) উড়িষ্যা
b) দিল্লি
c) কর্ণাটক
d) হিমাচলপ্রদেশ

• রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী Rajiv Saizal এই ঘোষণা করলেন। ভারতে এখন পর্যন্ত মোট 64 কোটি ডোজ সম্পন্ন হয়েছে।

• Veerangana on wheel পরিষেবা চালু করলো হিমাচল প্রদেশ
• পর্বত ধারা যোজনা চালু করলো হিমাচল প্রদেশ
• সম্প্রতি হিমাচল প্রদেশ বন পুকুর তৈরি করছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য
• কেন্দ্রীয় AYUSH মন্ত্রক হিমাচল প্রদেশে AYUSH Ghar Dwar যোজনা চালু করলো
• ভারতের Panacea Biotech Sputnik V তৈরির লাইসেন্স পেলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।
• হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী Virbhadra Sing মারা গেলেন । ইনি হিমাচল প্রদেশের সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। 6 বার তিনি এই দায়িত্ব সামলান।
• Monk Fruit হিমাচল প্রদেশ এ প্রথম চাষ করা হচ্ছে
• ডিজিটাল সাথী বাচ্চো কা সাহারা ফোন হামারা নামে স্কিম চালু করলো হিমাচল প্রদেশ
• সম্প্রতি খবরে থাকা Mount Manirang হিমাচল প্রদেশ এ অবস্থিত

Himachal Pradesh:
• Capital: Shimla
• LS:4 RS:3
• Formation: 25 january 1971
• CM; Jai Ram Thakur
• Governor: Rajendra Vishwanath Arlekar
• High court: Himachal Pradesh High Court
• National Park: Great Himalayan, Pin Valley, Inderkilla, Kheer Ganga, Simbul Bara.
• Dance form:Nati, Rakhasa, Dashone, Cholamba, Natnatin, Shand and Shabu, Dangi, Kayang Mala
• Festival: Renukaji, Fagli, Lavi, Halda, Kullu Dussera, Minjar Mela, Gochi, Sazo, DOngri, International Himalayan Festival.
• Ramsar Site: Chandra Taal, Renuka lake, Pong Dam lake
• World Heritage Site: Great Himalayan National Park

  1. সম্প্রতি অবসর ঘোষণাকারী Stuart Binny, কোন খেলার সঙ্গে যুক্ত?

a) ক্রিকেট
b) ফুটবল
c) হকি
d) টেবিল টেনিস

• ইনি ভারতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন। ইনি ভারতের হয়ে 6 টি টেস্ট, 14 টি ওয়ানডে এবং 3 টি টি 20 ম্যাচ খেলেছেন।

Board of Control for Cricket in India
• Founded 1928; 93 years ago
• Headquarters Wankhede Stadium
• Location Churchgate, Mumbai, Maharashtra, India
• President Sourav Ganguly
• Vice president(s) Rajeev Shukla
• Secretary Jay Shah
• Men’s coach Ravi Shastri
• Women’s coach Ramesh Powar

  1. সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২ জয়ী শিল্পী পবনদীপ রাজন কোন রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

a) কেরালা
b) উত্তরাখণ্ড
c) পাঞ্জাব
d) হিমাচল প্রদেশ

• মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী এই ঘোষণা করলেন।

• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
• Pushkar Sing Dhami উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। Tirath Sing Rawat ইস্তফা দেওয়ায় তার স্থানে ইনি এলেন। ইনি মাত্র 115 দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন।
• সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।
• উত্তরাখন্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• Vandana Katarina কে উত্তরাখন্ড এর Women empowerment এবং Child development এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো
• ভারতের সর্বচ্চ হার্বাল গার্ডেন প্রতিষ্ঠিত হলো উত্তরাখন্ড এর চামোলি জেলার মানা গ্রামে

Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor: Baby Rani Maurya
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

a) তামিলনাড়ু
b) গুজরাট
c) কেরালা
d) অন্ধ্রপ্রদেশ

• এর নাম দেওয়া হলো সমুদ্রম বাস সার্ভিস। এটি কেরালা স্টেট ট্রান্সপোর্ট এবং কেরালা মৎস্য বিভাগ এক সঙ্গে চালু করলো।

• গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Bhageerathi Amma যিনি ভারতের সবথেকে বয়স্ক শিক্ষার্থী 107 বছর বয়সে মারা গেলেন।
• Educational Empowerment Fund চালু করলো কেরালা। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য।
• কেরালাতে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে আইবিএম
• ভারতের প্রথম জাতীয় Heart Failure Biobank স্থাপন করলো SCTIMST. এটি কেরালায় চালু হলো।
• প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট চালু করলো কেরালা
• ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কেরালা তে।
• কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পারাত্তু রবীন্দ্রন সৃজেশ ইনি ভারতীয় হকি দলের গোল রক্ষক এবং প্রাক্তন অধিনায়ক।

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার ১০০০টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো?

a) আসাম
b) পশ্চিমবঙ্গ
c) উড়িষ্যায়
d) ত্রিপুরা

• প্রত্যেকটি অঙ্গনওয়ারী কে 25 লক্ষ টাকা করে প্রদান করা হবে। এর সঙ্গে সরকার আধুনিক সুযোগ সুবিধা যুক্ত বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার কথা ও ঘোষণা করেছে।

• আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।
• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
• Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।
• রতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ
• Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো আসাম

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

Share with your friends

Leave a Comment