4th April 2021 Current Affairs In Bengali | 4th এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

4th April 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.

Download 4th April 2021 Current Affairs PDF:

Download 4th April 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

4th April 2021 Current Affairs

1. সম্পূর্ণ মার্চ মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?

  1. 1.23 লক্ষ কোটি টাকা
  2. 1.15 লক্ষ কোটি টাকা
  3. 1.16 লক্ষ কোটি টাকা
  4. 1.11 লক্ষ কোটি টাকা
  • এখনো পর্যন্ত এটি ভারত সরকারের সর্বোচ্চ জিএসটি সংগ্রহ

About GST:

GST is known as the Goods and Services Tax. It is an indirect tax which has replaced many indirect taxes in India such as the excise duty, VAT, services tax, etc. The Goods and Service Tax Act was passed in the Parliament on 29th March 2017 and came into effect on 1st July 2017

2. কেন্দ্রীয় সরকার বি আর আম্বেদকর এর জন্ম দিনে ছুটি ঘোষণা করল। ওনার জন্মদিন কবে?

  1. 14 ই এপ্রিল
  2. 24 এপ্রিল
  3. 15 এপ্রিল
  4. 20 এপ্রিল
  • এটি আম্বেদকর এর 130 তম জন্মদিন

3. ভারতের সবথেকে চওড়া রাস্তা হল দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে এর লেন সংখ্যা কত ?

  1. 14
  2. 13
  3. 12
  4. 10
  • 96 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে আড়াই ঘণ্টার পথ কে 45 মিনিটে নামে আসবে
  • এটি যে সমস্ত মানুষ মুজাফফরনগর সাহারানপুর হরিদ্দার এবং দেরাদুন থেকে দিল্লিতে আসবে তাদের আসার পথ সুগম করবে

About NH:

  • National Highway in India- 228
  • Length- 131326 km
  • Longest- NH44 from Srinagar to Kanyakumari (3745km) (formally known as NH7)
  • Shortest- 47A

4. সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল কোন রাজ্য?

  1. পাঞ্জাব
  2. দিল্লী
  3. উত্তর প্রদেশ
  4. রাজস্থান
  • তবে তারা সমস্ত বাসে এই পরিষেবা পাবেনা
  • শুধুমাত্র রাজ্য সরকারি বাস এবং যেগুলো তে এসির সুবিধা নেই সেখানেই এই পরিষেবা তারা পাবেন

Recent News About Punjab:

  • মহিলাদের প্রশিক্ষণ দিতে ইউএন ওমেন এর সহযোগিতায় টেক শিক্ষা আয়োজন করল পাঞ্জাব।
  • পাঞ্জাব সরকার হর ঘর পানি, হর ঘর সাফাই মিশন চালু করল।
  • পাঞ্জাবের প্রথম সৌর চালিত জল-সরবরাহ প্রজেক্ট চালু হলো।
  • পাঞ্জাব সরকার লাল লকির মিশন চালু করল।
  • পাঞ্জাবের প্রথম সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হলো মোগা জেলার দেউদর গ্রামে।
  • পাঞ্জাব সরকার ব্যবসায়ীদের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট প্রকল্প চালু করল।
  • পাঞ্জাব সরকার ডিজি নেক্সট মোবাইল অ্যাপ চালু করল।
  • পাঞ্জাব সরকার ঘর ঘর রোজগার তে কারবার মিশন চালু করল।

About Punjab:

  • Capital: Chandigarh
  • CM; Captain Amrinder Singh
  • Governor:  VP Singh Badnore
  • High court: Punjab and Haryana High Court
  • Recent in news:
  • Dance form: Gatka, Vangra, Giddha, Sammi, Kikli, Teeyan
  • Festival: Baisakhi, Hola Mohalla, Lohri, Gurupurab
  • Ramsar Site: Beas Conservation Reserve, Harike Wetlands, Kanjli Wetland, Keshopur-Miani Community Reserve, Nangal Wildlife Sanctuary
  • World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigarh)

5. উত্তরপ্রদেশের কোন মিউনিসিপাল কর্পোরেশন বোম্বে স্টক এক্সচেঞ্জ এ নথিভূক্ত হল?

  1. গাজিয়াবাদ
  2. কানপুর
  3. বারানসি
  4. মিরাট
  • এর মাধ্যমে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টাকা জোগাড় করতে পারবে
  • এটি উত্তর প্রদেশের দ্বিতীয় মিউনিসিপাল কর্পোরেশন যারা বোম্বে স্টক এক্সচেঞ্জ এ নথিভূক্ত হল
  • প্রথমটি ছিল লখনউ

Recent News about UP:

  • উত্তরপ্রদেশ সরকার কিষান কল্যাণ মিশন চালু করল।
  • উত্তরপ্রদেশ সরকার Udyam Sarathi মোবাইল অ্যাপ চালু করল।
  • উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী UP Mukhyamantri Abhyudaya যোজনা চালু করলো।
  • স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা শবনম আলী।
  • উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল।
  • উত্তরপ্রদেশ সরকার 16 সংখ্যার ইউনিকোড চালু করলো।
  • Affordable Rental house Scheme লঞ্চ করলো
  • রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হচ্ছে- লক্ষনৌ
  • শহীদ আশফাক উল্লা খান জুলজিকাল পার্ক এর উদ্বোধন হলো
  • Banana festival অনুষ্ঠিত হলো উত্তর প্রদেশের  কুশিনগরে

About UP:

  • Capital: Lucknow
  • CM; Yogi Adityanath
  • Governor: Anandiben Patel
  • High court: Allahabad High Court
  • National Park: Dudhwa, Chambal, Pilbhit
  • Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
  • Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
  • Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Agra Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
  • World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

6. ESIC এর নতুন director-general হিসেবে কে নিযুক্ত হলেন?

  1. মুখমিত এস ভাটিয়া
  2. সুভাষ কুমার
  3. অতীশ চন্দ্র
  4. সৌরভ গর্গ
  • ESIC যার পুরো কথা Employee s’ State insurance corporation
  • এটি একটি অটোনমাস এবং স্ট্যাটিউটরি বডি যেটি আসে লেবার এবং এম্প্লয়মেন্ট মন্ত্রকের অধীনে

7. ওএনজিসি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?

  1. সুভাষ কুমার
  2. অতীশ চন্দ্র
  3. সৌরভ গর্গ
  4. জয় সাহ
  • Headquarters: Vasant Kunj, Delhi
  • Founder: Government of India
  • Founded: 14 August 1956

Organizations and Headquarters:

NAMEHQ
National Thermal Power Corporation (NTPC)New Delhi

Oil and Natural Gas Corporation (ONGC)  
Dehradun
Steel Authority of India Limited (SAIL)  New Delhi
Bharat Heavy Electricals Limited (BHEL)New Delhi
Indian Oil Corporation Limited (IOCL)New Delhi
Hindustan Petroleum Corporation Limited (HPCL)  Mumbai
Coal India Limited (CIL)  Kolkata
Gas Authority of India Limited (GAIL)New Delhi

Bharat Petroleum Corporation Limited (BPCL)  
Mumbai
Power Grid Corporation of India (POWERGRID)Gurgaon, India  

8. সম্প্রতি সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন সংস্থা?

  1. HAL
  2. BARC
  3. DRDO
  4. OFC
  • এটি তৈরি করেছে ডিআরডিও ল্যাবরেটরি defense materials and stores research and development foundation
  • এটি পরীক্ষা করা হয়েছে ব্যালিস্টিক রিসার্চ ল্যাবে যেটি চণ্ডীগড়ে অবস্থিত
  • ভারত মহাসাগরীয় অঞ্চলে মনিটরিং এর জন্য সিন্ধু নেত্র স্যাটেলাইট লঞ্চ করল ডি আর ডি ও।
  • ভারতের প্রথম স্বদেশী পিস্তল ASMI I
  • সম্প্রতি ডি আর ডি ও মিশন শক্তি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল লঞ্চ করল

About DRDO:

  • Defense Research and Development Organization.
  • Estd- 1958
  • HQ- New Delhi
  • Current Chairman- G. Satheesh Reddy
  • Launching Station- Wheeler Island or Abdul Kalam Island in Odisha.

9. Joint logistic node ওয়েস্টার্ন কমান্ডের উদ্বোধন হল মুম্বাইতে এটি কে উদ্বোধন করলেন?

  1. বিপিন রাওয়াত 
  2. রাজনাথ সিং
  3. মনোজ মুকুন্দ নার্ভানে
  4. রামনাথ কোবিন্দ
  • এটি ভারতের তৃতীয় জয়েন্ট লজিস্টিক নোট
  • আগের দুটি আন্দামানে এবং গুয়াহাটিতে হয়েছিল
  • এটি তৈরি করার উদ্দেশ্য এখানে ভারতীয় প্রতিরক্ষার তিন বাহিনী একসঙ্গে কাজ করতে পারবে তার ফলে সেনাবাহিনীর খরচ কমবে

10. ওয়েস্টার্ন কমান্ডের চীফ স্টাফ কে নিযুক্ত হলেন?  

  1. মঞ্জিন্দর সিং
  2. বিপিন রাওয়াত
  3. করম বীর সিং
  4. মনোজ মুকুন্দ নার্ভানে
  5. Eastern Command (Headquarter – Kolkata)
  6. Central Command (Headquarter – Lucknow)
  7. Northern Command (Headquarter – Udhampur)
  8. Southern Command (Headquarter – Pune)
  9. South-Western Command (Headquarter – Jaipur)
  10. Western Command (Headquarter – Chandigarh)
  11. Training Command (Headquarter – Shimla)

11. দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমেরিকাকে যুক্ত করতে সমুদ্রের তলা দিয়ে দুটি কেবিল লাইন করতে চলেছে গুগল এবং কোন কোম্পানি?

  1. ফেসবুক
  2. মাইক্রোসফট
  3. অ্যাপেল
  4. অ্যামাজন
  • এই দুটির নাম echo এবং bifrost গু
  • গোল প্রথম টিতে এবং ফেসবুক উভয়ে ইনভেস্ট করছে
  • এটি বসানোর উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরো ভালো ইন্টারনেট কানেকশন প্রদান করা

About Facebook:

  • Founded: February 2004, Massachusetts, United States
  • CEO: Mark Zuckerberg
  • Headquarters: California, United States

About Google:

  • CEO: Sundar Pichai (2 Oct 2015–)
  • Founded: 4 September 1998, Menlo Park, California, United States
  • Parent organization: Alphabet Inc.
  • Founders: Larry Page, Sergey Brin

12. Aces Meet 2021 নামে বহু রাষ্ট্রীয় সেনা মহড়ার কথা ঘোষণা করলো কোন দেশ?

  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. রাশিয়া
  4. মালদ্বীপ
  • এখানে অংশগ্রহণ করবে পাকিস্তান আমেরিকা এবং সৌদি আরবের বিমান বাহিনী এছাড়াও বাহারিন মিশর এবং জর্ডানের বিমান বাহিনী আমন্ত্রণ জানানো হয়েছে

Recent News about Pakistan:

  • পাকিস্তান বাবর ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষা করলো।
  • পাকিস্তান নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র গজনাভির সফল উৎক্ষেপণ করল।
  • শাহীন iii এর সফল পরীক্ষা করল পাকিস্তান
  • পাকিস্তানের KRL স্টেডিয়াম নাম পরিবর্তন করে শোয়েব আক্তার স্টেডিয়াম রাখা হলো।

About Pakistan:

  • Capital: Islamabad       
  • Currency: Pakistani rupee
  • Prime minister: Imran Khan
  • President: Arif Alvi
  • Parliament: National Parliament
  • Longest river:  Indus
  • Highest Peak:
  • National Sports: Hockey

Important Point: Benazir Bhutto was the 1st female prime minister of a Muslim country.

Share with your friends

Leave a Comment