3rd April 2021 Current Affairs In Bengali | 3rd এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

3rd April 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.

Download 3rd April 2021 Current Affairs In Bengali PDF:

Download 3rd April 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

3rd April 2021 Current Affairs:

  1. জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 এ ভারতের স্থান কত ?
  2. 140
  3. 139
  4. 138
  5. 137
  6. এটি বার করা হয় গ্লোবাল ইকোনমিক ফোরামের তরফ থেকে
  7.  ভারতের স্থান 156 দেশের মধ্যে 140 নম্বরে
  8. গতবছর 153 দেশের মধ্যে দেশের স্থান ছিল 112
  9. ভারতে লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পেয়েছে 32.6 পার্সেন্ট
  10. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবথেকে ভালো বাংলাদেশ তার অবস্থান 65 তম স্থানে
  11.  প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড
  12.  দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তান এবং আফগানিস্তান ভারতের নিচে

India’s Rank in Various Index:

  • Global climate risk index  – 7th
  • Corruption perception index- 86th
  • Covid performance-index- 86th
  • Democracy index-53rd
  • Ease of living index 2020 তে শীর্ষস্থানে আছে বেঙ্গালুরু
  • ইকোনমিক ফ্রিডম ইনডেক্স 2021 এ ভারতের স্থান 121
  • 2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত। ভারতের দিল্লি দশম স্থানে আছে।
  • বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি তালিকায় ভারতের স্থান-    চতুর্থ
  • International intellectual property index ভারতের স্থান- 40
  • Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হবে?
  • বাংলাদেশ
  • ভারত
  • পাকিস্তান
  • ফ্রান্স
  • বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের 100 বছর উদযাপনে এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন এ এই নাম দেয়া হলো
  • এখানে বাংলাদেশ ছাড়াও ভারত ভুটান এবং শ্রীলংকা অংশগ্রহণ করবে

Recent News about Bangladesh:

  • বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুভা আনান শিশির। ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করবেন.
  • নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
  • অমর একুশে বইমেলার আয়োজন করা হলো ঢাকা
  • বাংলাদেশের যুবকদের জন্য স্বর্ণ জয়ন্তীস্কলারশিপ ঘোষণা করল নরেন্দ্র মোদি

Various Exercise:

  • সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হলো ডেজার্ট ফ্ল্যাগ সামরিক অনুশীলন।
  • বৃহত্তম উপকূলীয় মহড়া sea vigil 21 আয়োজিত হল।
  • ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
  • ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
  • ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ ক্রীড়া TROPEX-21 এর সমাধা হল ভারত মহাসাগরীয় অঞ্চলে।
  • হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা।
  • সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হলো ডেজার্ট ফ্ল্যাগ সামরিক অনুশীলন।
  • বৃহত্তম উপকূলীয় মহড়া sea vigil 21 আয়োজিত হল।
  • ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
  • ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
  • ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ ক্রীড়া TROPEX-21 এর সমাধা হল ভারত মহাসাগরীয় অঞ্চলে।
  • হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা।
  • উৎকল দিবস কবে উদযাপন করা হলো?
  • 1st এপ্রিল
  • 2nd এপ্রিল
  • 3rd এপ্রিল
  • 31 শে মার্চ
  • এই দিন ওড়িশা স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তার জন্য এই দিনটিকে উৎকল দিবস হিসাবে পালন করা হয়
  • আগে উড়িষ্যা বানান লেখা হতো odisha কিন্তু 2011 সালে96 তম কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটি হয়ে যায় Orissa
  • কোন রাজ্য সেই রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মহেন্দ্রগীরির নাম প্রস্তাব করলো?
  • উড়িষ্যা
  • পশ্চিমবঙ্গ
  • মধ্যপ্রদেশ
  • হিমাচল প্রদেশ
  • মহেন্দ্রগীরি উচ্চতা 1501 মিটার এবং এটি এ রাজ্যের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ
  • এর মোট ক্ষেত্রফল 470955 হেক্টর
  • এখানকার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল সিমলিপাল

Recent News About Odisha:

  • দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
  • শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠান এর জন্য ড্যাসবোর্ড চালু হলো উড়িষ্যায়।
  • উড়িষ্যা সরকার রিওয়ার্ড প্রজেক্ট চালু করল।
  • ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ। 
  • তপশিলি জাতি ও উপজাতির ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের উদ্বোধন করল উড়িষ্যা।
  • মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য মিশন শক্তি ডিপার্টমেন্ট লঞ্চ করল উড়িষ্যা।
  • Mo Chhatua and e kalika মোবাইল অ্যাপ লঞ্চ করল উড়িষ্যা।
  • ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর  এ।

Odisha

  • Capital: Bhubaneshwar
  • CM; Naveen Patnaik
  • Governor: Ganeshi Lal Mathur
  • High court: Odisha High Court, Cuttack
  • National Park: Simlipal, Bhitarkanika
  • Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
  • Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
  • Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
  • World Heritage Site: Sun Temple, Konârak
  • মহারাজ ছত্রশাল কনভেনশন সেন্টারের উদ্বোধন কোথায় করা হলো?
  • খাজুরাহো
  • গোয়ালিয়র
  • ইন্দোর
  • ভোপাল
  • এটি ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পের একটি অংশ
  • এটি তৈরি করা হয়েছে খাজুরাহো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে
  • এখানে বিভিন্ন ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে

Recent News About Madhya Pradesh:

  • মধ্যপ্রদেশ সরকার লঞ্চ প্যাড স্কিম চালু করল।
  • মধ্যপ্রদেশ সরকার পাওয়ার সাবসিডি স্কিম চালু করলো।
  • মধ্যপ্রদেশের স্থাপন হতে চলেছে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর শক্তি প্রোজেক্ট
  • কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জল অভিষেকম নামে অভিযান শুরু করলো।
  • ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এর মূর্তি স্থাপন করা হচ্ছে মধ্যপ্রদেশের বিদিশা তে।
  • মধ্যপ্রদেশ সরকারের নলেজ পার্টনার হলো উইপ্রো।
  • মধ্যপ্রদেশের হেসেঙ্গাবাদ এর নাম পরিবর্তন করে রাখা হল নর্মদাপুরম।
  • খাবারে ভেজাল ধরা পড়লে বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘোষণা করল মধ্যপ্রদেশ।  
  • জমির রেকর্ড ডিজিটাল করার দিক থেকে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ।
  • রাজ্যের উপজাতি ঐতিহ্য এর গল্প সংকলিত বাঙ্গি নামে বুকলেট রিলিজ করলো মধ্যপ্রদেশ।
  • মিশন গ্রামোদয়া প্রকল্প চালু করল
  • কোভিদ সম্পর্কে আবারো জনসচেতনতা গড়ে তুলতে সংকল্প ক্যাম্পেইন লঞ্চ কর
  • মেরি সুরক্ষা মেরা মাস্ক ক্যাম্পেন লঞ্চ করল

Madhya Pradesh

  • Capital: Bhopal
  • CM; Shivraj Singh Chouhan
  • Governor: Anandiben Patel
  • High court: Madhya Pradesh High Court, Jabalpur
  • National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil
  • Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
  • Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
  • World Heritage Site: Khajuraho Group of Monuments,
  • Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka
  • গ্রামীণ মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করল কোন রাজ্য?
  • জম্মু-কাশ্মীর
  • উত্তরাখণ্ড
  • হিমাচল প্রদেশ
  • অন্ধপ্রদেশ

Recent News About Jammu and Kashmir:

  • সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক জম্মু-কাশ্মীরে ই কুবের নামক পেমেন্ট সিস্টেম লঞ্চ করল।
  • জম্মু-কাশ্মীর সরকার Satark Nagarik মোবাইল অ্যাপ চালু করল।
  • মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
  • ই সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
  • জম্মু কাশ্মীরে গুলমার্গ উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে।
  • Awaam Ki Baat নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল কোন রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চল?
  • এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় গড়ে উঠেছে ?

J&K

  • Capital: Jammu & Srinagar
  • CM;
  • Lieutenant Governor:  Manoj Sinha
  • High court: Jammu & Kashmir High court
  • National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
  • Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
  • Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
  • Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake
  • 2019 সালের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন কোন অভিনেতা?
  • রজনীকান্ত
  • অমিতাভ বচ্চন
  • বিনোদ খান্না
  • দেবিকা রানি
  • দাদাসাহেব ফালকে প্রথম ভারতীয় যিনি সিনেমা বানান
  • তার পরিচালিত সিনেমাটির নাম ছিল রাজা হরিশচন্দ্র
  • এটি 1913 সাল এ বের হয় তার প্রতি শ্রদ্ধা জানাতে  1969 সাল থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়া হতে থাকে
  • প্রথম বাঙালি হিসেবে এই পুরস্কার পান ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী
  • শেষ বাঙালি হিসাবে 2011 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এই পুরস্কার লাভ করেছিলেন
  •  আইসিসি ওয়ানডে ব্যাটিং রাঙ্কিং এ প্রথম স্থানে কে লো?
  • ভিরাট কহলি
  • রোহিত শর্মা
  • হার্দিক পান্ডিয়া
  • বাবর আজম

ICC:

  • Chairperson: Greg Barclay
  • CEO: Manu Sawhney
  • Headquarters: Dubai, United Arab Emirates
  • Founded: 15 June 1909
  • ব্রিটানিয়া কোম্পানির এডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে পাঁচ বছরের জন্য কে নিযুক্ত হলেন?
  • উর্জিত প্যাটেল
  • রঘুরাম রাজন
  • অনিশ সাহো
  • সোমা মন্ডল

Britania:

  • CEO: Varun Berry (1 Apr 2014–)
  • Parent organization: Wadia Group
  • Headquarters: Bengaluru
  • Founded: 1892
  1. Wild and Willfull নামে কে বই লিখলেন?
  2. নেহা সিনহা
  3. হান্টার বাইডেন
  4. প্রিয়াঙ্কা চোপরা
  5. অনামিকা
Share with your friends

Leave a Comment