4th & 5th July 2021 Current Affairs In Bengali | 4th & 5th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

4th & 5th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 4th & 5th July 2021 Current Affairs PDF:

Download 4th & 5th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

4th & 5th July 2021 Current Affairs in Bengali:

  1. 4th July কোন দেশের স্বাধিনতা দিবস পালন করা হলো?
    a) অ্যামেরিকা
    b) চীন
    c) ইউকে
    d) ফ্রান্স

 এটি তাদের 245 তম স্বাধীনতা দিবস। 1776 সালে তারা স্বাধীন হয়েছিলো।

 Number of States in USA- 50
 USA president who were assassinated
 Abraham Lincoln
 James A Garfield
 William Mckinley
 John F Kennedy

1st July National Doctor’s Day
4th July American Independence day
11th July World Population Day
18th July Nelson Mandela International Day
26 July Kargil Vijay Divas
28th July World Nature Conservation Day, World Hepatitis Day
29th July International Tiger Day

  1. সম্প্রতি কোন দেশ তাদের পার্লামেন্টে এই বিল পাশ করালো যে দেশে যে সমস্ত মূর্তি রয়েছে যা দাসত্ব কে সমর্থন করে সেই সমস্ত মূর্তি সরিয়ে ফেলা হবে?
    a) ইউকে
    b) চীন
    c) অ্যামেরিকা
    d) ফ্রান্স

 এবছর অ্যামেরিকার স্বাধিনতা দিবসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যামেরিকার পার্লামেন্টের তরফ থেকে।

 মঙ্গলে পৌঁছালো নাসার পারসেভারেন্স রোভার।
 মহাকাশে বিশ্বের প্রথম অসামরিক মিশনের পরিকল্পনা করলো স্পেস এক্স।
 143 টি উপগ্রহ একবারে উৎক্ষেপণ করে বিশ্বরেকর্ড তৈরি করল স্পেস এক্স।
 সম্প্রতি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এ পুনরায় যোগদান করলো আমেরিকা ।
 ভারত মহাসাগরীয় অঞ্চলে Freedom of Navigation Operations করলো আমেরিকা যুক্তরাষ্ট্র
 নেভি
 2021 সালের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে অ্যামেরিকা
 সম্প্রতি Bill Nelson NASA প্রধান হলেন
 সম্প্রতি P81 Patrol aircraft ভারতকে বিক্রি করছে অ্যামেরিকা
 সম্প্রতি অ্যামেরিকা ভারত কে Priority Watch List এ রেখেছে
 নাসার পার্কার সোলার প্রোব শুক্র গ্রহের প্রাকৃতিক সংকেত প্রাপ্ত করলো
 Neera Tandon জো বাইডেনের বরিষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন
 সম্প্রতি অ্যামেরিকা এশিয় বিরোধী হিংসা আটকানোর জন্য বিল পাস করালো
 সম্প্রতি NASA পৃথিবীর সবথেকে বড়ো এবং শক্তিশালী টেলিস্কোপ তৈরী করলো
 Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে।
 Nasa 2023 সালে চাঁদে মোবাইল রোবট পাঠাচ্ছে জল খোঁজার উদ্দেশ্যে। এর নাম variable polar exploration rover research
 Arun Venkatraman অ্যামেরিকান প্রেসিডেন্ট এর US and Foreign Commercial Services এর ডিরেক্টর জেনারেল হলেন
 অ্যামেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হলেন Christine Varmuth
 NASA সম্প্রতি দুটি নতুন মিশন ঘোষণা করলো শুক্র গ্রহের উদ্দেশ্যে। এই দুটির নাম Davinci এবং Veritas.
 সম্প্রতি অ্যামেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারী করলো
 ভারত সম্প্রতি অ্যামেরিকা থেকে MH-60 Romeo multi-role হেলিকপ্টার কিনলো

USA:
 Capital- Washington D.C (Potomac River)
 President- Joe Biden (46th)
 Vice president- Kamala Harris (49th )
 Parliament- Congress
 Upper house- Senate
 Lower house- House of Representatives
 1st President- George Washington
 Statue of Liberty- It was gifted by France in year 1875
 Independence Day- 4th July 1776

  1. কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমা র 15 মাসের জন্য কারাদণ্ড হয়েছে?
    a) দক্ষিণ আফ্রিকা
    b) নামিবিয়া
    c) ক্যামেরুন
    d) ইথিওপিয়া

 দুর্নীতির অভিযোগে তার এই শাস্তি হলো। 2009-18 সি সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই সময় বিভিন্ন বেসরকারি কোম্পানি অনৈতিক উপায়ে দেশের সম্পত্তি উত্তলন করেছলো এবং তাতে প্রেসিডেন্ট সাহায্য করেছিলো।

 সম্প্রতি আগুন লাগলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্ক এ। এটি দক্ষিণ আফ্রিকা তে অবস্থিত

 Capitals- Cape Town, Pretoria, Bloemfontein
 Currency- South African rand
 President – Cyril Ramaphosa

  1. স্বাস্থ্য ক্ষেত্রে কোন দেশের সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত?
    a) জাপান
    b) অ্যামেরিকা
    c) মায়ানমার
    d) বাংলাদেশ

 ভারতের ইউনিয়ন ক্যাবিনেট এতে সম্মতি প্রকাশ করেছে। এই করোনা পরিস্থিতিতে মায়ানমার কে সাহায্য করার জন্য এই সিদ্ধান্ত।

 মায়ানমারে পুনরায় সেনা অভ্যুত্থান ঘটলো।
 মায়ানমারের সেনা সরকারের ফেসবুক পেজ বন্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ।
 মায়ানমারে সেনা সরকারের বিরোধী পক্ষ ন্যাশনাল ইউনিটি গভরমেন্ট তৈরির কথা ঘোষণা করলো
 এটির প্রধান হবে প্রেসিডেন্ট YU Win Myint এবং Aung San Suu Kyi হবেন State Consultant.
 Toukte নামে ঘূর্ণি ঝড়ের নামটি মায়ানমার রেখেছে
Myanmar:
 Capital: Naypyidaw (Rangoon till 2005)
 Currency: Myanmar Kyat
 1988-2010 Military rule
 President: Mynit SWe
 Chief Of army- Min Aung Hlaing
 Parliament- Pyidaungsu Hluttaw
 Longest river: Irrawaddy River
 Highest Peak: Hkababo Razi
 National Sports: caneball

  1. ভারত কোন দেশের সঙ্গে Public Administration and Governance reform নিয়ে মউ সাক্ষর করতে চলেছে?
    a) চেক প্রজাতন্ত্র
    b) গাম্বিয়া
    c) সেনেগাল
    d) ইথিওপিয়া

 দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা যাতে আরো বৃদ্ধি পায় শের উদ্দেশ্যে সি চুক্তি হতে চলেছে। এর জন্য অনুমোদন দিয়ে দিয়েছে ভারতের ইউনিয়ন ক্যাবিনেট।

 সম্প্রতি ভারত সরকারের স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ মউ
 ভুটান- পরিবেশ নিয়ে
 কুয়েত- ভারতীয় শ্রমিক নিয়োগ সংক্রান্ত
 মালদ্বীপ- Sustainable Urban Development
 নেদারল্যান্ড- বজ্রজল থেকে শক্তি উৎপাদন
 জাপান- পেটেন্ট ভেরিফিকেসন
 ফিজি- কৃষিজ ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার জন্য
 মাইক্রোসফট- কৃষি ক্ষেত্র।

 Capital: Banjul
 Currency: Gambian dalasi
 President: Adama Barrow

  1. 2021-24 সালের জন্য আইটি পলিসি চালু করলো কোন রাজ্য সরকার?
    a) কেরালা
    b) পশ্চিমবঙ্গ
    c) অন্ধ্রপ্রদেশ
    d) কর্ণাটক

 এর ফলে আগামী তিন বছরে ইনফরমেশন টেকনোলজি সেক্টর থেকে 55000 কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজ্য সরকার।

 ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে অন্ধপ্রদেশ বাড়িতে রেশন প্রদান করল।
 প্রাইম মিনিস্টার কিসান নেশনাল আওয়ার্ড পুরস্কার পেল অন্ধপ্রদেশের অনন্তপুরম জেলা।
 Scotch Challenger award chief minister of the year- অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি
 ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করতে চলেছে
 সম্প্রতি অন্ধ্র প্রদেশ সারকার jaganna vidya divena প্রকল্পের প্রথাম কিস্তি এর জন্য ৬৭২ কোটি টাকা বরাদ্দ করল
 ওয়াই এস আর সম্পুরনা পোষণ স্কিম চালু করেছে।
 ওয়াই এস আর আরোগ্যশ্রী স্কিম চালু করেছে।
 জাগান্না আম্মা বাড়ি স্কিম চালু করেছে।
 দেশের প্রথম ফ্রুট ট্রেন চলেছে
 নাডূ নেডূ প্রকল্প চালু করেছে।
 ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে।
 রাজ্যের বেকার যুবকদের স্কিল ট্রেনিং দেও্যার জন্য মাইক্রোসফট এর সঙ্গে চুক্তি করলো অন্ধ্রপ্রদেশ সরকার
 সম্প্রতি অন্ধ্রপ্রদেশঅনাথ শিশুদের জন্য 10 লক্ষ টাকার Fixed Deposit ঘোষণা করলো
 YSR Jaganna Colony Project চালু করলো অন্ধ্র প্রদেশ
 সম্প্রতি ছোট দোকানদার এবং ব্যাবসায়ি দের সাহায্য করতে Jagananna Thodu Scheme চালু করলো
 সম্প্রতি অন্ধ্র প্রদেশ সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরাজি মাধ্যম বাধ্যতা মূলক করলো
 সমস্ত সরকারি চাকরীর পরিক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিলো অন্ধ্র প্রদেশ
 আন্তর্জাতিক ই এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিতস্থি অন্ধ্র প্রদেশে
Andhra Pradesh:
 Capital: Amaravati
 LS:25 RS:11
 Formation date: 1 November 1956
 CM; Y. S. Jagan Mohan Reddy
 Governor: Biswabhushan Harichandan
 High court: Andhra Pradesh High Court
 National Park: Sri Venkateswara, Rajiv Gandhi, Papikonda
 Dance form:Vilasini Natyam, Veranatyam, Dhimsa, Lambadi, Butta Bommalu, Bhama, Kalapam
 Festival: Flemingo, Srivari Bramhotsavam (Tirupati),Visaka utsav, Tirupati Ganga Jatra, Ugabi
 Ramsar Site- Koleru Lake

  1. Good Governance Practice এর উপর আঞ্চলিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
    a) ইন্দোর
    b) ভোপাল
    c) শ্রীনগর
    d) কোলকাতা

 1 এবং 2 জুলাই শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হলো।

 জম্মু-কাশ্মীর সরকার Satark Nagarik মোবাইল অ্যাপ চালু করল।
 মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 ই সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 জম্মু কাশ্মীরে গুলমার্গ উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে।
 Awaam Ki Baat নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল
 শ্রীনগরের ডাল লেক সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষিত হলো
 সম্প্রতি টিউলিপ ফেস্টিভ্যাল এর আয়োজন করলো
 Another Day in Paradise কার্যক্রম শ্রীনগর এ অনুষ্ঠিত হোলো
 সম্প্রতি শ্রীনগরে Khelo India State Centre of Excellence এর উদ্বোধন হোলো
 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষ স্থান অর্জন করলো উধমপুর জেলা
 সম্প্রতি ভাসমান আম্বুলেন্স চালু হলো ডাল লেকে
 করোনায় যাদের মৃত্যু হচ্ছে তাদের জন্য Special Assistance Scheme আনলো জম্মু কাশ্মীর
 Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
 Mavya Sudan জম্মু কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন
 Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
 জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
Jammu and Kashmir:
 Capital: Jammu & Srinagar
 Lieutenant Governor: Manoj Sinha
 High court: Jammu & Kashmir High court
 National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
 Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
 Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
 Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত ড্রোন ডিফেন্স ডোম এর নাম কি?
    a) ইন্দ্রজাল
    b) নাগপাশ
    c) আকাশডোম
    d) ইন্দ্রকস

 এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।
Telangana:
 Capital: Hyderabad
 LS: 17 RS:7
 Formation Date: 2 June 2014
 CM; K. Chandrashekhar Rao
 Governor: Tamilisai Soundararajan
 High court: Telangana High Court
 National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
 Dance form: Perini Sivatandavam
 Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga

  1. Pushkar Sing Dhami কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন?
    a) হিমাচল প্রদেশ
    b) উত্তরাখন্ড
    c) বিহার
    d) অরুণাচল প্রদেশ

 Tirath Sing Rawat ইস্তফা দেওয়ায় তার স্থানে ইনি এলেন। ইনি মাত্র 115 দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন।

 স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহ মালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করল উত্তরাখণ্ড।
 উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর উপর লাখওয়ার ইলেকট্রিসিটি প্রজেক্ট স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহ মালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করল উত্তরাখণ্ড।
 উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর উপর লাখওয়ার
 স্থাপনের অনুমতি প্রদান করা হলো।
 আন্তর্জাতিক যোগা উৎসব শুরু হলো উত্তরাখণ্ড ঋষিকেশে।
 কন্যার নামে বাড়ির পরিচয় দিতে gharoki paachan chelik nam প্রকল্প লঞ্চ করল উত্তরাখণ্ড।
 ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
 আইআইটি রূর্কী তে চালু হলো ড্রন রিসার্চ সেন্টার।
 STEM of girls প্রোগ্রামের জন্য আইবিএম এর সঙ্গে চুক্তি করলো উত্তরাখণ্ড।
 সাম্প্রতি উত্তরাখন্ড এ ITBP ওয়াটের স্পোর্টস এবং আদ্ভেন্চার ইন্সিটিউট স্থাপন করছে
 সম্প্রতি Aditya- L1 Support Cell (ALSC) উত্তরাখণ্ড এ স্থাপন হলো
 উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
 Mission Hausla চালু করলো উত্তরাখণ্ড পুলিশ
 Arial Passanger Ropway System এর জন্য উত্তরাখন্ড কে অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
 সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। তিনি সব থেকে বিখ্যাত তার চিপকো আন্দোলনের জন্য
 উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
 সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
 উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
Uttarakhand:
 Capital: Dehradun, Gairsain
 LS:5 RS:3
 Formation date: 9 November 2000
 CM; Tirath Singh Rawat
 Governor: Baby Rani Maurya
 High court: Uttarakhand High Court
 National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
 Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
 Ramsar Site: Asan Barrage
 World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. সম্প্রটি কোন ব্যাংক Salaam Dil Sey নামে একটি ইনিশিয়েটিভ শুরু করলো ডাক্তার দের প্রতি শ্রদ্ধা জানাতে?
    a) SBI
    b) Axis
    c) PNB
    d) HDFC

 করোনা পরিস্থিতিতে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মী দের নিরন্তর পরিশ্রম কে সম্মান জানানোর জন্য এটি চালু করলো। এর ফলে সমস্ত ডাক্তার দের তারা ভ্যালু অ্যাডেড সার্ভিস দেবে বিনা মূল্যে।

 ব্যাংক সংক্রান্ত গুরুত্ব পূর্ণ খবর-
 2031-32 এর মধ্যে HDFC কার্বন নিউট্রাল হওয়ার লক্ষ নিয়েছে।
 HDFC স্মার্ট আপ উন্নতি মেন্টরিং প্রোগ্রাম চালু করেছে মহিলা ব্যাবসায়িদের লোন দেওয়ার উদ্দেশ্যে।
 ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরোগ্যম হেলথ কেয়ার লোন চালু করেছে।
 আইসিআইসিআই ব্যাংক বিশ্বের দ্বিতীয় ব্যাংক হিসেবে SWIFT gpi Instant সুবিধা চালু করেছে।

HDFC Bank
 CEO: Sashidhar Jagdishan (27 Oct 2020–)
 Owner: Housing Development Finance Corporation
 Headquarters: Mumbai
 Founded: August 1994, India

  1. সম্প্রতি Mana Patel প্রথম ভারতীয় মহিলা হিসেবে কোন খেলায় টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন?
    a) দৌড়
    b) সাতার
    c) কুস্তি
    d) টেনিস

 অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোন ভারতীয় মহিলা এই যোগ্যতা অর্জন করলেন। ইনি 100 মিটার ব্যাক স্ট্রোক এ যোগ্যতা অর্জন করলেন। কিছুদিন আগেই Sajan Prakash প্রথম সাঁতারু হিসেবে এবারের অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে করেছিলেন Srihari Niraj.

 Nethra Kumannan- 1st Indian Sailor
 Bhavani Devi- 1st Indian Fencer
 Fawad Mirza- Equestrian
 Pranati Nayak- Gymnastics
 Sushila Devi Likmabam- Judo
 Mirabai Chanu- Weightlifting

FINA
 Headquarters: Lausanne, Switzerland
 President: Husain Al-Musallam
 Founded: 19 July 1908, London, United Kingdom

Swimming Federation of India
 Founded: 1948
 President: Digambar V. Kamat
 HQ; New Delhi

History of Modern Olympics
 1st- 1896- Athens
 2020- Tokyo (32th)
 2024- Paris
 2028- Los angeles

International Olympic Committee
 Headquarters: Lausanne, Switzerland
 President: Thomas Bach
 Founded: 23 June 1894, Paris, France

  1. সম্প্রতি কোন ই কমার্স কোম্পানি Shopsy App তৈরি করলো?
    a) Flipkart
    b) Amazon
    c) Snapdeal
    d) Alibaba

 ভারতীয় ব্যাবসায়িদের সাহায্য করার জন্য এটি চালু করা হলো। এতে ভারতীয় ব্যবসায়িরা কোন রকম ইনভেস্টমেন্ট ছারাই অনলাইন ব্যাবসা চালু করতে পারবে। Flipkart এর মাধ্যমে 25 মিলিয়ন ব্যাবসায়িকে 2023 সালের মধ্যে এই প্ল্যাটফর্মে আনার লক্ষ নিয়েছে।

 Founded: October 2007, Bengaluru
 CEO: Kalyan Krishnamurthy (Jan 2017–)
 Parent organization: Walmart
 Founders: Sachin Bansal, Binny Bansal

  1. সম্প্রতি অ্যান্টার্কটিকা তে সর্বকালের সর্বাধিক তাপমাত্রা দেখা গেছে। এটি কত ডিগ্রি সেন্টিগ্রেট?
    a) 18.3
    b) 15
    c) 14
    d) 16

 UN World Meteorological Organisation এটি জানিয়েছে। কিছুদিন আগে A-76 নামে একটি বৃহৎ Ice Berg ভেঙ্গে পরেছে Weddel Sea তে।

 Coldest Place in World- Dome Fuji, Antarctica (-93.2 C)/ Verkhoyansk, Russia (- 69.8 C)
 Coldest Place in India- Dras (Ladakh)
 Hottest Place in India- Phalodi (Rajasthan)
 Hottest Place in World- Death Valley
 highest peak of Antarctica- Mount Vinson
 Dakshin Gangotri Antarctic research base in 1983,
 Maitri base from 1989
 The newest base commissioned in 2012 is Bharati

  1. সম্প্রতি মারা গেলেন M Prasanna. ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
    a) ফুটবল
    b) ক্রিকেট
    c) হকি
    d) বাস্কেটবল

 70 এর দশকে খেলতেন। কেরালা, মহারাষ্ট্র এবং গোয়ার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন।

FIFA
 President: Gianni Infantino
 Headquarters: Zürich, Switzerland
 Founded: 21 May 1904, Rue Saint-Honoré, Paris, France

All India Football Federation
 Vice-President: Subrata Dutta
 President: Praful Patel
 Headquarters location: New Delhi
 Founded: 23 June 1937

Indian Football Association
 President: Ajit Banerjee
 Founded: 1893
 AIFF affiliation: 1937
 Headquarters: Kolkata

Share with your friends

Leave a Comment