31st July 2021 Current Affairs In Bengali | 31st জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

31st July 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 31st July 2021 Current Affairs PDF:

Download 31st July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

31st July 2021 Current Affairs in Bengali:

  1. নাসার Hubble Space Telescope সম্প্রতি কোন গ্রহের উপগ্রহে জ্বলিয় বাস্পের সন্ধান পেলো?

a) মঙ্গল
b) বৃহস্পতি
c) শনি
d) ইউরেনাস

• বৃহস্পতির Ganimed উপগ্রহ যেটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ শেখানে প্রথম জ্বলিয় বাস্পের সন্ধান পাওয়া গেলো।

• মঙ্গলে পৌঁছালো নাসার পারসেভারেন্স রোভার।
• মহাকাশে বিশ্বের প্রথম অসামরিক মিশনের পরিকল্পনা করলো স্পেস এক্স।
• 143 টি উপগ্রহ একবারে উৎক্ষেপণ করে বিশ্বরেকর্ড তৈরি করল স্পেস এক্স।
• সম্প্রতি Bill Nelson NASA প্রধান হলেন
• নাসার পার্কার সোলার প্রোব শুক্র গ্রহের প্রাকৃতিক সংকেত প্রাপ্ত করলো
• সম্প্রতি Space-X Starship রকেট প্রথমবারের জন্য সফলভাবে অবতরন করালো
• সম্প্রতি NASA পৃথিবীর সবথেকে বড়ো এবং শক্তিশালী টেলিস্কোপ তৈরী করলো। যার নাম James Webb Space Telescope
• Nasa 2023 সালে চাঁদে মোবাইল রোবট পাঠাচ্ছে জল খোঁজার উদ্দেশ্যে। এর নাম variable polar exploration rover research
• NASA সম্প্রতি দুটি নতুন মিশন ঘোষণা করলো শুক্র গ্রহের উদ্দেশ্যে। এই দুটির নাম Davinci এবং Veritas.
• সম্প্রতি খবরে আছে NEOWISE টেলিস্কোপ। এটি নাসার টেলিস্কোপ

The National Aeronautics and Space Administration
• Headquarters: Washington, D.C., United States
• Founder: Dwight D. Eisenhower
• Founded: 29 July 1958, United States
• Administered by: Steve Jurczyk, Bill Nelson

  1. কোন দেশ তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে চলেছে?

a) কানাডা
b) অস্ট্রেলিয়া
c) অ্যামেরিকা
d) নাইজেরিয়া

• এবছর অক্টোবার মাসের মধ্যে এটি চালু করার পরিকল্পনা করছে। এর নাম e-Naira. এবছর ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়া সমস্ত রকম ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দিয়েছিলো।

Nigeria
• Capital: Abuja
• Currency: Nigerian naira
• President: Muhammadu Buhari

  1. বিশ্বের প্রাচীন তম সোলার অবজারভেটরি Chankilo যেটি সম্প্রতি খবরে আছে সেটি কোন দেশে অবস্থিত?

a) চীন
b) পেরু
c) ব্রাজিল
d) জাপান

• 2300 বছরের পুরনো এই স্থান পেরুর ডেসার্ট ভ্যালি তে অবস্থিত। 250-200 খৃস্টপূর্বাব্দের মধ্যে এটি নির্মিত। এবছর মোট 13টি স্থান কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পেয়েছে তার মধ্যে এটি একটি।
Peru
• Prime minister: Violeta Bermúdez
• Capital: Lima
• Currency: Sol

  1. সম্প্রতি খবরে থাকা Sitio Burley Marx কোন দেশে অবস্থিত?

a) চীন
b) জাপান
c) ব্রাজিল
d) পেরু

• এটি সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে এতিওবস্থিত।এই স্থান টি ভেজিটেবিল এক্সপেরিমেন্টের ল্যাবোরেটরি নামে পরিচিত।

UNESCO
• The United Nations Educational, Scientific and Cultural Organization
• Headquarters: Paris, France
• Head: Director-General; Audrey Azoulay
• Founded: 16 November 1945, London, United Kingdom

• ব্রাজিলের স্যাটেলাইট Amazonia-1 উৎক্ষেপণ করল ইসরো।
• ব্রাজিলের সশস্ত্রবাহিনীর সমস্ত প্রধানেরা একসঙ্গে ইস্তফা দিলেন
• 2021 সালের কোপা অ্যামেরিকা ব্রাজিল আয়োজন করতে চলেছে

• Capital- Brasília
• Currency- Real
• President- Jair Bolsonaro
• Parliament- National Congress
• Space agency- The Brazilian Space Agency (Portuguese: Agência Espacial Brasileira; AEB

  1. QS Best Student Cities Ranking এ প্রথম স্থানে আছে কোন শহর?

a) লন্ডন
b) নিউ ইয়র্ক
c) মিউনিখ
d) মুম্বাই

• ভারতের মধ্যে মুম্বাই প্রথম স্থানে আছে। মোটের ওপর তাদের স্থান 106 নম্বরে। ব্যাঙ্গালোড় 110 তম স্থানে আছে। দ্বিতীয় স্থানে আছে মিউনিখ এবং তৃতীয় স্থানে আছে টোকিও।

Index1stIndia Rank
Global climate risk index  মোজাম্বিক  7th  
Corruption perception index  New Zealand And Denmark  86th  
Asia Pacific personalized health index  Singapore  10th  
Covid performance-index  New Zealand   86th  
Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)  Norway  53rd  
ইকোনমিক ফ্রিডম ইনডেক্সসিঙ্গাপুর।121।
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টবিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত।ভারতের দিল্লি দশম স্থানে আছে।  
বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারিChinaচতুর্থ
International intellectual property indexআমেরিকা40
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021ফিনল্যান্ড140
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্সআমেরিকা55
Inclusive Internet Indexসুইডেন49
হেনলি পাসপোর্ট ইনডেক্সজাপান84
World Press Freedom Indexনরওয়ে142  
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 94
WEF Global Energy Transition Index 2021sweden87
Chandler Good Government Index 2021Finland49  
renewable energy country attraction indexUSA3rd
Expert insider 2021 survey Taiwan51
Sustainable Development GoalsSweden117
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্টSwitzerland67
World Competitiveness Indexসুইজারল্যান্ড।43
Global Peace IndexIceland135
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিংBritain51
Sustainable Development ReportFinland120
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্সUSA10
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে20
  1. Quinn প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেললেন। ইনি কোন দেশের প্লেয়ার?

a) নিউজিল্যান্ড
b) কানাডা
c) অস্ট্রেলিয়া
d) আয়ারল্যান্ড

• ইনি কানাডা মহিলা ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করার সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করলেন।

• সম্প্রতি 12 থেকে 15 বছরের বয়সের শিশুদের জন্য Pfizer ভ্যাক্সিন ব্যাবহারের অনুমতি দিলো কানাডা
• মহম্মদ জামাল ক্যানাডার প্রথম Black Person হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতি হলেন

• Currency: Canadian dollar
• Capital: Ottawa
• Prime minister: Justin Trudeau

International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France

  1. টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় রেলওয়ের কর্মী দের কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো ভারতীয় রেল?

a) 1
b) 2
c) 3
d) 4

• 25 জন ভারতীয় রেলের কর্মী এবার টোকিও অলিম্পিকে অংশ গ্রহণ করেছে। একি সঙ্গে রুপো জয়ীদের 2 কোটী টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

• ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
• বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
• বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
• রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সুনিত শর্মা।
• শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
• 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
• ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
• অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
• ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।

HQ of Indian railway
Central CST, Mumbai
Eastern Kolkata
East Central Hajipur
East Coast Bhubaneshwar
Northern New Delhi
North Central Allahabad
North Eastern Gorakhpur
North East Frontier Guwahati
North Western Jaipur
Southern Chennai
South Central Secunderabad
South Eastern Garden Reach, Kolkata
South East Central Bilaspur
South Western Hubli
Western Churchgate, Mumbai
West Central Jabalpur
Metro Rail Kolkata
South Coast Vishakhapatnam

  1. Lovlina Borgohain টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক সুনিশ্চিত করলেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?

a) ভারোত্তোলন
b) স্কেটিং
c) বক্সিং
d) কুস্তি

• আসামের এই বক্সার সেমিফাইনালে উঠে এই পদক সুনিশ্চিত করলেন । কোয়ার্টার ফাইনালে তিনি চাইনিজ তাইপের বক্সার কে পরাজিত করলেন।

International Boxing Association
• Headquarters: Lausanne, Switzerland
• President: Umar Kremlyov
• Founded: 1946
Indian Boxing Federation
• President: Ajay Singh
• HQ: New Delhi

  1. সম্পতি Diksha Dagar টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করলেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?

a) ভারোত্তোলন
b) সুটিং
c) বক্সিং
d) গলফ

• 5 আগস্ট তার ইভেন্ট শুরু। ইনি শেষ মুহূর্তে কোটায় সুযোগ পেলেন। এর ফলে দুজন ভারতীয় মহিলা গলফে প্রতিনিধিত্ব করবেন। অপরজন Aditi Ashok আগেই যোগ্যতা অর্জন করেছিলেন।

International Golf Federation
• Founded: 1958
• President: Annika Sörenstam
• Headquarters: Lausanne, Switzerland

Indian Golf Union
• President: Lt. Gen. D. Anbu
• Founded: December 1955;
• Headquarters: New Delhi

Indian Olympic Association
• Founded: 1927
• President: Narinder Batra
• Secretary General: Rajeev Mehta

  1. টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কোন ভারতীয় ছবি নির্বাচিত হলো?

a) Paka
b) Dug Dug
c) Both
d) None of the above

• Paka একটি মালায়ালাম সিনেমা এবং Dug Dug হিন্দি সিনেমা।

  1. সম্প্রতি বুকার প্রাইজের জন্য নমিনেশন পেলো চায়না রুম নামক বইটি। এটি কার লেখা?

a) Sanjeev Sahota
b) David Diop
c) Syed Usman Azhar Maksisi
d) Kaushik Bashu

• ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকান। মোট 13 জন নমিনেশন পেয়েছেন যার মধ্যে ইনি একজন। এর বাইরে নোবেল প্রাইজ বিজেতা Kazuo Ishiguro এবং পুলিতজার প্রাইজ বিজেতা Richard Power ও নমিনেশন পেয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত বুকার প্রাইজ বিজেতা-
• V.S Naipoul- In A Free State (1971)
• Arundhati Roy- The God of Small Things
• Salman Rushdie- Midnights Children
• Kiran Desai- The Inheritance of Loss
• Arvid Adiga- The White tiger

  1. ভারতের একমাত্র কোন শহর International Clean Air Catalyst Programme এর জন্য নির্বাচিত হলো?

a) হায়দ্রাবাদ
b) ইন্দোর
c) জয়পুর
d) মুম্বাই

• এটি মধ্যপ্রদেশের শহর। এই প্রোগ্রামটি চালু করেছে অ্যামেরিকান এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট। অল্প এবং মধ্যম মানের বায়ু দূষণ আটকানোর জন্য এই প্রোগ্রাম। Environmental Defence Fund এতে অর্থ সাহজ্য করবে।
Madhya Pradesh:
• Capital: Bhopal
• LS:29 RS: 11
• CM; Shivraj Singh Chouhan
• Governor: Mangubhai Chhaganbhai
• High court: Madhya Pradesh High Court, Jabalpur
• National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
• Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
• Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
• World Heritage Site: Khajuraho Group of Monuments,
• Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka

  1. ভারতের প্রথম রাজ্য হিসেবে কারা সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো?

a) কেরালা
b) কর্ণাটক
c) তামিলনাড়ু
d) তেলেঙ্গানা

• তাদের জন্য 1শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করলো।

Karnataka:
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM; Basavraj Bommai
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

Share with your friends

Leave a Comment