1st August 2021 Current Affairs In Bengali | 1st আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

1st August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 1st August 2021 Current Affairs PDF:

Download 1st August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

1st August 2021 Current Affairs in Bengali:

  1. Intrinsic নামে একটি রোবোটিক্স কোম্পানি চালু করতে চলেছে কারা?

a) Microsoft
b) IBM
c) Alphabet
d) Reliance

• এরা ব্যাবসায়িক ক্ষেত্রে ব্যাবহিত রোবট এর জন্য সফটওয়্যার তৈরি করবে। এই Alphabet হলো গুগল এর পেরেন্ট অরগ্যানাইজেসন।

• Women Will প্ল্যাটফর্ম চালু করেছে।
• ভারতে News Shocase প্রোগ্রাম চালু করছে
• স্পেস এক্স এর সঙ্গে Star Link কানেকশন গড়ে তুলছে।
• Vertex Ai মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছে।
• সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করলো যেটি স্বাভাবিক ভাবে কথা বলতে সক্ষম
• Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে
• সম্প্রতি গুগল দীর্ঘতম আন্ডারসি কেবল তৈরির কথা ঘোষণা করলো

• CEO: Sundar Pichai (2 Oct 2015–)
• Founded: 4 September 1998, Menlo Park, California, United States
• Parent organization: Alphabet Inc.
• Headquarters: Mountain View, California, United States
• Founders: Larry Page, Sergey Brin

  1. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন সংস্থা কে Institutions of National Importance এর তকমা দিয়েছে?

a) National Institute of Food Technology Entrepreneurship and Management
b) Indian Institute of Food Processing Technology
c) Both
d) None of the above

• লোকসভায় National Institutes of Food Technology, Entrepreneurship and Management Bill, 2021 পাশ হলো এবং শেখানেই এই দুটি সংস্থা কে Institutions of National Importance হিসেবে ঘোষিত করা হলো। প্রথম সংস্থার সদর দপ্তর হরিয়ানার Kundli তে এবং দ্বিতীয় টির তামিলনাড়ুর Rhanjavur এ।

  1. সম্প্রতি 12 টি পূর্ব আফ্রিকার দেশ একসঙ্গে যে সামরিক অনুশীলন করলো তার নাম কি?

a) Vajra Prahar
b) Dustlik
c) Garuda Shakti
d) Cutlass Express

• আফ্রিকার পূর্ব উপকুলে এটি অনুষ্ঠিত হলো। আফ্রিকার 12 টি দেশ ছাড়া ভারত, অ্যামেরিকা ইউকে এতে অংশ গ্রহণ করেছিলো।

• ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
• ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
• ভারত এবং ইন্দোনেশিয়ার যৌথ নৌ-মহড়া PASSEX আয়োজিত হল আরবসাগর অঞ্চলে।
• ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেত এ যৌথ সেনা মহড়া DUSTLIK ii অনুষ্ঠিত হলো।
• সম্প্রতি মাদাগাস্কার নেভি সঙ্গে প্রথমবার যৌথ নৌ সেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারত
• হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা
• Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ অনুষ্ঠিত হবে
• ভারত এবং কিরঘিজিস্তানের মধ্যে খাঞ্জার সামরিক অনুশীলন বিস্কেক অনুষ্ঠিত হলো
• বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
• ভারত এবং ইন্দোনেশিয়া নৌসেনার মধ্যে আরব সাগরে Passage সামরিক মহরা অনুষ্ঠিত হলো
• ভারতীয় নৌসেনা থাইল্যান্ড সঙ্গে CORPAT সামরিক মহরা শুরু করলো
• সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
• ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ এর সঙ্গে Shield নামে সামরিক মহড়া আয়োজন করলো
• ভারত এবং রাশিয়ার মধ্যে আগস্ট মাসে INDRA সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে।

  1. সম্প্রতি কোন সংস্থা প্রথম বারের জন্য Proposal on Vision গ্রহণ করলো?

a) WHO
b) UN
c) NITI Ayog
d) None of the above

• সংযুক্ত রাষ্ট্রের জেনারেল অ্যাসেম্বলিতে এটি পাস করানো হলো। সারা পৃথিবীতে যে 110 কোটি মানুষ চোখের সমস্যায় ভুগছে তাদের সাহায্য করা এর উদ্দেশ্য।

United Nations General Assembly
• President: Abdulla Shahid
• Headquarters: New York, New York, United States

UNO
• Established 24th October, 1945.
• 1st secretory general- Trigvi lie.
• Current secretory general- António Guterres
• UN General Assembly, UN Secretariat, International Court of Justice, UN Security Council, UN Economic and Social Council, UN Trusteeship Council
• No of Memmber- 193. Last- south sudan.
• Language- Arabic, Chinese, English, French, Russian and Spanish.
• Permanent nation- US, UK, Russia, China and France
• India had been elected as a non-permanent member of the UNSC in 1950, 1967, 1972, 1977, 1984, 1991 and 2011

  1. বিশ্বের প্রথম ক্লিন নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করলো কোন দেশ?

a) চীন
b) জাপান
c) অ্যামেরিকা
d) রাশিয়া

• এখানে রিয়্যাক্টর ঠাণ্ডা করার জন্য জলের প্রয়োজন পরবে না। এর সঙ্গে তারা 2030 এর মধ্যে এটি বানিজ্যিক ভাবে তৈরির কথা ও ঘোষণা করলো।

• মঙ্গলের কক্ষপথে পৌঁছালো চীনের স্পেস এয়ারক্রাফট Tianwen- 1।
• বিশ্বের প্রথম দেশ হিসেবে সিন্থেটিক গাঁজা বন্ধ করলো চীন।
• দ্বিতীয় রাষ্ট্র হিসেবে মঙ্গল গ্রহে Zhurong নামে রোভার নামালো চীন
• বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
• সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
• Baihetan Hydropower Project সম্প্রতি খবরে আছে। এটি চীনে অবস্থিত
• সম্প্রতি হু চীন কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো
• বিশ্বের প্রথম Commercial modular mini reactor তৈরি করছে চীন
• ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথম অর্ধে বাণিজ্যের পরিমান 62.7 শতাংশ বৃদ্ধি পেলো
• অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো Xiaomi
• বিশ্বের দ্রুত তম ট্রেন চালু হলো চীনে। এর নাম Maglev Train. এর গতিবেগ ঘণ্টায় 600 কিমি।

China:
• Capital: Bejing
• Currency: Yuan, Renminbi
• President: Xi Jinping
• Perliament: National People’s Congress
• Longest river: Yangtze River
• National Sports: Table Tennis

  1. সম্প্রতি মারা গেলেন Nandu Natekar. ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

a) ফুটবল
b) ক্রিকেট
c) ব্যাডমিন্টন
d) টেবিল টেনিস

• ইনি 6 বারের জাতীয় চ্যাম্পিয়ন। শারীরিক অসুস্থতার কারনে পুনেতে তার মৃত্যু হলো।

Badminton Association of India
• President: Himanta Biswa Sarma
• Headquarters: New Delhi
• Founded: 1934

Badminton World Federation
• President: Poul-Erik Høyer Larsen
• Headquarters: Kuala Lumpur, Malaysia
• Founded: 5 July 1934

  1. ভারতের কেন্দ্রীয় সরকার কোন সম্প্রদায়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে?

a) দলিত সম্প্রদায়
b) সংখ্যা লঘু সম্প্রদায়
c) ট্রান্সজেন্ডার সম্প্রদায়
d) কোনটি নয়

• এদের নিরাপদ আশ্রয় দানের জন্য এই প্রোজেক্ট। আপাতত মহারাষ্ট্র, দিল্লী, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, ছত্তিসগর, তামিলনাড়ু এবং উড়িষ্যা তে স্থাপিত হতে চলেছে।

  1. Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো কোন রাজ্য?

a) বিহার
b) উত্তর প্রদেশ
c) হরিয়ানা
d) রাজস্থান

• স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো। এদের কে মোট ছয় টি ধাপে সাহায্য করা হবে। তার মধ্যে ট্রেনিং থেকে শুরু করে আর্থিক সাহায্য পর্যন্ত করা হবে।

• মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
• Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
• ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
• সম্প্রতি রাজস্থান Mukhyamantri Anuprati Coaching Scheme চালু করলো
• রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম জয়পুর শহরে স্থাপিত হচ্ছে
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করলো রাজস্থান
• বাজ পরে যেসমস্ত মানুষ মারা গেছেন তাদের কে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজস্থান
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো

Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. ভারতের প্রথম গ্রিন স্পেশাল ইকনমিক জোন হলো কোন স্থান?

a) সান্তা ক্রুজ
b) কোচি
c) কাণ্ডালা
d) চেন্নাই

• এটি গুজরাটের কচ্ছের রনের কাছে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম স্পেশাল ইকোনমিক জোন ও।

• ভারতের প্রথম মাইগ্রেন্ট ওয়ার্কার সেল তৈরি হলো গুজরাটের সুরাটে।
• ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
• 1975 সালের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম পার্সি ক্রিকেটার হলেন Arzan Nagwaswalla
• My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
• গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
• ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
• সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
• সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে Jane Garden and Kaijan Academy এর উদ্বোধন করলেন
• Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
• কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
• সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো গুজরাটের কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে।
• ভারতের প্রথম গুজরাট হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে
• ভারতের 40 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Dholavira কচ্ছ জেলায় অবস্থিত।

Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad

  1. India Versus China: Why They are Not Friends শিরোনামে কে বই রচনা করলেন?

a) Kanti Bajpai
b) Salman Rushdie
c) Amartya Sen
d) Dalai Lama

• ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক এখানে তুলে ধরা হয়েছে।

Venu Madhav Govindu
Srinath Raghavan
The Fourth Lion: essays for Gopalkrishna Gandhi
Rajpal Puniya
Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission
Jairam Ramesh The Light of Asia
Kareena Kapoor Khan The Pregnancy Bible

Ashok Chakraborty
The struggle within: A memoir of the Emergency
C.K. Gariali
Bank with a Soul: Equitas
Rakeysh Omprakash Mehra
Reeta Ramamurthy Gupta
The Stranger in the Mirror
Yalamanchili Shivaji
Palleku Pattabhishekam
Imtiaz Anees Riding Free: My Olympic Journey
Ashok Lavasa
An Ordinary Life: Portrait of an Indian Generation

Share with your friends

Leave a Comment