30th September 2021 Current Affairs In Bengali | 30th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

30th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 30th September 2021 Current Affairs PDF:

Download 30th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

  1. সম্প্রতি রাশিয়ান গ্রাপি কে জিতলেন?

a) Max Werstepen
b) Lewis Hamilton
c) Voltari Vottas
d) Sebastian Vettel

• এর সঙ্গে ইনি প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে 100 টি রেস জেতার রেকর্ড করলেন। এর আগে সবথেকে বেশী রেস জেতার রেকর্ড ছিলো Michael Schumacher. হ্যামিল্টন ব্রিটিশ ড্রাইভার যিনি মার্সিডিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।

  1. সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন Moeen Ali. ইনি কোন দেশের ক্রিকেটার?

a) পাকিস্তান
b) বাংলাদেশ
c) ইংল্যান্ড
d) দক্ষিণ আফ্রিকা

• 34 বছরের এই খেলোয়াড় ইংল্যান্ডের হয়ে 64 টেস্টে 2914 রান করেছেন।

  1. প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20 ফরম্যাটে 10 হাজার রান করলেন কে?

a) রোহিত শর্মা
b) বিরাট কোহলি
c) সুরেশ রায়না
d) রবীন্দ্র জাদেজা

• সারা বিশ্বের সাপেক্ষে ইনি পঞ্চম খেলোয়াড়। প্রথম করেছিলেন ক্রিস গেইল।
• Cricuru নামে ক্রিকেট কোচিং ওয়েবসাইট চালু করলো বিরেন্দ্র সেওয়াগ এবং সঞ্জয় বাঙ্গার
• প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো নিউজিল্যান্ড
• ভারতীয় ক্রিকেটার Shafali Verma কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেললেন
• ভারতীয় ক্রিকেটার Mithali Raj মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করলেন
• সম্প্রতি গেইল T20 ক্রিকেটে 14000 রান সম্পন্ন করলেন
• আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson.
• আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন বিরাট কোহলি
• ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি বিরাট কোহলি
• মহেন্দ্র সিং ধনী T 20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হলেন
• ভারতের দ্রুততম পেসার হিসাবে ১০০টি টেস্ট উইকেট নিলেন জাসপ্রীত বুমরা। ইনি 24 টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন।
• IPL-এ একটি টিমের হয়ে ২০০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন বিরাট কোহলি

  1. দ্রুততম সোলো সাইকেলিং এ বিশ্ব রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ নাম তুললেন কে?

a) Shripad Shriram
b) Niraj Chopra
c) Priyanka Mohite
d) Manish Shankar

• ইনি একজন আর্মি অফিসার। লে থেকে মানালি এই 472 কিমি ইনি 34 ঘণ্টায় সম্পন্ন করেন।

• 2021 সালের রাষ্ট্রীয় লোকমান্য তিলক পুরষ্কার জিতলেন Cyrus Poonawala
• সম্প্রতি National Youth Award পেলেন মহম্মদ আজম
• National Intellectual Property Award 2020 জিতেছে Amity University
• Sri Basava International Award দ্বারা সম্মানিত হলে Basavaliga Pattadevaru.
• পশ্চিমবঙ্গের মালদা থেকে Hariswamy Das সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন
• EASE Reforms Index Award 2021 জিতলো State Bank of India
• শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য 2021 সালের Swami Brahmananda পুরষ্কার পেলেন Anand Kumar
• National Florence Nightingale Award 2021 পেলেন Bhanumati Ghiwala
• Rajbhasa Kirti Puroskar পেলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
• সম্প্রতি খবরে থাকা Geeta Samota দ্রুততম ভারতীয় হিসেবে রাশিয়ার Mt Elbrus এবং আফ্রিকার Mt Kilimanjaro জয় করলেন।
• Business Excellence and Nation Achievers পুরষ্কার পেলেন Kapil Pathare

  1. Ottawa Open টেনিসে মহিলাদের ডবলস কে জিতলেন?

a) Sania Mirza
b) Zhang Shuai
c) Both
d) None of the above

• এটি এবছর সানিয়া মির্জার প্রথম খেতাব এবং ক্যারিয়ারের 43 তম খেতাব।

• Australia Open- Novak Djokovic (M) – Naomi Osaka (W)
• French open- Novak Djokovic(M) – Barbora Krezikova(W)
• Wimbledon- Novak Djokovic(M) – Ashleigh Barty (W)
• US Open- Daniil Medvedev(M)- Emma Rasshoparu(W)
• Miami Open- Hubert Hurkacz(M), Ashleigh Barty(W)
• Italy Open- Rafael Nadal
• Madrid Open- Alexander Zverev
• Geneva Open- Casper Ruud
• Lyon Opne -Stefanos Sitsipas
• Belgrade Open 2021 -Novak Djokovic
• Sameer Banerjee ইন্দো অ্যামেরিকান ভারতীয় জুনিয়র উইম্বলডন খেতাব জিতলেন

  1. কোন রাজ্যের Sojat Mehndi জিআই ট্যাগ পেলো?

a) রাজস্থান
b) হরিয়ানা
c) পাঞ্জাব
d) কর্ণাটক

• রাজস্থানের Sojat অঞ্চলের মেহেন্দি পাতা থেকে এটি পাওয়া যায়। একি সঙ্গে নাগা শসা ও জিআই ট্যাগ পেলো।

সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত পন্য-
• Manipur- Sirarkhong Mirch, Tamenglomg Orange
• J&K- Kashmiri Saffron, Guchchi Mushroom
• Manipur- Cha khao
• TN- Kodaikanal Malai Pondu, Kandangi Saree, Dindigul Rocks
• Mizoram- Pawndum, Hmaram
• Goa- Khola Chilli
• Karnataka- Tur Dal
• Kerala- Tiroor Betal
• Assam- Kajinemu

Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

Nagaland:
• Capital: Kohima
• CM; Neiphiu Rio
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Intanki
• Dance form:Rengma, Udoho, Zeliang, Changlo, Changsang, Melophita, Angushu Kighilhe, Monyu Asho
• Festival: Hornbil, Aoleang, Ngada, Hega, Moatsu, Sekrenyi, Tsokum.

  1. সম্প্রতি কোন রাজ্যের Judima Wine জিআই ট্যাগ পেলো?

a) আসাম
b) সিকিম
c) গোয়া
d) গুজরাট

• উত্তর পূর্ব ভারতের প্রথম পানীয় হিসেবে এটি জিআই ট্যাগ পেলো।

• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
• Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।
• রতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ
• Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো আসাম
• ১০০০টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো আসাম
• Orang National Park-এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে আসাম
• Lovlina Borgohen আসামের সমগ্র শিক্ষা অভিজানের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হলেন
• Tea Park গঠন করার কথা ঘোষণা করেছে আসাম কামরূপ জেলার Chaigaon এ

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

  1. উত্তর ভারতের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন Palmetum এর উদ্বোধন হলো কোন রাজ্যে?

a) হিমাচল প্রদেশ
b) উত্তরাখণ্ড
c) রাজস্থান
d) পাঞ্জাব

• উত্তরাখণ্ড বন দপ্তর এটি স্থাপন করলো।

• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।
• উত্তরাখন্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• Vandana Katarina কে উত্তরাখন্ড এর Women empowerment এবং Child development এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো
• ভারতের সর্বচ্চ হার্বাল গার্ডেন প্রতিষ্ঠিত হলো উত্তরাখন্ড এর চামোলি জেলার মানা গ্রামে
• সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২ জয়ী শিল্পী পবনদীপ রাজন উত্তরাখণ্ড রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন।
• Bab Rani Maurya রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন
• ভারতের সবথেকে বড় open air fernery এর উদ্বোধন হলো উত্তরাখণ্ডএর আলমোড়া জেলায়

Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor: Lt, Gen (Retd) Gurmeet singh
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. ভারতের প্রথম সম্পূর্ণ সৌর শক্তি দ্বারা চালিত রেল ষ্টেশন হলো কোনটি?

a) চেন্নাই সেন্ট্রাল
b) শিয়ালদহ
c) হাওড়া
d) ছত্রপতি শিবাজি টারমিনাস

• এর আরেক নাম Puratchi Thalaiwar Dr M G Ramchandran Central. এটি South Central রেলওয়ে জোনের মধ্যে পরে।

• অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
• ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে
• ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• Vijaywada রেল ষ্টেশনে 130KWP এর সোলার পাওয়ার প্ল্যান্ট বসলো।
• হলদিবাড়ি- চিলাহাটি রেল লিঙ্ক সার্ভিস শুরু হলো ভারত-বাংলাদেশ দেশের মধ্যে
• সারা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী
• সম্প্রতি FSSAI চণ্ডীগড় রেলস্টেশন কে 5 star Eat Right Starion সার্টিফিকেট দিলো। এই নিয়ে পাঁচটি রেল ষ্টেশন এই তকমা পেলো। বাকি চারটি হলো- Anand Bihar Terminal New Delhi, Chhatrapati Shivaji Terminus Mumbai, Mumbai Central Railway Station, Vododora Railway Station.
• প্রত্যন্ত অঞ্চলের শিশু দের জন্য Rail Kaushal Vikas Yojana মিশন লঞ্চ করলো ভারতীয় রেল

HQ of Indian railway

CentralCST, Mumbai
EasternKolkata
East CentralHajipur
East CoastBhubaneshwar
NorthernNew Delhi
North CentralAllahabad
North EasternGorakhpur
North East FrontierGuwahati
North WesternJaipur
SouthernChennai
South CentralSecunderabad
South EasternGarden Reach, Kolkata
South East CentralBilaspur
South WesternHubli
WesternChurchgate, Mumbai
West CentralJabalpur
Metro RailKolkata
South CoastVishakhapatnam

• Indian Railway Chairman- Sunnet Sharma
• Total Railway Division- 70
• First Kissan Rail- Maharashtra- Bihar
• 100th Kisan Rail- Sangola- Shalimar
• Largest railway network- USA ( India 4th )
• Longest Train root in india- Dibrugarh- Kanyakumari
• 1St railway zone fully electrified- West Central Railway

  1. সম্প্রতি 11 জন Shanti Swarup Bhatnagar পুরষ্কার পেলেন। এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়?

a) ক্রীড়া
b) বিজ্ঞান
c) সাহিত্য
d) সঙ্গীত

• এটি বিজ্ঞানে ভারতের সবথেকে বড় পুরষ্কার। এবছর এর 80 তম বর্ষ ছিলো। যে 11 জন পেয়েছেন-
• Dr Amit Sing, Dr Arun kumar Shukla, Dr Kanishka Biswas, Dr T Govindraju, Dr Binoy Kumar Saikia, Dr Debdeep Mukhopadhyay, Dr Anish Ghosh, Dr Saket Saurabh, Dr Jimon Panniumkal, Dr Rohit Srivastava and Dr Kanak Saha.
• এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ভি.কে.যাদব

• বৈজ্ঞানিক গবেষণার জন্য 30তম GD Birla Award পাচ্ছেন অধ্যাপক সুমন চক্রবর্তী
• Abel Prize 2021
• Laszlo Lovasz (Hungary)
• Avi Wigderson ( USA)
• Turing Award 2020 পাচ্ছেন Alfred Aho
• প্রথম ভারতীয় হিসেবে Rudolf V Schindler Award পেলেন Dr. Nageswar Reddy
• 2020 আন্তর্জাতিক ENI পুরস্কার পেলেন CNR Rao
• সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি পুরষ্কার পেলেন K K Selja
• 2021 সালের Fukuoka পুরষ্কার পেলেন P. Sainath
• সম্প্রতি American Foundation Carnegie Corporation দ্বারা পুরস্কৃত হলেন Geeta Gopinath
• আইএমএফ এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপিনাথ এবং নাসার বিজ্ঞানী Kamlesh Lula এ
• 2021 সালের Humboldt Research Award for Economics পেলেন Kaushik Bashu
• Eisner পুরষ্কার পেলেন- Anand Radhakrishnan, Kallrist Pearson
• C.R.Rao Centenary Gold পুরষ্কার পেলেন-Dr. Jagdish Bhagwati, Dr. C. Rangarajan
• Global ATD Best Award জিতলো POWERGRID
• সম্প্রতি Change Maker পুরষ্কার জিতলেন Dr Shagun Gupta

  1. Dekho Meri Delhi মোবাইল অ্যাপলিকেশন লঞ্চ করলেন কে?

a) নরেন্দ্র মোদী
b) রামনাথ কবিন্দ
c) অরবিন্দ কেরজিওয়াল
d) অনিল বাইজাল

• এটি একটি পর্যটন সংক্রান্ত অ্যাপ যেখানে দিল্লীর সমস্ত বিখ্যাত স্থানের তথ্য থাকবে।

• Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন চালু করলো দিল্লী
• সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
• মুখ্যমন্ত্রী কোভিড 19 পরিবার আর্থিক সহায়তা যোজনা চালু করলো
• 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো দিল্লী মেট্রো
• সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কাশ্মীরি গেট ষ্টেশনে চালু করলো
• বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে গুগলের সঙ্গে চুক্তি বদ্ধ হলো দিল্লী সরকার
• পুসাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাঙ্ক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার
• দিল্লীর প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিয়াল
• দিল্লী সরকার Desh Ka Mentors প্রোগ্রামের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলো সনু সুদ কে
• সমস্ত বিদ্যালয়ে ‘Business Blasters’ প্রোগ্রাম লঞ্চ করলো দিল্লি

Delhi:
• CM-Arvind Kejriwal
• Lt. Governor- Anil Baijal
• LS:7 RS:3
• World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,

  1. Landsat 9 নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা?

a) ISRO
b) SpaceX
c) Roscosmos
d) NASA

• এটি একটি পৃথিবী পর্যবেক্ষণকারি উপগ্রহ।

National Aeronautics and Space Administration
• Headquarters: Washington, D.C., United States
• Founder: Dwight D. Eisenhower
• Founded: 29 July 1958, United States
• Administered by: Steve Jurczyk, Bill Nelson

• মঙ্গলে পৌঁছালো নাসার পারসেভারেন্স রোভার।
• মহাকাশে বিশ্বের প্রথম অসামরিক মিশনের পরিকল্পনা করলো স্পেস এক্স।
• 143 টি উপগ্রহ একবারে উৎক্ষেপণ করে বিশ্বরেকর্ড তৈরি করল স্পেস এক্স।
• সম্প্রতি Bill Nelson NASA প্রধান হলেন
• সম্প্রতি NASA পৃথিবীর সবথেকে বড়ো এবং শক্তিশালী টেলিস্কোপ তৈরী করলো। যার নাম James Webb Space Telescope
• Nasa 2023 সালে চাঁদে মোবাইল রোবট পাঠাচ্ছে জল খোঁজার উদ্দেশ্যে। এর নাম variable polar exploration rover research
• NASA সম্প্রতি দুটি নতুন মিশন ঘোষণা করলো শুক্র গ্রহের উদ্দেশ্যে। এই দুটির নাম Davinci এবং Veritas.
• সম্প্রতি খবরে আছে NEOWISE টেলিস্কোপ। এটি নাসার টেলিস্কোপ
• নাসার Hubble Space Telescope সম্প্রতি বৃহস্পতির Ganimed উপগ্রহ যেটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ শেখানে প্রথম জ্বলিয় বাস্পের সন্ধান পেয়েছে।
• স্পেস এক্স চারজন মানুষ কে ট্যুরিজম মিশনের আওতায় মহাকাশে পাঠালো Falacon 9 রকেটের সাহায্যে

USA:
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington
• Statue of Liberty- It was gifted by france in year 1875
• Independence day- 4th july 1776

Share with your friends

Leave a Comment