23rd July 2021 Current Affairs In Bengali | 23rd জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

23rd July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 23rd July 2021 Current Affairs PDF:

Download 23rd July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

23rd July 2021 Current Affairs in Bengali:

  1. Ariel Henry কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন?

a) হাইতি
b) কেনিয়া
c) কিউবা
d) মেক্সিকো

 কিছুদিন আগেই এখানকার রাষ্ট্রপতি Jovenel Mois কে হত্যা করা হয়েছে। Ariel Henry একজন ডাক্তার এবং এনাকে Jovenel Mois মৃত্যুর আগে প্রধানমন্ত্রী নির্বাচন করে গেছিলেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ইনি দেশ কে নেতৃত্ব দেবেন।

Haiti
• Capital: Port-au-Prince
• Continent: North America
• Currency: Haitian gourde

  1. S-500 air defence missile system কোন দেশের নতুন ডিফেন্স সিস্টেম?

a) অ্যামেরিকা
b) ইজরায়েল
c) চীন
d) রাশিয়া

 তারা সম্প্রতি এর সফল পরীক্ষা করলো। এটি বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেটি 600 বর্গ কিমি অঞ্চল কভার করে। মহাকাশ থেকে আক্রমণ হানতেও সক্ষম এটি। মস্কো শহরে এটি স্থাপন করা হবে।

• বিশ্বের প্রথম পশুদের জন্য করণা ভ্যাকসিন আনল রাশিয়া যার নাম Carnivac
• রাশিয়া প্রথম দেশ হিসেবে করণা ভ্যাকসিন এনেছিল যার নাম ছিল স্পুটনিক’ 5
• চীনের সঙ্গে লুনার স্পেস প্রোগ্রাম চালু করলো।
• সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাশিয়ার কোভিড 19 ভ্যাক্সিন ব্যাবহার করার অনুমতি দিয়েছে
• লুনা 25 চন্দ্র ল্যান্ডার মিশন রাশিয়া এবছরের অক্টবার মাসে লঞ্চ করবে
• 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে রাশিয়া
• সম্প্রতি রাশিয়া স্পুটনিক লাইট নামে সিঙ্গেল ডোজ এর করোনা ভ্যাক্সিন তৈরি করেছে
• রাশিয়া চীনের সঙ্গে যৌথ ভাবে তাঁদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট তরী করছে
• Coking coal এ সহযোগিতার জন্য রাশিয়ার সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত সরকার

Russia:
• President: Vladimir Putin
• Capital: Moscow
• Currency: Russian ruble
• Parliament- Duma

  1. বিশ্বের দ্রুত তম ট্রেন চালু হলো কোন দেশে?

a) জাপান
b) চীন
c) রাশিয়া
d) ফ্রান্স

 এর নাম Maglev Train. এর গতিবেগ ঘণ্টায় 600 কিমি।

• মঙ্গলের কক্ষপথে পৌঁছালো চীনের স্পেস এয়ারক্রাফট Tianwen- 1।
• চীনের লংমার্চ 5B রকেট মালদ্বীপ এর কাছে ভেঙে পড়ল
• Yaogan-34 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন
• বিশ্বের প্রথম দেশ হিসেবে সিন্থেটিক গাঁজা বন্ধ করলো চীন।
• দ্বিতীয় রাষ্ট্র হিসেবে মঙ্গল গ্রহে Zhurong নামে রোভার নামালো চীন
• চীন সম্প্রতি সমুদ্র পর্যবেক্ষণ উপগ্রহ Haiyang-2D এর সফল উৎক্ষেপণ করল
• রাশিয়া চীনের সঙ্গে যৌথ ভাবে তাঁদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট তরী করছে
• প্রথম এশিয় দৃষ্টিহীন হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন Zhang Hong
• মহিলা হিসেবে সবথেকে তাড়াতাড়ি মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন Tsang Yin-Hung
• বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
• সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
• Fengyun- 4B নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো । এটি একটি New Generation Meteorological Satellite
• চীন Fengun- 3E নামে নতুন উপগ্রহ লঞ্চ করলো
• সম্প্রতি হু চীন কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো
• বিশ্বের প্রথম Commercial modular mini reactor তৈরি করছে চীন
• ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথম অর্ধে বাণিজ্যের পরিমান 62.7 শতাংশ বৃদ্ধি পেলো
• অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো Xiaomi

China:
• Capital: Bejing
• Currency: Yuan, Renminbi
• President: Xi Jinping
• Parliament: National People’s Congress
• Longest river: Yangtze River
• National Sports: Table Tennis

  1. AIFF এর বার্ষিক পুরষ্কার বিতরণী তে শ্রেষ্ঠ ভারতীয় মহিলা ফুটবলার কে হলেন?

a) Bala Devi
b) Manisha Kalyan
c) Tejas Nagwenkar
d) Sumant Dutta

• ইনি এই নিয়ে তৃতীয়বার এই সম্মান পেলেন। ইনি স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্স এর হয়ে প্রতিনিধিত্ব করেন। ইনি 46 টি আন্তর্জাতিক ম্যাচে 36 টি গোল করেছেন। Manisha Kalyan শ্রেষ্ঠ উঠতি প্রতিভার সম্মান পেলেন। শ্রেষ্ঠ রেফারি হয়েছেন Tejas Nagwenkar এবং শ্রেষ্ঠ সহকারী রেফারি Sumant Dutta.

  1. AIFF এর বার্ষিক পুরষ্কার বিতরণী তে শ্রেষ্ঠ ভারতীয় পুরুষ ফুটবলার কে হলেন?

a) Sandesh Jhinghan
b) Suresh Singh Wangjam
c) Both
d) None of the above.

 ইনি এটিকে মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করেন। শ্রেষ্ঠ উঠতি প্রতিভা হয়েছেন মনিপুরের Suresh Singh Wangjam

All India Football Federation
• Vice-President: Subrata Dutta
• President: Praful Patel
• Headquarters location: New Delhi
• Founded: 23 June 1937

• President: Gianni Infantino
• Founded: 21 May 1904, Paris, France
• Headquarters: Zürich, Switzerland

  1. Faster, Higher, Stronger, Together কোন টুর্নামেন্টের মোটো ঘোষিত হলো?

a) এশিয়ান গেমস
b) অলিম্পিক
c) কমনওয়েলথ গেমস
d) সাফ গেমস

 Together শব্দটি নতুন যোগ করা হলো করোনা মহামারীর জন্য। একে ল্যাটিনে বলা হয় Citius, Altius, Fortius, Communiter.

History of Modern Olympics
• 1st- 1896- Athens
• 2020- Tokyo (32th)
• 2024- Paris
• 2028- Los angeles

International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France

  1. কোন শহরে কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে?

a) নয়ডা
b) গুরুগ্রাম
c) ভোপাল
d) পাটনা

 নয়ডার গৌতম বুদ্ধ নগরে এটি স্থাপিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Kishan Reddy এর ঘোষণা করলেন। এটি পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় ইন্সটিটিউট অফ আরকিওলজি তে স্থাপিত হবে।

G. Kishan Reddy
• Minister of Tourism
• Minister of Culture
• Minister of Development of North Eastern Region
• Member of Parliament, Lok Sabha
• Constituency Secunderabad

  1. ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোন রাজ্যে স্থাপন হতে চলেছে?

a) বিহার
b) ঝারখন্ড
c) উত্তর প্রদেশ
d) পশ্চিমবঙ্গ

 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি স্থাপন করছে। মথুরা তে এটি স্থাপিত হবে।

Indian Oil Corporation
• Chairperson: Shrikant Madhav Vaidya
• Headquarters: Mumbai
• Founded: 30 June 1959

MAHARATNA

NAMEHQ
National Thermal Power Corporation (NTPC)New Delhi

Oil and Natural Gas Corporation (ONGC)  
Dehradun
Steel Authority of India Limited (SAIL)  New Delhi
Bharat Heavy Electricals Limited (BHEL)New Delhi
Indian Oil Corporation Limited (IOCL)New Delhi
Hindustan Petroleum Corporation Limited (HPCL)  Mumbai
Coal India Limited (CIL)  Kolkata
Gas Authority of India Limited (GAIL)New Delhi

Bharat Petroleum Corporation Limited (BPCL)  
Mumbai
Power Grid Corporation of India (POWERGRID)Gurgaon, India  

• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. Suvarnarekha Irrigation Project কোন রাজ্যে চালু হলো?

a) অন্ধ্র প্রদেশ
b) পশ্চিমবঙ্গ
c) উড়িষ্যা
d) ঝাড়খণ্ড

 মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এর ঘোষণা করলেন। এতে মোট 5 টি খাল কাটা হয়েছে যা মোট 153.59 হেক্টর জমি তে জলের চাহিদা পুরন করবে।

• দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
• ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ।
• মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য মিশন শক্তি ডিপার্টমেন্ট লঞ্চ করল উড়িষ্যা।
• ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর এ।
• রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মহেন্দ্রগীরির নাম প্রস্তাব করলো উড়িষ্যা
• সম্প্রতি বন্ধ হলো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র
• Ropax Jetty Project ধামরা নদিতে চালু হলো
• ডলফিনের সংখ্যা দ্বিগুণ হলো উড়িষ্যা তে
• Gopabandhu Sambdika Swasthya Bima Yojana চালু করলো উড়িষ্যা
• ভারতের প্রথম Covid Warrior Museum তৈরি হচ্ছে।
• সম্প্রতি খবরে রয়েছে Ghirmatha বীচ। এটি উড়িষ্যা তে অবস্থিত
• লকডাউন চলাকালিন পথ পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড গঠন করলো উড়িষ্যা
• FIH President Award পেলেন উড়িষ্যার আইএএস অফিসার ভি কে পান্ডিয়ান
• স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে উড়িষ্যা
• সম্প্রতি ভারতের উপকূল রক্ষী বাহিনী উড়িষ্যাতে অপারেশন অলিভিয়া শুরু করলো
• সম্প্রতি উড়িষ্যা সরকার পুলিশে ট্রান্সজেন্ডার এর নিয়োগে অনুমোদন দিলো
• Pitha on Wheels ইনিশিয়েটিভ চালু করলো উড়িষ্যা
• সম্প্রতি আশীর্বাদ প্রকল্প চালু করলো উড়িষ্যা
• ভারতের একমাত্র উড়িষ্যাতে কুমিরের তিন রকম প্রজাতি পাওয়া গেছে। এই তিনটি প্রজাতি হলো Gharial, Magar, Crocodiles. 1975 সাল থেকে উড়িষ্যায় এই কুমির সংরক্ষণ শুরু হয়। উড়িষ্যা তে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল দেখা যায়।

Odisha:
• Capital: Bhubaneshwar
• LS:21 RS:10
• CM; Naveen Patnaik
• Governor: Ganeshi Lal Mathur
• High court: Odisha High Court, Cuttack
• National Park: Simlipal, Bhitarkanika
• Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
• Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
• Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
• World Heritage Site: Sun Temple, Konârak

  1. কেরালার কোন গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো?

a) Bhellar
b) Baruipur
c) Perumkulam
d) Mattur

 এরা সমস্ত গ্রাম কে একটি পাবলিক লাইব্রেরী বানিয়ে ফেলেছে। সমস্ত বাস ডিপো থেকে সমস্ত অপেক্ষা করার স্থানে বই পরার ব্যাবস্থা রয়েছে। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।

• এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
• ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
• 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
• গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভাল 2021 আয়োজন করবে কেরল।
• Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
• সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
• Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
• Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
• সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
• সম্প্রতি জনপ্রিয় হওয়া টুলু ভাষা মূলত কর্ণাটক, কেরালাবলা হয়ে থাকে
• কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
• বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
• ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
• কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
• গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

Share with your friends

Leave a Comment