9th September 2021 Current Affairs In Bengali | 9th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

9th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 9th September 2021 Current Affairs PDF:

Download 9th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

9th September 2021 Current Affairs in Bengali:

  1. ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চল?

a) লাক্ষাদ্বীপ
b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
c) লাদাখ
d) জম্মু-কাশ্মীর

• 75টির বেশী গ্রাম কে ট্যুরিজিমের জন্য প্রমোট করা হবে।

• Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
• Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
• জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
• শ্রীনগর শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো
• জম্মু কাশ্মীর রাজ্যের Darbar Move প্রথা 30 জুন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এটি 1872 সালে চালু করেছিলেন মহারাজা গুলাব সিং।
• Bangas Awam Mela অনুষ্ঠিত হলো জম্মু কাশ্মীর এ
• সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু-কাশ্মীরএর পুরো কথা Photographic Record of On site Facility.
• তাতি এবং কারিগর দের জন্য Karkhandar প্রকল্প চালু করলো জম্মু এবং কাশ্মীর
• SUKOON নামে 24*7 হেল্পলাইন নাম্বার চালু করলো জম্মু কাশ্মীর
• শ্রীনগরের ডাল লেকে ভাসমান ATM লঞ্চ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
• Saath নামে একটি উদ্যোগ চালু করলো জম্মু কাশ্মীর

Jammu and Kashmir:
• Capital: Jammu & Srinagar
• Lieutenant Governor: Manoj Sinha
• High court: Jammu & Kashmir & Ladakh High court
• National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
• Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
• Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
• Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল কোন হাইকোর্ট?

a) পাটনা হাইকোর্ট
b) কলকাতা হাইকোর্ট
c) এলাহাবাদ হাইকোর্ট
d) মাদ্রাজ হাইকোর্ট

• বিচারপতি Shekhar Kumar Yadav এই কথা বলেন। একটি গো পাচার মামালার রায় দিতে গিয়ে এই কথা বলেন বিচারপতি।

• 2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো উত্তরপ্রদেশ। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলে বারানসিতে
• ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
• কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
• ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।
• সম্প্রতি ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের Mahoba থেকে Ujjwala 2.0 এর সূচনা করলেন
• উত্তর প্রদেশ Kakori Kand এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো
• অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া রামায়ন কনফারেন্সের উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ
• ২০৩২ অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিলো উত্তরপ্রদেশ

Uttar Pradesh:
• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে OBC সম্প্রদায়ের জন্য ২৭% পদ সংরক্ষণের ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

a) মেঘালয়
b) ছত্তিশগড়
c) মধ্যপ্রদেশ
d) ঝাড়খণ্ড

• 14% থেকে 27% সংরক্ষণ করে দেওয়া হলো।

• অ্যানিমিয়া মুক্ত ভারত অভিজানে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ
• যুব শক্তি করোনা মুক্তি অভিজান চালু করলো মধ্যপ্রদেশ
• ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস ইন্দোর শহরে দেখা গেছে
• সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন হলো ইন্দোরে
• সম্প্রতি গোয়ালিয়রে Agriculture and Farmers Welfares, National Horticulture Board Centre চালু করলো।
• আয়ুর্বেদ কে আরো জনপ্রিয় করে তোলার জন্য Devaranya প্রকল্প চালু করলো
• ভারতের একমাত্র ইন্দোর শহর International Clean Air Catalyst Programme এর জন্য নির্বাচিত হলো
• সাতপুরা টাইগার রিজার্ভ Natwest Group Earth Heroes পুরষ্কার জিতলো। মধ্যপ্রদেশের হসেঙ্গাবাদ জেলায় এটি অবস্থিত।
• Indore ভারতের প্রথম শহর Water Plus city হিসেবে ঘোষিত হলো
• ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে একটি বৃহৎ স্মারক গড়ে তুলছে মধ্যপ্রদেশ
• দ্বিতীয় রাজ্য হিসেবে ন্যাশনাল এডুকেশন পলিসি কে রুপান্তরিত করলো মধ্যপ্রদেশ
• ট্যালেন্টেড খেলোয়াড়ের খোঁজ করতে Talent Search Campaign লঞ্চ করলো মধ্যপ্রদেশ

Madhya Pradesh:
• Capital: Bhopal
• LS:29 RS: 11
• CM; Shivraj Singh Chouhan
• Governor: Mangubhai Chhaganbhai
• High court: Madhya Pradesh High Court, Jabalpur
• National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
• Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
• Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
• World Heritage Site: Khajuraho Group of Monuments,
• Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka

  1. ভারতের প্রথম Dugong Conservation Reserve কোথায় তৈরি হচ্ছে?

a) কেরালা
b) অন্ধ্রপ্রদেশ
c) মহারাষ্ট্র
d) তামিলনাড়ু

• তামিলনাড়ুর পক প্রণালী তে 500 বর্গ কিমি অঞ্চল জুরে এটি গড়ে তোলা হবে।

• IIT Madras ব্লক চেন ভিত্তিক স্বাস্থ্য সেবা সুচনা প্রণালি তৈরি করেছে
• IIT Madras ভারতের প্রথম 3d printing house বানিয়েছে।
• সম্প্রতি চেন্নাই এর শিল্প পরিকাঠামোর উন্নতির জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক 3500 কোটি টাকা লোণ দিলো। চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই লোণ দিচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক। এটি 590 কিমি দীর্ঘ।
• সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
• সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুলের শিক্ষার্থী দের যৌন হেনস্থা থেকে আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারী করলো
• সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে।
• তামিলনাড়ু Makkalai Thedi Maruthuvam নামে স্বাস্থ্য প্রকল্প চালু করলো
• ভোকেশনাল কোর্সে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী দের জন্য 7.5 শতাংশ আসন সংরক্ষণ করার কথা ঘোষণা করলো তামিলনাড়ু সরকার

Tamil Nadu:
• Capital: Chennai
• LS:39 RS: 18
• Madras Renamed as Tamil Nadu in 1969
• CM; M.K.Stalin
• Governor: Banwarilal Purohit
• High court: Madras High Court
• National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
• Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
• Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
• Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
• World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. Be the Warrior’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

a) কর্ণাটক
b) মনিপুর
c) ত্রিপুরা
d) কেরালা

• করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য এটি লঞ্চ করা হলো।

• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Bhageerathi Amma যিনি ভারতের সবথেকে বয়স্ক শিক্ষার্থী 107 বছর বয়সে মারা গেলেন।
• Educational Empowerment Fund চালু করলো কেরালা। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য।
• কেরালাতে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে আইবিএম
• ভারতের প্রথম জাতীয় Heart Failure Biobank স্থাপন করলো SCTIMST. এটি কেরালায় চালু হলো।
• প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট চালু করলো কেরালা
• ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কেরালা তে।
• কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পারাত্তু রবীন্দ্রন সৃজেশ ইনি ভারতীয় হকি দলের গোল রক্ষক এবং প্রাক্তন অধিনায়ক।
• মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কেরালা

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি কে?

a) বিরাট কোহলি
b) অক্ষয় কুমার
c) অমিতাভ বচ্চন
d) শচীন টেন্ডুলকার

• এর সঙ্গে তিনি প্রথম ক্রিকেটার হিসেবেও তিনি এই কৃতিত্ব অর্জন করলো। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। আগের তিনজন হলেন রোনাল্ডো, মেসি এবং নেইমার।

• ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হলেন রমেশ পাওয়ার
• 2023 পর্যন্ত আইসিসি এর অফিশিয়াল পার্টনার হলো ভারতপে
• Cricuru নামে ক্রিকেট কোচিং ওয়েবসাইট চালু করলো বিরেন্দ্র সেওয়াগ এবং সঞ্জয় বাঙ্গার
• প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Veenu Mankad আইসিসি হল অফ ফেমে এলেন
• প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো নিউজিল্যান্ড
• ভারতীয় ক্রিকেটার Shafali Verma কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেললেন
• ভারতীয় ক্রিকেটার Mithali Raj মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করলেন
• সম্প্রতি গেইল T20 ক্রিকেটে 14000 রান সম্পন্ন করলেন
• আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson.
• আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন বিরাট কোহলি

  1. কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার?

a) IOCL
b) HPCL
c) BPCL
d) BSNL

• IOCL এর পুরো কথা-Indian Oil Corporation Limited.

• অ্যামেরিকান রিডিং প্ল্যাটফর্ম Epic কে কিনে নিলো Byju’s
• ভারতে 5G নেটওয়ার্ক সম্প্রচারের জন্য এয়ারটেল Intel কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হলো
• AI For All উদ্যোগের জন্য ভারতের শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই ইন্টেল এর সঙ্গে চুক্তি বদ্ধ হলো
• ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে ৩ ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো HCL Technologies
• সম্প্রতি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ Tiktok
• এজেন্টদের জন্য ANANDA নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো LIC
• Stay in Play’ ক্যাম্পেইনের জন্য মীরা বাই চানু কে নিযুক্ত করলো Adidas কোম্পানী

Indian Oil Corporation
• Chairperson: Shrikant Madhav Vaidya
• Headquarters: Mumbai
• Founded: 30 June 1959

NAMEHQ
National Thermal Power Corporation (NTPC)New Delhi

Oil and Natural Gas Corporation (ONGC)  
New Delhi
Steel Authority of India Limited (SAIL)  New Delhi
Bharat Heavy Electricals Limited (BHEL)New Delhi
Indian Oil Corporation Limited (IOCL)Mumbai
Hindustan Petroleum Corporation Limited (HPCL)  Mumbai
Coal India Limited (CIL)  Kolkata
Gas Authority of India Limited (GAIL)New Delhi

Bharat Petroleum Corporation Limited (BPCL)  
Mumbai
Power Grid Corporation of India (POWERGRID)Gurgaon, India  
  1. ‘Pulse’ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানী?

a) Paytm
b) Flipkart
c) Phonepe
d) Google Pay

• এখানে Phonepe এর গত 5 বছরের সমস্ত ট্রান্সাক্সনের ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে ডিজিটাল পেমেন্টের পরিবর্তন সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।

• পৃথিবীর প্রথম 2nm প্রসেস চীপ বানালো IBM
• পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত জাহাজের নাম Mayflower 400. ম্যারিন রিসার্চ অর্গানাইজেশন এবং আইবিএম একত্রে এটি বানিয়েছে।
• Sanjeevani চালু করলো e commerce কোম্পানি Snapdeal
• GoAir নাম পরিবর্তন করে রাখলো Go First
• দূরদর্শন সম্প্রতি DD International নামে নতুন চ্যানেল লঞ্চ করার পরিকল্পনা করছে
• সম্প্রতি ব্ল্যাকফাঙ্গাস ড্রাগ Posaconazole লঞ্চ করলো MSN Labs
• Wipro দেশের তৃতীয় IT Farm হিসেবে 3 Trillion মার্কেট ক্যাপিটাল অতিক্রম করলো

  1. Know Your Rights and Claim Them: A Guide for Youth” শিরোনামে বই লিখলেন কোন হলিউড অভিনেত্রী?

a) Angelina Jolie
b) Scarlett Johansson
c) Jennifer Lawrence
d) Margot Robbie

• বিশ্বের যুবক যুবতিদের গাইড করার জন্য এই বই রচনা করা হলো।

বিশ্রম বেদেকার  Battlefield’
Salman RushdieLanguage of Truth: Essays 2003-2020
Vikram SampathSavarkar: A Contested Legacy
রবি শাস্ত্রীStargazing: The Players in My Life
Supriya PaulAll You Need is Josh: Stories of Courage and Conviction in 21st Century in India
Vinod Kapri1232 km: The Long Journey Home
Amartya SenHome in The World
অমিতাভ ঘোষThe Nutmegs Curse: Parallels for a Planet in Crisis
Will SmithWill
Ruskin BondIt’s a Wonderful
Sudeep MishraFirstly Female: The Dutee Chand Story
Kaushik BasuPolicymakers Journal: From New Delhi to Washington DC
Dhawal KulkarniNathuram Godse: The True Story of Gandhi’s Assassin.
Rajpal PuniyaOperation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission
  1. সম্প্রতি ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল কোন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

a) Equitas Small Finance Bank
b) State Bank of India
c) HDFC Bank
d) ICICI Bank

• ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠা দিবসে এটি ঘোষণা করা হলো।

Equitas Small Finance Bank
• Headquarters: Chennai
• Founded: 2016
• Key people: Arun Ramanathan (Part-time Chairman); Vasudevan P N (MD & CEO)

• Pagar Book- Akshay Kumar
• Gaddi.com- Akshay Kumar
• Classplus- Sourav Ganguly
• Spice Money- Sonu Sood
• Dabur Chyawanprash- Akshay Kumar
• Cuemath- Vidya Balan
• Dr. Trust- Rohit Sharma
• Pepsi CO- Shafali Verma
• World Wide Fund India Environment- Viswanathan Anand
• Aarogya Setu App- Ajay Devgan
• BAFTA Breakthrough- A R Rahaman
• Fit India Movement- Kuldeep Hooda
• খাদি প্রাকৃতিক রঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর – Nitin Gadkari

Share with your friends

Leave a Comment