9th July 2021 Current Affairs In Bengali | 9th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

9th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 9th July 2021 Current Affairs PDF:

Download 9th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

9th July 2021 Current Affairs in Bengali:

  1. কে সম্প্রতি অস্ট্রিয়ান গ্রাপি জিতলেন?
    a) Lewis Hamilton
    b) Max Verstappen
    c) Valtteri Bottas
    d) Lando Noris

 এটি নবম গ্রাপি। এবছর এর মধ্যে কানাডা গ্রাপি অনুষ্ঠিত হউনি বলে এবছর এটি অষ্টম গ্রাপি হিসেবে অনুষ্ঠিত হলো। ইনি রেড বুলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ইনি একজন বেলজিয়ান ডাচ ড্রাইভার। এছারা ইনি এবছর রোমান, ফরাসি এবং মোনাকো গ্রাপি ও জিতেছেন।

  1. সম্প্রতি কোন দেশ তাদের সবথেকে বড়ো নৌ ঘাটির উদ্বোধন করলো?
    a) ইজরায়েল
    b) মিশর
    c) সিরিয়া
    d) অ্যামেরিকা’

 দেশের রাষ্ট্রপতি আব্দেল ফাতে আল সিসি এর উদ্বোধন করলেন। ভূমধ্য মহাসাগরের উপকুলে এটির উদ্বোধন হলো। উত্তর এবং পশ্চিম দিক থেকে দেশ কে সুরক্ষা দেওয়ার জন্য এটি তৈরি করা হচ্ছে। এশিয়ার সবথেকে বড়ো নৌ সেনা ঘাটি তৈরি করছে ভারত আরব সাগর উপকুলে।

 Saba Sakr সম্প্রতি মিশর দেশের প্রথম মহিলা বক্সিং কোচ হলেন
 Ever Given জাহাজ সুয়েজ খালে আতকে গেছিলো।

 Capital: Cairo
 President: Abdel Fattah Al-Sisi
 Currency: Egyptian pound

  1. অ্যামেরিকা সরকারের রিপোর্ট অনুযায়ী বিশ্বের কতগুলি দেশ এখন বাল্য সৈনিক (অর্থাৎ ১৫ বছরের নীচের বয়সের) নিয়োগ করে?
    a) 14
    b) 20
    c) 25
    d) 10
     এর মধ্যে পাকিস্তান ও রয়েছে। রাষ্ট্র সঙ্গের শিশু অধিকার আইন অনুযায়ী কোন দেশ 15 বছরের নীচের কাউকে সেনা তে নিয়োগ করতে পারবে না যা এই 14 টি দেশ মাঞ্ছে না। তার ফলে এই 14 টি দেসেও ওপর বিভিন্ন রকম নিষেধাজ্ঞা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যামেরিকা। বাকি 13 টি দেশ হলো তুর্কি, আফগানিস্তান, মায়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালী, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ভেনেজুয়ালা, এবং ইয়েমেন।

 Capital- Washington D.C (Potomac River)
 President- Joe Biden (46th)
 Vice president- Kamala Harris (49th )
 Parliament- Congress
 Upper house- Senate
 Lower house- House of Representatives
 1st President- George Washington
 Statue of Liberty- It was gifted by france in year 1875
 Independence day- 4th july 1776

  1. কোন রাজ্যের Darbar Move প্রথা 30 জুন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো?
    a) দিল্লী
    b) লাদাখ
    c) জম্মু কাশ্মীর
    d) উত্তরাখণ্ড

 এটি 149 বছরের পুরনো প্রথা ছিলো। বছরে দুবার হতো। একবার গ্রিস্মে এবং অপরটি শিত কালে। এটি 1872 সালে চালু করেছিলেন মহারাজা গুলাব সিং।

 জম্মু-কাশ্মীর সরকার Satark Nagarik মোবাইল অ্যাপ চালু করল।
 মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 জম্মু কাশ্মীরে গুলমার্গ উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে।
 Awaam Ki Baat নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল
 গ্রামীণ মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করল
 শ্রীনগরের ডাল লেক সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষিত হলো
 সম্প্রতি টিউলিপ ফেস্টিভ্যাল এর আয়োজন করলো
 Another Day in Paradise কার্যক্রম শ্রীনগর এ অনুষ্ঠিত হোলো
 সম্প্রতি শ্রীনগরে Khelo India State Centre of Excellence এর উদ্বোধন হোলো
 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষ স্থান অর্জন করলো উধমপুর জেলা
 সম্প্রতি ভাসমান আম্বুলেন্স চালু হলো ডাল লেকে
 করোনায় যাদের মৃত্যু হচ্ছে তাদের জন্য Special Assistance Scheme আনলো জম্মু কাশ্মীর
 Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
 Mavya Sudan জম্মু কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন
 Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
 জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
 Good Governance Practice এর উপর আঞ্চলিক সম্মেলন শ্রীনগরে অনুষ্ঠিত হলো
 সম্প্রতি জম্মু কাশ্মীরে Anti Rabies ক্লিনিক চালু হলো। Doda সরকারি মেডিকেল কলেজে এটি স্থাপন করা হলো।
 শ্রীনগর শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো
Jammu and Kashmir:
 Capital: Jammu & Srinagar
 Lieutenant Governor: Manoj Sinha
 High court: Jammu & Kashmir High court
 National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
 Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
 Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
 Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. সম্প্রতি কোন রাজ্যে শকুন( Vulture) সংরক্ষণ এর পরিকল্পনা করলো ভারতের বন্য প্রানি বিভাগ?
    a) পশ্চিমবঙ্গ
    b) বিহার
    c) উড়িষ্যা
    d) ঝাড়খণ্ড

 বিহারের বাল্মিকি জাতীয় উদ্যানে এটি শুরু করা হবে। 2019 সালে ভারত সরকার শকুন সংরক্ষণের পরিকল্পনা আনে। তাঁর জন্যেই এই উদ্যোগ। শকুনের মোট 8 টি প্রজাতি সংরক্ষণ করা হবে।

 বিহারের নাগি পক্ষী অভয়ারণ্য তে পক্ষী কলরব উৎসব আয়োজিত হল।
 সেন্টেনিয়াল অবজারভিং স্টেশন স্ট্যাটাস পেল পাটনার মেট্রলজিক্যাল অবজারভেটরি।
 প্রথম ভারতীয় রাজ্য হিসাবে নিজস্ব ইথানল প্রমোশন পলিসি আনলো
 দুটি গৃন্ টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হল বিহার
 প্রতিবন্ধী ব্যাক্তিদের বিনামূল্যে 50km পরিবহন বিহার
 HIT Covid অ্যাপলিকেশন চালু করলো
 বাল্য সহায়তা যোজনা চালু করল বিহার
 সম্প্রতি বিহার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ গুলিতে মহিলা শিক্ষার্থী দের জন্য 33% সংরক্ষণ করে দিলো
 বিহার সরকার Bal Hriday Yojana চালু করলো যাতে যে সমস্ত শিশুদের হৃদয়ে জন্ম থেকে সমস্যা রয়েছে সেটি বিনা মুল্যে চিকিৎসা করা যায়।
 মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা চালু করলো বিহার
Bihar:
 Capital: Patna
 LS:40 RS: 16
 CM: Nitish Kumar
 Governor: Phagu Chauhan
 High court: Patna High Court
 National Park: Balmiki National Park
 Dance form: Fagua, Jhumri, Jat jatin, Jhijhian, Domkach, Kajari, Sohar
 Festival: Chatpuja, Pitripaksha mela, Rajgir mohotsov, Bihula Festival, Harihar Mela (sonepur)
 Ramsar Site: Kanwar Lake
 World Heritage Site: Mahabodhi Temple Complex at Bodh Gaya, Archaeological Site of Nalanda Mahavihara at Nalanda, Bihar

  1. ভারতের Kho Kho ফেডারেশনের প্রেসিডেন্ট কে হলেন?
    a) Sudhanshu Mittal
    b) S S Jaiswal
    c) Praveen Sinha
    d) Jeremy Kessel

 2021-25 এর জন্য তিনি পুনরায় মনোনীত হলেন।

  1. সম্প্রতি খবরে থাকা Sanath Jayasundera কোন দেশের ক্রিকেটার?
    a) শ্রীলঙ্কা
    b) পাকিস্তান
    c) ভারত
    d) ওমান

 এনাকে 7 বছরের জন্য ব্যান করলো আইসিসি। গড়াপেটার অভিযোগে তাঁর এই সাজা হলো।

 17th BIMSTEC Ministerial Meeting অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কায়
 ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ৬ বছরের জন্য নির্বাসিত হলেন Nuwan Zoysa
 Perira ক্রিকেট থেকে অবসর নিলেন।
 এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা এবছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এটি এবছর শ্রীলংকাতে
 হওয়ার কথা ছিল
 সম্প্রতি ভারত শ্রীলঙ্কা সঙ্গে সৌর শক্তি নিয়ে Line of Credit সাক্ষর করলো
Sri Lanka:
 Capital: Sri Jayawardenepura Kotte
 Currency: rupee
 Prime minister: Mahinda Rajapaksa
 President: Gotabaya Rajapaksa
 Longest river: Mahaweli Ganga
 Highest Peak: Pidurutalagala
 National Sports: volley ball
 Important Point:
 Ram setu Ends at Talai Mannar island in srilanka

  1. The Fourth Lion: essays for Gopalkrishna Gandhi নামে কে বই রচনা করলেন?
    a) Venu Madhav Govindu
    b) Srinath Raghavan
    c) Both
    d) None of the above
     এতে 26 টি প্রবন্ধ রয়েছে। যেটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা যারা ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত তারা লিখেছেন।

Aakash Ranison ‘Climate Change Explained—For One and All’
Meghan Markle ‘The Bench’
Kalki Koechlin ‘Elephant in the Womb’
Shakoor Rather Life in the Clock Tower Valley
Ruskin Bond ‘All Time Favorites for Children’
Preet Mohan Singh Malik ‘Sikkim: A History of Intrigue and Alliance’
Sunita Dwivedi ‘Buddha in Gandhara’
Avtar Singh Bhasin ‘Nehru, Tibet and China’
Shivshankar Menon ‘India and Asian Geopolitics: The Past, Present’
Neena Gupta ‘Sach Kahun Toh’
Ravi Shastri ‘Stargazing: The Players in my Life’
Vikram Sampath ‘Savarkar: A Contested Legacy (1924-1966)’

  1. সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নতুন মন্ত্রক স্থাপন করলো। এর নাম কি?
    a) Ministry of Education
    b) Ministry of Cooperation
    c) Ministry of Space
    d) Ministry of Sports
     Co-operative সংস্থা গুলোর উন্নতির জন্য এই দপ্তর স্থাপন করা হলো। এর দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে।
     এর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 43 জন নতুন মন্ত্রী এলেন। কিছু মন্ত্রীর স্থান পরিবর্তন হয়েছে। 15 জন নতুন পূর্ণমন্ত্রি এসেছে।

Narendra Modi Prime Minister and also in-charge of:
Ministry of Personnel, Public Grievances and Pensions;
Department of Atomic Energy;
Department of Space;
All important policy issues; and
All other portfolios not allocated to any Minister

CABINET MINISTERS

  1. Raj Nath Singh Minister of Defence
  2. Amit Shah Minister of Home Affairs; and
    Minister of Cooperation
  3. Nitin Jairam Gadkari Minister of Road Transport and Highways
  4. Nirmala Sitharaman Minister of Finance; and
    Minister of Corporate Affairs
  5. Narendra Singh Tomar Minister of Agriculture and Farmers Welfare
  6. Dr Subrahmanyam Jaishankar Minister of External Affairs
  7. Arjun Munda Minister of Tribal Affairs
  8. Smriti Zubin Irani Minister of Women and Child Development
    9 Piyush Goyal Minister of Commerce and Industry;
    Minister of Consumer Affairs, Food and Public Distribution; and
    Minister of Textiles
  9. Dharmendra Pradhan Minister of Education; and
    Minister of Skill Development and Entrepreneurship
  10. Pralhad Joshi Minister of Parliamentary Affairs;
    Minister of Coal; and
    Minister of Mines
  11. Narayan Tatu Rane Minister of Micro, Small and Medium Enterprises
  12. Sarbananda Sonowal Minister of Ports, Shipping and Waterways; and
    Minister of AYUSH
  13. Mukhtar Abbas Naqvi Minister of Minority Affairs
  14. Dr Virendra Kumar Minister of Social Justice and Empowerment
  15. Giriraj Singh Minister of Rural Development; and
    Minister of Panchayati Raj
  16. Jyotiraditya M. Scindia Minister of Civil Aviation
  17. Ramchandra Prasad Singh Minister of Steel
  18. Ashwini Vaishnaw Minister of Railways;
    Minister of Communications; and
    Minister of Electronics and Information Technology
  19. Pashu Pati Kumar Paras Minister of Food Processing Industries
  20. Gajendra Singh Shekhawat Minister of Jal Shakti
  21. Kiren Rijiju Minister of Law and Justice
  22. Raj Kumar Singh Minister of Power; and
    Minister of New and Renewable Energy
  23. Hardeep Singh Puri Minister of Petroleum and Natural Gas; and
    Minister of Housing and Urban Affairs
  24. Mansukh Mandaviya Minister of Health and Family Welfare; and
    Minister of Chemicals and Fertilizers
  25. Bhupender Yadav Minister of Environment, Forest and Climate Change; and
    Minister of Labour and Employment
  26. Dr Mahendra Nath Pandey Minister of Heavy Industries
  27. Parshottam Rupala Minister of Fisheries, Animal Husbandry and Dairying
  28. G Kishan Reddy Minister of Culture;
    Minister of Tourism; and
    Minister of Development of North Eastern Region
  29. Anurag Singh Thakur Minister of Information and Broadcasting; and
    Minister of Youth Affairs and Sports
  30. Dr Subhas Sarkar Minister of State in the Ministry of Education
  31. Shantanu Thakur Minister of State in the Ministry of Ports, Shipping and Waterways
  32. John Barla Minister of State in the Ministry of Minority Affairs
  33. Nisith Pramanik Minister of State in the Ministry of Home Affairs; and
  34. Minister of State in the Ministry of Youth Affairs and Sport

10. খাদি প্রাকৃতিক রঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন?
a) Nitin Gadkari
b) Rajnath Sing
c) Nirmala Sitaraman
d) Smriti Irani

 এটি প্রথম সম্পূর্ণ প্রাকৃতিক রঙ যেটি গরুর গোবর থেকে তৈরি করা হয়েছে। এই রঙ জয়পুরে তৈরি করা হবে।

 Akshay Kumar- My lab Discovery Solution, Dabur Chyawanprash
 Sonu Sood- Punjab Gov. Covid Vaccination Programme, Spice Money
 Virat Kohli- Digit Life Insurance and Vivo
 Sachin Tendulkar- Unacademy
 Deepika Padukone- Levi’s
 Kuldeep Handoo- Fit Indian Movement
 A R Rahaman- BAFTA Breakthrough

Share with your friends

Leave a Comment