9th August 2021 Current Affairs In Bengali | 9th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

9th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 9th August 2021 Current Affairs PDF:

Download 9th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

9th August 2021 Current Affairs in Bengali:

  1. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুসারে 2016-19 এর মধ্যে বেকারত্বের কারনে আত্মহত্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

a) 20
b) 24
c) 25
d) 30

• এই তথ্য অনুসারে 2019 সালে 2851 জন বেকারত্মের কারনে আত্মহত্যা করেছেন। এটি করোনা মহামারীর আগের ঘটনা। Centre for Monitoring Indian Economy এর তথ্য অনুসারে করোনা মহামারীর দ্বিতীয় ওয়েভ এ 1 কোটি র বেশী মানুষ কাজ হারিয়েছেন এবং আয় কমে গেছে 97 %.

National Crime Records Bureau
• Founded: 11 March 1986
• Agency executive: Ramphal Pawar, IPS, Director;
• Headquarters: NH-8, Service Road, Mahipalpur, Delhi – 110037
• Parent department: Ministry of Home Affairs

  1. জেলের সমস্ত নথি কম্পিউটারাজাইড করার জন্য কোন প্রকল্প চালু করা হলো?

a) e-Prisons
b) e-Tracking
c) e-Mulakat
d) e-Meet

• কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের তরফ থেকে এটি চালু করা হলো। ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এটি চালু করা হলো। এর মোট তিনটি অংশ- e-Prison Management Information System, National Prisons Information Portal, Kara Bazar.

Ministry of Home Affairs
• Ministry executive: Ajay Kumar Bhalla, IAS, Home Secretary
• Headquarters: New Delhi
• Minister- Amit Shah

  1. হলদিবাড়ি- চিলাহাটি রেল লিঙ্ক সার্ভিস শুরু হলো কোন দুটি দেশের মধ্যে?

a) ভারত-নেপাল
b) ভারত-ভুটান
c) ভারত-বাংলাদেশ
d) ভারত-পাকিস্তান

• 2020সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। 58 ওয়াগন এর একটি মালবাহী গাড়ি দিয়ে এটি চালু হলো।

• ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
• ভারতীয় রেল frait বিজনেস ডেভলপমেন্ট পোর্টাল চালু করল।
• বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
• বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
• রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সুনিত শর্মা।
• শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
• 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
• ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
• অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
• ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• Vijaywada রেল ষ্টেশনে 130KWP এর সোলার পাওয়ার প্ল্যান্ট বসলো।
• টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় রেলওয়ের কর্মী দের 3কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো ভারতীয় রেল

• Indian Railway Chairman- Sunnet Sharma
• Total Railway Division- 70
• First Kissan Rail- Maharashtra- Bihar
• 100th Kisan Rail- Sangola- Shalimar
• Largest railway network- USA ( India 4th )
• Longest Train root in india- Dibrugarh- Kanyakumari
• 1St railway zone fully electrified- West Central Railway

HQ of Indian railway
Central CST, Mumbai
Eastern Kolkata
East Central Hajipur
East Coast Bhubaneshwar
Northern New Delhi
North Central Allahabad
North Eastern Gorakhpur
North East Frontier Guwahati
North Western Jaipur
Southern Chennai
South Central Secunderabad
South Eastern Garden Reach, Kolkata
South East Central Bilaspur
South Western Hubli
Western Churchgate, Mumbai
West Central Jabalpur
Metro Rail Kolkata
South Coast Vishakhapatnam

• ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
• বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
• বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
• বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
• টোকিও গেমস এ Olympic Laurel Trophy পেলেন Muhammad Yunus
• যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে বাংলাদেশ

Bangladesh:
• Capital: Dhaka
• Currency: Bangladeshi Tanka
• Prime minister: Sekh Hasina
• President: Abdul Hamid.
• Longest river: Surma
• Highest Peak: Keokradong
• National Sports: Kabaddi

  1. সম্প্রতি Mangdechu Hydroelectric Project, ব্রুনেই মেডেল দ্বারা সম্মানিত হলো। এটি কোন দেশে অবস্থিত?

a) ভুটান
b) নেপাল
c) চীন
d) মায়ানমার

• অসাধারন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পুরষ্কার প্রদান করা হলো। এই প্রোজেক্ট টি ভারতের সহায়তায় ভুটানে নির্মাণ করা হয়েছে Mangdechu নদীর উপর।

• সম্প্রতি ভারত ভুটানের সঙ্গে Tax Inspectors without Borders প্রোগ্রাম লঞ্চ করলো
সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ভুটানে ভীম ইউপিআই চালু করলো

Bhutan:
• Capital: Thimpu
• Currency: Bhutanese ngultrum
• Parliament: gyelyong tshokhang
• King: Jigme Khesar Namgyel Wangchuk
• Longest river: Manas
• Highest Peak: Gangkhar Puensum
• National Sports: Archery

  1. প্রবালের পক্ষে ক্ষতিকর সান ক্রিম নিষিদ্ধ করলো কোন দেশ?

a) ভারত
b) থাইল্যান্ড
c) বাংলাদেশ
d) শ্রীলঙ্কা

• যে সমস্ত সান ক্রিমে Oxybenzone, Octinoxate, 4-methylbenzylidence camphor, buylparaben এই কেমিক্যাল গুলো রয়েছে সেগুলি নিষিদ্ধ করা হলো।

Thailand
• Capital: Bangkok
• Currency: Thai baht

  1. Mini Ipe কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হলেন?

a) NABARD
b) LIC
c) SBI
d) ED

• ইনি এর আগে LIC এর লিগাল ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন।

Life Insurance Corporation
• Chairperson: M R Kumar
• Founder: Government of India
• Founded: 1 September 1956
• Headquarters: Mumbai

WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টর Ashish Chandorekar

Un Secretary General Antonio Guterres

ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য Dr Tadang Meenu

দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য Karnam Malleswari

সিবিআই এর স্পেসাল ডিরেক্টর Praveen Sinha
টোকিও প্যারা অলিম্পিকের জন্য ভারতের পতাকা বাহক Mariyappan Thangavelu

ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে
Sirisha Bandla

টুইটারের নতুন Grievance officer Vinay Prakash

National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান আরামানে গিরিধর

দিল্লী পুলিশ কমিশনার Rakesh Asthana

Narcotics Control Bureau SN Pradhan
ভারতীয় নৌ সেনার ভাইস চীফ S N Ghormade
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস Deepak Das

Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টর Dhirti Banerjee

  1. My own Mazagon নামে কে বই রচনা করলেন?

a) Captain Ramesh Babu
b) Amartya Sen
c) J.K. Rowling
d) Ruskin Bond

• এখানে Mazagaon এর ইতিহাস বর্ণিত আছে।

Venu Madhav Govindu
Srinath Raghavan The Fourth Lion: essays for Gopalkrishna Gandhi
Rajpal Puniya Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission
Jairam Ramesh The Light of Asia
Kareena Kapoor Khan The Pregnancy Bible

Ashok Chakraborty The struggle within: A memoir of the Emergency
C.K. Gariali Bank with a Soul: Equitas
Rakeysh Omprakash Mehra
Reeta Ramamurthy Gupta The Stranger in the Mirror
Yalamanchili Shivaji Palleku Pattabhishekam
Imtiaz Anees Riding Free: My Olympic Journey
Ashok Lavasa An Ordinary Life: Portrait of an Indian Generation
Kanti Bajpai India Versus China: Why They are Not Friends
Harsha Vartula The Khan of Khel Khudaai
Kunal Basu In An Ideal World

  1. সম্প্রতি মারা গেলেন SS Babu Narayan. ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

a) ফুটবল
b) হকি
c) ভলি
d) গলফ

• ইনি 1956 এবং 1960 অলিম্পিক ফুটবল দলের সদস্য ছিলেন। 86 বছর বয়সে তার মৃত্যু হলো।

All India Football Federation
• Vice-President: Subrata Dutta
• President: Praful Patel
• Headquarters location: New Delhi
• Founded: 23 June 1937

  1. ভারতের কোন শহরে প্রথম 100% টীকা করণ সম্পন্ন হলো?

a) কোলকাতা
b) দিল্লী
c) ভুবনেশ্বর
d) মুম্বাই

• অর্থাৎ এদের দুটি করে ডোজ সম্পন্ন হয়েছে। এর সঙ্গে এখানে কর্মরত 1 লক্ষ পরিযায়ী শ্রমিকের ও দুটি করে ডোজ সম্পন্ন করা হয়েছে।

• দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
• ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ।
• ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর এ।
• ডলফিনের সংখ্যা দ্বিগুণ হলো উড়িষ্যা তে
• Gopabandhu Sambdika Swasthya Bima Yojana চালু করলো উড়িষ্যা
• ভারতের প্রথম Covid Warrior Museum তৈরি হচ্ছে।
• লকডাউন চলাকালিন পথ পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড গঠন করলো উড়িষ্যা
• FIH President Award পেলেন উড়িষ্যার আইএএস অফিসার ভি কে পান্ডিয়ান
• স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে উড়িষ্যা
• অক্সিজেন কন্সেন্ট্রেটর হোম ডিলিভারি দেওয়ার কথা ঘোষণা করলো উড়িষ্যা
• সম্প্রতি ভারতের উপকূল রক্ষী বাহিনী উড়িষ্যাতে অপারেশন অলিভিয়া শুরু করলো
• সম্প্রতি উড়িষ্যা সরকার পুলিশে ট্রান্সজেন্ডার এর নিয়োগে অনুমোদন দিলো
• সম্প্রতি আশীর্বাদ প্রকল্প চালু করলো উড়িষ্যা
• ভারতের একমাত্র উড়িষ্যাতে কুমিরের তিন রকম প্রজাতি পাওয়া গেছে। এই তিনটি প্রজাতি হলো Gharial, Magar, Crocodiles. 1975 সাল থেকে উড়িষ্যায় এই কুমির সংরক্ষণ শুরু হয়। উড়িষ্যা তে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল দেখা যায়।
• Suvarnarekha Irrigation Project চালু হলো উড়িষ্যা তে
• ভারতের প্রথম পুরি শহরে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে

Odisha:
• Capital: Bhubaneshwar
• LS:21 RS:10
• CM; Naveen Patnaik
• Governor: Ganeshi Lal Mathur
• High court: Odisha High Court, Cuttack
• National Park: Simlipal, Bhitarkanika
• Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
• Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
• Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
• World Heritage Site: Sun Temple, Konârak

  1. ভারতের কোন রাজ্য প্রথম ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো?

a) উত্তরাখন্ড
b) সিকিম
c) অরুণাচল প্রদেশ
d) লাদাখ

এর নাম Uttarakhand Bhiikamp Akert App. এটি উত্তরাখণ্ড রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফ থেকে নির্মাণ করা হয়েছে। আইআইটি রুরকি এতে সাহায্য করেছে।

• স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহ মালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করল উত্তরাখণ্ড।
• কন্যার নামে বাড়ির পরিচয় দিতে gharoki paachan chelik nam প্রকল্প লঞ্চ করল উত্তরাখণ্ড।
• ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
• সাম্প্রতি উত্তরাখন্ড এ ITBP ওয়াটের স্পোর্টস এবং আদ্ভেন্চার ইন্সিটিউট স্থাপন করছে
• উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
• Mission Hausla চালু করলো উত্তরাখণ্ড পুলিশ
• Arial Passanger Ropway System এর জন্য উত্তরাখন্ড কে অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
• সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা।
• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
• সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।

Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor: Baby Rani Maurya
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. Educational Empowerment Fund চালু করলো কোন রাজ্য?

a) তামিলনাড়ু
b) হরিয়ানা
c) উত্তরপ্রদেশ
d) কেরালা

• মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর ঘোষণা করলেন। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য। এতে একটি ফান্ড গঠন করা হবে যা শিক্ষা ক্ষেত্রে ব্যাবহার করা হবে।

• এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
• ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
• 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
• Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
• কেরাল Crushing the Curve” নামে টীকা করন কর্মসূচী চালু করলো
• সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
• Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
• Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
• সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
• কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
• বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
• ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
• কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
• গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Bhageerathi Amma যিনি ভারতের সবথেকে বয়স্ক শিক্ষার্থী 107 বছর বয়সে মারা গেলেন।

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. কোন রাজ্য Makkalai Thedi Maruthuvam নামে স্বাস্থ্য প্রকল্প চালু করলো?

a) উড়িষ্যা
b) তামিলনাড়ু
c) বিহার
d) আসাম

• এটি একটি স্বাস্থ্য প্রকল্প। এতে প্রতি ব্লকে একটি করে হেলথ সেন্টার স্থাপন করা হবে।

• এশিয়ার সবথেকে বড় ক্যাটেল পার্ক উদ্বোধন করা হলো তামিলনাড়ুর সালেম জেলায়।
• ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করছে তামিলনাড়ুর চেন্নাইতে।
• ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হবে চেন্নাইতে।
• সম্প্রতি তামিলনাড়ু সরকার মাটির খেলনার ওপর GI tag এর কথা ঘোষণা করলো
• সম্প্রতি খবরে থাকা Mukurthi National Park তামিলনাড়ু তে অবস্থিত?
• সম্প্রতি চেন্নাই এর শিল্প পরিকাঠামোর উন্নতির জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক 3500 কোটি টাকা লোণ দিলো। চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই লোণ দিচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক। এটি 590 কিমি দীর্ঘ।
• সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
• সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুলের শিক্ষার্থী দের যৌন হেনস্থা থেকে আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারী করলো
• সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে।

Tamil Nadu:
• Capital: Chennai
• LS:39 RS: 18
• Madras Renamed as Tamil Nadu in 1969
• CM; M.K.Stalin
• Governor: Banwarilal Purohit
• High court: Madras High Court
• National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
• Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
• Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
• Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
• World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

Share with your friends

Leave a Comment