8th August 2021 Current Affairs In Bengali | 8th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

8th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 8th August 2021 Current Affairs PDF:

Download 8th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

8th August 2021 Current Affairs in Bengali:

  1. 2021 সালে কোন মহাকাশ গবেষণা সংস্থা ভুটানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে?

a) ISRO
b) NASA
c) CNIS
d) Spacex

• ডিসেম্বর মাসে এটি উৎক্ষেপণ করা হবে। এটি 4 জন ভুটানিজ ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি যাদের প্রশিক্ষণ দিয়েছে ইসরো।

• সম্প্রতি কো ISRO Prana, Sasta এবং Vau নামে তিন ধরনের ভেন্টিলেটর বানালো
• ইসরো আগস্ট জিও ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে
• সম্প্রতি Vikas Engine এর সফল পরীক্ষা করলো ISRO
• ISRO-NASA এর যৌথ মিশন স্যাটেলাইট Nisar 2023 সালে উৎক্ষেপণ করা হবে

Indian Space Research Organization.
• ESTD.-15th August 1969. (Vikram Saravai)
• HQ- Bangalore
• Head- K. Sivan
• Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
• Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.

  1. Balakot Air Strike: How India Avengerd Pulwama নামে কে বই রচনা করলেন?

a) Manan Bhatt
b) Ramachandra Guha
c) Jairam Ramesh
d) Kareena Kapoor Khan

• ইনি ভারতীয় নৌবাহিনী তে কাজ করতেন।

Anindya Dutta ‘Advantage India: The Story of Indian Tennis’
Evan Osnos Joe Biden: American Dreamer
Shrabani Basu ‘The Mystery of the Parsee Lawyer: Arthur Conan Doyle, George Edalji and the case of the foreigner in the English Village’
Rajiv Malhotra ‘Artificial Intelligence and the Future of Power: 5 Battlegrounds’
Anant Vijay ‘Dynasty to Democracy: The Untold Story of Smriti Irani’s Triumph’
Prakash Javadekar ‘The Green Queens of India- A Nation’s Pride’
Sanjaya Baru ‘India’s Power Elite: Caste, Class and Cultural Revolution’
Dr M Ramachandran ‘Bringing Governments and People Closer’
Samir Soni ‘My Experiments with Silence’
Danish Khan and Ruhi Khan ‘Escaped: True Stories of Indian Fugitives in London’
Jeet Thayil ‘Names of the Women’
Namit Arora ‘Indians: A Brief History of a Civilization’
Vinod Kapri ‘1232 km: The Long Journey Home’
Neha Sinha ‘Wild and Wilful: Tale of 15 Iconic Indian Species’

  1. বিশ্বের উচ্চতম রাস্তা কোথায় তৈরি করছে বর্ডার রোড অরগ্যানাইজেসন। এটি কোথায় তৈরি হচ্ছে?

a) সিকিম
b) লাদাখ
c) অরুণাচল প্রদেশ
d) হিমাচল প্রদেশ

• পূর্ব লাদাখে Umlingla Pass এ এটি নির্মাণ করা হবে। এর উচ্চতা হবে 19300 ফুট। এর আগে এটি ছিলো বলিভিয়া তে। যার উচ্চতা ছিলো 18953. ভারত চীন সীমান্তে এটি নির্মাণ হচ্ছে।

Border Roads Organization
• Director General: Lt. Gen. Rajeev Chaudhary
• Founded: 7 May 1960
• Headquarters: New Delhi

• সম্প্রতি লাদাখ সমস্ত চাকরী স্থানীয় দের জন্য সংরক্ষিত করে দিলো
• সম্প্রতি লাদাখে ভারতীয় সেনা Project Ignited Minds চালু করলো।
• Youn Tab Scheme 2021 চালু করলো লাদাখ।
• সম্প্রতি লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল খোলা স্থানে শৌচ মুক্ত (Open Defecation Free) বলে ঘোষিত হলো
• সম্প্রতি লাদাখ শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য Community Radio Network চালু করার পরিকল্পনা করছে
• ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে 100% প্রথম করোনা ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করলো লাদাখ
• লাদাখ নিজেদের সম্পূর্ণ অরগ্যানিক বানানোর জন্য সিকিমের সঙ্গে সমঝোতা করলো

Ladakh:
• Capital:Leh
• Formation Date: 31 October 2019
• Lt. Governor: Radha Krishna Mathur
• High court: Jammu and Kashmir high Court
• National Park: Hemmis
• Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
• Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex

  1. সম্প্রতি সুপ্রিমকোর্ট রায় দিয়েছে রাজ্যের__ এখন থেকে মৃত্যুদন্ড মাফ করতে পারবে।

a) রাজ্যপাল
b) মুখ্যমন্ত্রী
c) হাইকোর্ট
d) অয়াডভোকেট জেনারেল

• 3 রা আগস্ট এই রায় দিলো সুপ্রিম কোর্ট। এর সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড ও মুকুব করতে পারবে রাজ্যপাল।

  1. কে C.R.Rao Centenary Gold পুরষ্কার পেলেন?

a) Dr. Jagdish Bhagwati
b) Dr. C. Rangarajan
c) Both
d) None of the above

• এটি ইন্ডিয়ান ইকোনমিক সোসাইটি ট্রাস্ট এর তরফ থেকে এটি প্রদান করা হয়।

  1. Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টর কে হলেন?

a) Ponam Gupta
b) Rekha Menon
c) Dhirti Banerjee
d) Jagjit Pavadia

• 105 বছরের ইতিহাসে এই প্রথম হলো। Zoological Survey of India প্রতি বছর অবলুপ্ত প্রাণী দের জন্য রেড ডাটা বুক পাবলিশ করলো।

Zoological Survey of India
• Founder: Government of India
• Founded: 1 July 1916
• Headquarters: Kolkata

  1. 1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কোন রাজ্যে?

a) কর্ণাটক
b) কেরালা
c) পশ্চিমবঙ্গ
d) তামিলনাড়ু

• বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত। Sri Mahatobhara Visveswara Temple, Udupi তে এটি পাওয়া গেছে।

• ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
• ইন্ডিয়া ইনোভেসন ইনডেক্স এ প্রথম স্থানে।
• Mandya জেলায় 1600 টন লিথিয়াম এর ভাণ্ডার পাওয়া গেছে।
• মহাকাশচারী দের জন্য ট্রেনিং সেন্টার খুলেছে ইসরো।
• আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল চালু করলো কর্ণাটক
• সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
• সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
• সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
• ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
• রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
• ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
• Basavraj Bommai কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
• ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো
• কৃষক পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য স্কলারশিপ চালু করলো

Karnataka:
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM; Basavraj Bommai
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম বদলে কি রাখা হলো?

a) বিজয় হাজারে খেল রত্ন পুরষ্কার
b) মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার
c) অটল বিহারি বাজপায়ি খেল রত্ন পুরষ্কার
d) দীন দয়াল উপধ্যার খেল রত্ন পুরষ্কার

• ক্রীড়া ক্ষেত্রের এটি সরবচ্চ পুরষ্কার। 1991-92 সালে এই পুরষ্কার প্রদান শুরু হয়। এর পুরষ্কার প্রাপকদের 25 লক্ষ টাকা প্রদান করা হয়।

• 2020 Award winner
• 2020 # Rohit Sharma Cricket
• 2020 # Mariyappan Thangavelu Paralympic high jump
• 2020 # Manika Batra Table Tennis
• 2020 # Vinesh Phogat Wrestling
• 2020 # Rani Rampal Hockey (Women)

  1. টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?

a) বক্সিং
b) কুস্তি
c) দৌড়
d) ব্যাডমিন্টন
• ইনি কুস্তিতে ভারতের হয়ে দ্বিতীয় পদক পেলেন। অলিম্পিকের ষষ্ঠ পদক লাভ করলো ভারত। ব্রোঞ্জের ম্যাচে ইনি কাজাক্সতানের Daulet Niyazbekov কে পরাজিত করেন। ইনি 67 কেজি বিভাগে এই পদক লাভ করেন।

  1. ট্র্যাক আন্ড ফিল্ডে অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে কে পদক জিতলেন?

a) মীরা বাই চানু
b) নিরজ চোপরা
c) মিলখা সিং
d) পি ভি সিন্ধু

• ইনি টোকিও অলিম্পিকে ভারতের একমাত্র সোনা জিতলেন। জ্যাভ্লিন থ্রোতে তিনি এই পদক লাভ করলেন। তিনি ভারতের হয়ে এবারের অলিম্পিকে সপ্তম পদক লাভ করলেন। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ব্যাক্তিগত বভাগে সোনা জিতলেন।

• 1st- 1896- Athens
• 2020- Tokyo (32th)
• 2024- Paris
• 2028- Los angeles
• 2032- Brisbane
• International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France
• Indian Olympic Association
• Founded: 1927
• President: Narinder Batra
• Secretary General: Rajeev Mehta

Share with your friends

Leave a Comment