30th & 31th August 2021 Current Affairs In Bengali | 30th & 31th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

30th & 31th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 30th & 31th August 2021 Current Affairs PDF:

Download 30th & 31th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

30th & 31th August 2021 Current Affairs in Bengali:

 

  1. কোন দেশ সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি তে পেমেন্ট করার মান্যতা দিলো?

 

  1. ভারত
  2. ভিয়েতনাম
  3. কিউবা
  4. তুর্কি

 

  • দেশে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিলো সরকার। এর আগে AL Salvador এই সিদ্ধান্ত নিয়েছিলো।

Cuba

  • Capital: Havana
  • President: Miguel Díaz-Canel
  • Currency: Cuban Peso

 

  1. ভারত কোন দেশের সঙ্গে মেগা গ্রেটার মালে কানেক্টিভিটি প্রোজেক্ট নিয়ে মউ সাক্ষর করলো?

 

  1. মায়ানমার
  2. ভুটান
  3. বাংলাদেশ
  4. মালদ্বীপ

 

  • এটি মালদ্বীপের বৃহত্তম পরিকাঠামো প্রোজেক্ট। এতে ভারত 100 মিলিয়ন ডলার অর্থ সাহায্য এবং 400 মিলিয়ন ডলার লোন প্রদান করবে। এতে সমুদ্রের মধ্যে দিয়ে বিভিন্ন দ্বীপ গুলির মধ্যে ব্রিজ লিঙ্ক করা হবে।

 

  • মালদ্বীপের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করলো ভারত।
  • 9 মে 2021 চীনের লংমার্চ 5B রকেট  মালদ্বীপ এর কাছে ভেঙে পড়ল
  • সম্প্রতি ভারত সরকার Addu শহরে ওই দেশে ভারতের প্রথম Consulate খোলার অনুমতি দিলো। এটি মালদ্বীপে অবস্থিত
  • ইউনাইটেড নেসন্স জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদুল্লা শাহীদ। ইনি মালদ্বীপের বিদেশ মন্ত্রী।

 

  • Capital: Male
  • Currency: Maldivian Rufiyaa
  • President: Ibrahim Mohamed Solih
  • Parliament: People’s Majlis
  • National Sports: Football
  • National emblem: Coconut Palm

 

  1. Mera Kaam Mera Maan স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

 

  1. পাঞ্জাব
  2. হরিয়ানা
  3. গুজরাট
  4. দিল্লী

 

  • রাজ্যের বেকার যুবক দের বিভিন্ন প্রজুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাদের কর্ম সংস্থান হয়। এই প্রশিক্ষণের সময় তাদের 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এক বছরের জন্য।

 

  • সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল পাঞ্জাব
  • সম্প্রতি পাঞ্জাব সনু সুদ কে কোভিড ভ্যাক্সিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো
  • পাঞ্জাব 2022 এর মধ্যে হর ঘর জল যোজনা রূপান্তরিত করার লক্ষ্য মাত্রা নিয়েছে
  • সম্প্রতি মালেরকোটলা পাঞ্জাব এর 23 তম জেলা হলো
  • ভারতের প্রথম রাজ্য পাঞ্জাব  বিশ্ব COVAX জোট এ যোগদান করলো
  • Covid Fateh প্রোগ্রাম চালু করলো পাঞ্জাব
  • কনস্ট্রাকশন কর্মীদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো পাঞ্জাব
  • মোহালি হকি স্টেডিয়ামের নাম বদলে পাঞ্জাব সরকার বলবির সিং সিনিয়র স্টেডিয়াম রাখলো।
  • Punjab Kings আইপিএল ফ্র্যাঞ্চাইজি Project Sah চালু করলো
  • Udaan প্রকল্প চালু করলো পাঞ্জাব

 

 

 

 

Punjab:

  • Capital: Chandigarh
  • Foundation day: 1st Nov 1966
  • LS: 13 RS: 7
  • CM; Captain Amrinder Singh
  • Governor: VP  Singh Badnore
  • High court: Punjab and Haryana High Court
  • Dance form: Gatka, Vangra, Giddha, Sammi, Kikli, Teeyan
  • Festival: Baisakhi, Hola Mohalla, Lohri, Gurupurab
  • Ramsar Site: Beas Conservation Reserve, Harike Wetlands, Kanjli Wetland, Keshopur-Miani Community Reserve, Nangal Wildlife Sanctuary
  • World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)
  • 1st indian state give 100% road connectivity in rural area.
  • Golden Temple is the worlds most visited place

 

  1. Stop TB Partnership Board এর চেয়ারম্যান কে হলেন?

 

  1. Harshbardhan
  2. Mansukh Mandaviya
  3. Narendra Modi
  4. Ramnath Kovind

 

  • ভারতের বর্তমান স্বাস্থ্য মন্ত্রী 26 আগস্ট এই দায়িত্ব নিলেন। 2024 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। ভারতের 2022 সালের মধ্যে যে TB নির্মূল করার লক্ষ রয়েছে সেই উদ্দেশ্যে ইউনাইটেড নেসন্স এর সঙ্গে কাজ করবে।

 

Mansukh Mandaviya

  • Member of Parliament, Rajya Sabha
  • Constituency Gujarat
  • Minister of Health and Family Welfare
  • Minister of Chemicals and Fertilizers

 

 

WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টর

Ashish Chandorekar

 

Un Secretary General

Antonio Guterres

 

ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য

Dr Tadang Meenu

 

দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

Karnam Malleswari

 

সিবিআই এর স্পেসাল ডিরেক্টর

Praveen Sinha

টোকিও প্যারা অলিম্পিকের জন্য ভারতের পতাকা বাহক

Mariyappan Thangavelu

 

ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে

 

Sirisha Bandla

 

                      

টুইটারের নতুন Grievance officer

Vinay Prakash

 

National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান

আরামানে গিরিধর

 

দিল্লী পুলিশ কমিশনার

Rakesh Asthana

 

Narcotics Control Bureau

SN Pradhan

ভারতীয় নৌ সেনার ভাইস চীফ

S N Ghormade

ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস

Deepak Das

 

Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টর

Dhirti Banerjee

 

ম্যানেজিং ডিরেক্টর LIC

 

Mini Ipe

Jio MAMI Film Festival-এর চেয়ার পারসন

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

 

Broadcast Audience Research Council India এর সিইও

Nakul Chopra

 

Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক

Tek Chand

 

 

 

 

 

 

  1. আন্তর্জাতিক মিলিটারি এবং টেকনিক্যাল ফোরাম আর্মি 2021 কোন দেশে আয়োজিত হলো?

 

  1. ভারত
  2. অ্যামেরিকা
  3. রাশিয়া
  4. ইজরায়েল

 

  • 22- 28 আগস্ট রাশিয়ার মস্কো তে এটি অনুষ্ঠিত হলো। এটি এর সপ্তম সংস্করণ। 70 টির বেশী দেশ এতে অংশ গ্রহণ করেছিলো।

 

  1. AK-103 রাইফেল কেনার জন্য কোন দেশের সাথে চুক্তি করলো ভারত?

 

  1. ফ্রান্স
  2. আমেরিকা
  3. রাশিয়া
  4. কোরিয়া

 

  • ভারতীয় বিমানবাহিনি রাশিয়া কে 70000 এই রাইফেল কেনার অর্ডার দিলো।

 

 

  • বিশ্বের প্রথম পশুদের জন্য করণা ভ্যাকসিন আনল রাশিয়া যার নাম Carnivac
  • 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে রাশিয়া
  • সম্প্রতি রাশিয়া স্পুটনিক লাইট নামে সিঙ্গেল ডোজ এর করোনা ভ্যাক্সিন তৈরি করেছে
  • Coking coal এ সহযোগিতার জন্য রাশিয়ার সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত সরকার
  • S-500 air defence missile system আনলো রাশিয়া।
  • Zircon নামে হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা করলো
  • 2021 সালের ইন্টারন্যাশনাল আর্মি গেমস আয়োজন করবে রাশিয়া

 

  • President: Vladimir Putin
  • Capital: Moscow
  • Currency: Russian ruble
  • Parliament- Duma

 

  1. 29 আগস্ট ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

 

  1. Anurag Thakur
  2. Narendra Modi
  3. Dharmendra Pradhan
  4. Rajnath Sing

 

  • কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এর উদ্বোধন করলেন। ফিট ইন্ডিয়া মুভমেন্ট 29 আগস্ট 2019 চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

  • Member of Parliament, Lok Sabha
  • Constituency Hamirpur, Himachal Pradesh
  • Ministry of Information and Broadcasting
  • Ministry of Youth Affairs and Sports

 

  1. জাতীয় ক্রীড়া দিবস কোনদিন পালন করা হয়?

 

  1. 27 আগস্ট
  2. 28 আগস্ট
  3. 29 আগস্ট
  4. 30 আগস্ট

 

  • সর্বকালের সর্বশ্রেষ্ঠ হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। 2012 সাল থেকে এই দিনটি উদযাপন করা হয়।

 

List of Important Days (August)

6-Aug

Hiroshima Day

9-Aug

Nagasaki Day

9-Aug

Quit India Day

12-Aug

International Youth day

15-Aug

Independence Day of India

23-Aug

International Day for the remembrance of the slave trade and its abolition

29-Aug

14 Aug

National Sports Day

Partition Horrors Remembrance Day

 

 

  1. দিল্লী সরকার কোন বিখ্যাত অভিনেতা কে Desh Ka Mentors প্রোগ্রামের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলেন?

 

  1. Vidya Balan
  2. Sonu Sood
  3. Priyanka Chopra
  4. Aamir Khan

 

  • বিখ্যাত হিন্দি, তেলেগু এবং তামিল অভিনেতা সনু সুদ কে করা হলো। এতে শিক্ষার্থী দের তাদের ক্যারিয়ার চয়ন করার জন্য গাইড করা হবে। এতে দিল্লীর প্রত্যেক সফল ব্যাক্তি একজন করে শিক্ষার্থী কে মেন্টরিং করবে।

 

  • Pagar Book- Akshay Kumar
  • com- Akshay Kumar
  • Classplus- Sourav Ganguly
  • Spice Money- Sonu Sood
  • Dabur Chyawanprash- Akshay Kumar
  • Cuemath- Vidya Balan
  • Trust- Rohit Sharma
  • Pepsi CO- Shafali Verma
  • World Wide Fund India Environment- Viswanathan Anand
  • Aarogya Setu App- Ajay Devgan
  • BAFTA Breakthrough- A R Rahaman
  • Fit India Movement- Kuldeep Hooda

 

  1. দিল্লির আদর্শ নগরের সরকারি শিশু বিদ্যালয়ের নাম কোন অলিম্পিক জয়ীর নামে রাখা হলো?

 

  1. মীরা বাই চানু
  2. নিরাজ চোপড়া
  3. পিভি সিন্ধু
  4. রবি কুমার দহিয়া

 

  • এবারের অলিম্পিকে রুপো জয়ী এই কুস্তিগির এই স্কুলেই পরেছেন। তাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিলো স্কুল কত্রিপক্ষ

 

  • Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন চালু করলো দিল্লী
  • সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
  • যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
  • 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো দিল্লী মেট্রো
  • সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কাশ্মীরি গেট ষ্টেশনে চালু করলো
  • বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে গুগলের সঙ্গে চুক্তি বদ্ধ হলো দিল্লী সরকার
  • পুসাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাঙ্ক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার
  • দিল্লীর প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিয়াল

 

Delhi:

  • CM-Arvind Kejriwal
  • Governor- Anil Baijal
  • LS:7 RS:3
  • World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,

 

 

  1. ভারতের কোন মন্ত্রক IndiaSize নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো?

 

  1. Ministry of Textiles
  2. Ministry of Cooperation
  3. Ministry of AYUSH
  4. Ministry of Education

 

  • এতে সাহায্য করবে National Institute of Fashion Technology-NIFT. এতে রেডিমেড পরিধানের ক্ষেত্রে নির্দিষ্ট সাইজ চার্ট করা হবে যেটি ভারতে ব্যাবসা করা সমস্ত কোম্পানি কে অনুসরন করতে হবে।

 

Ministry of Textiles

  • Officeholder: Piyush Goyal (Minister)
  • Headquarters: Udyog Bhawan, New Delhi

 

  1. ITBP এর ডিরেক্টর জেনারেল কে হলেন?

 

  1. Sanjay Arora
  2. SS Deshwal
  3. P K Sing
  4. Rakesh Asthana

 

  • তামিলনাড়ু ক্যাডারের এই আইপিএস অফিসার এসএস দেসয়ালের স্থানে এই পদে নিযুক্ত হলেন। এর সঙ্গে সঙ্গে সরকার Balaji Srivastava কে Vureau of Police Research and Development এর প্রধান নিযুক্ত করা হলো।

 

  • Indo-Tibetan Border Police
  • Headquarters: New Delhi, India
  • Founder: Government of India
  • Founded: 24 October 1962

 

Name

Head Quarter

Head

NIA (National Investigation Agency)

New Delhi

Kuldip Sing ( Additional)

IB (Intelligence Bureau)

New Delhi

Arvind Kumar

CBI (Central Bureau of Investigation)

New Delhi

Subodh Kumar Jaiswal

 

RAW (Research and Analysis Wing)

New Delhi

S.K.Goel

BSF (Border Security Force)

New Delhi

Pankaj Kumar Singh

CRPF (Central Reserve Police Force)

New Delhi

Kuldip Sing

CISF (Central Industrial Security Force)

New Delhi

 

ITBP(The Indo-Tibetan Border Police)

New Delhi

 Sanjay Aroraanjay

Indian Coast Guard

New Delhi

 Krishnaswamy Natarajan

DIA (Defence Intelligence Agency)

New Delhi

J.S.Dhilon

RPF (Railway Protection Force)

New Delhi

Arun Kumar

NSG (National Security Guard)

New Delhi

M.A.Ganapati

National Cadet Corp

New Delhi

Tarun Kumar Aich

ED (Enforcement Directorate))

New Delhi

Sanjay Kumar Mishra

SSB (Sashastra Seema Bal)

New Delhi

Kumar Rajesh Chandra

Narcotics Control Bureau

New Delhi

 SN Pradhan

 

Assam Rifles

 

Imphal

 

Pradeep Chandra Nair

 

 

 

         

 

 

  1. “Mission Domination: An Unfinished Quest” শিরোনামে বইটি যৌথভাবে লিখলেন কে কে?

 

  1. চেতন ভগত ও সুমন রহমান
  2. বড়িয়া মজুমদার ও কুশান সরকার
  3. সুবর্ণ রায় ও উপল দাস
  4. এদের কেউই নন

 

  • বিভিন্ন ভারতীয় ক্রিকেটার যেমন Rishabh Pant, ROhit Sharma প্রমুখ দের জীবনের বিভিন্ন ঘটনা এখানে বর্ণিত আছে।

 

  1. Battlefield’ শিরোনামে বই লিখলেন কে?

 

  1. রাস্কিন বন্ড
  2. বিশ্রম বেদেকার
  3. কল্যাণ কৃষ্ণ মূর্তি
  4. মৃণাল মন্ডল

 

  • এটি একটি মারাঠি উপন্যাস রণাঙ্গন এর ইংরাজি অনুবাদ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা।

 

Rajpal Puniya

 

Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission

Jairam Ramesh

The Light of Asia

Kareena Kapoor Khan

The Pregnancy Bible

 

Ashok Chakraborty

 

The struggle within: A memoir of the Emergency

C.K. Gariali

 

Bank with a Soul: Equitas

Rakeysh Omprakash Mehra

Reeta Ramamurthy Gupta

 

The Stranger in the Mirror

Yalamanchili Shivaji

 

Palleku Pattabhishekam

Imtiaz Anees

Riding Free: My Olympic Journey

Ashok Lavasa

 

An Ordinary Life: Portrait of an Indian Generation

Kanti Bajpai

 

India Versus China: Why They are Not Friends

Harsha Vartula

The Khan of Khel Khudaai

Kunal Basu

 

In An Ideal World

Manan Bhatt

 

Balakot Air Strike: How India Avengerd Pulwama

Captain Ramesh Babu

 

My own Mazagon

Pawan K Verma

The Great Hindu Civilization

Sudha Murti

 

How the Earth Got Its Beauty

Ramesh Narayan

A Different Route to Success’

Inaugurated by Venkaiya Naidu

Accelerating India: 7 Years of Modi Government’

সুজাতা প্রসাদ

বিমলা প্রসাদ

 

The Dream of Revolution: A Biography of Jayaprakash Narayan

জয়দীপ হার্দিকার

 

Ramrao: The Story of India’s Farm Crisis

 

 

  1. ট্যালেন্টেড খেলোয়াড়ের খোঁজ করতে Talent Search Campaign লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

 

  1. হরিয়ানা
  2. ছত্তিশগড়
  3. মধ্যপ্রদেশ
  4. দিল্লি

 

  • এর জন্য মোট 18 টি খেলায় নজর দেওয়া হবে। যে সমস্ত যুব খেলায় আগ্রহী তারা সবাই এই ক্যাম্পেনে নিজেদের নাম রেজিস্টার করতে পারবে।

 

  • অ্যানিমিয়া মুক্ত ভারত অভিজানে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ
  • যুব শক্তি করোনা মুক্তি অভিজান চালু করলো মধ্যপ্রদেশ
  • ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস ইন্দোর শহরে দেখা গেছে
  • সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন হলো ইন্দোরে
  • আয়ুর্বেদ কে আরো জনপ্রিয় করে তোলার জন্য Devaranya প্রকল্প চালু করলো
  • ভারতের একমাত্র ইন্দোর শহর International Clean Air Catalyst Programme এর জন্য নির্বাচিত হলো
  • জেলায় এটি অবস্থিত।
  • Indore ভারতের প্রথম শহর Water Plus city হিসেবে ঘোষিত হলো
  • ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে একটি বৃহৎ স্মারক গড়ে তুলছে মধ্যপ্রদেশ
  • দ্বিতীয় রাজ্য হিসেবে ন্যাশনাল এডুকেশন পলিসি কে রুপান্তরিত করলো মধ্যপ্রদেশ

 

 

 

Madhya Pradesh:

  • Capital: Bhopal
  • LS:29 RS: 11
  • CM; Shivraj Singh Chouhan
  • Governor: Mangubhai Chhaganbhai
  • High court: Madhya Pradesh High Court, Jabalpur
  • National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
  • Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
  • Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
  • World Heritage Site: Khajuraho Group of Monuments,
  • Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka

 

 

Share with your friends

Leave a Comment