2nd August 2021 Current Affairs In Bengali | 2nd আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

2nd August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 2nd August 2021 Current Affairs PDF:

Download 2nd August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

2nd August 2021 Current Affairs in Bengali:

2nd August 2021 Current Affairs

  1. Polina Guryeva কোন দেশের হয়ে প্রথম অলিম্পিক পদক জিতলেন?

a) ইরান
b) পাকিস্তান
c) তুর্কমেনিস্তান
d) দক্ষিণ সুদান

• ভারোত্তলনে ইনি রুপোর পদক লাভ করলেন। এর সঙ্গে পূর্ব ইউরোপের দেশ San Marino সবথেকে ছোট দেশ হিসেবে পদক জিতলো। এখানে জনসংখ্যা মাত্র 34000. এখানকার Alessandra Perilli ব্রোঞ্জ জিতলেন শুটিং এ।

Turkmenistan
• Capital: Ashgabat
• Currency: Turkmenistani manat
• President: Gurbanguly Berdimuhamedow
• San Marino
• Capital: San Marino
• Area: 61.2 km²
• Population: 33,860 (2019) World Bank
• Currency: Euro

  1. কোন দেশ অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনা জিতলো?

a) বাংলাদেশ
b) আফগানিস্তান
c) ফিলিপিন্স
d) ইন্দোনেশিয়া

• অলিম্পিকের ইতিহাসে তারা প্রথম স্বর্ণ পদক লাভ করলো ভারোত্তোলনে। Hidilyn Diaz এই কৃতিত্ব অর্জন করলেন।

Philippines
• President: Rodrigo Duterte Trending
• Capital: Manila
• Currency: Philippine peso

  1. সম্প্রতি ভারতের করোনা ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য কোন দেশ ভারত কে 25 মিলিয়ন ডলারের অর্থ সাহায্য করলো?

a) চীন
b) রাশিয়া
c) অ্যামেরিকা
d) ইজরায়েল

• অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট Antony Blinken এটি ঘোষণা করলেন। দু দেশের সম্পর্ক আরো মজবুত করার জন্য এই পদক্ষেপ।

• সম্প্রতি ভারত প্রথমবারের জন্য লাল চাল পাঠালো আমেরিকাকে।
• সম্প্রতি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এ পুনরায় যোগদান করলো আমেরিকা ।
• ভারত মহাসাগরীয় অঞ্চলে Freedom of Navigation Operations করলো আমেরিকা যুক্তরাষ্ট্র নেভি
• 2021 সালের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে অ্যামেরিকা
• সম্প্রতি অ্যামেরিকান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর মোমের মূর্তি Madame Tussauds মিউজিয়ামে স্থাপন করা হলো
• সম্প্রতি P81 Patrol aircraft ভারতকে বিক্রি করছে অ্যামেরিকা
• সম্প্রতি অ্যামেরিকা ভারত কে Priority Watch List এ রেখেছে
• Eric Garcetti ভারতে রাষ্ট্রদূত হচ্ছে
• Neera Tandon জো বাইডেনের বরিষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন
• সম্প্রতি অ্যামেরিকা এশিয় বিরোধী হিংসা আটকানোর জন্য বিল পাস করালো
• Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে।
• Arun Venkatraman অ্যামেরিকান প্রেসিডেন্ট এর US and Foreign Commercial Services এর ডিরেক্টর জেনারেল হলেন
• অ্যামেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হলেন Christine Varmuth
• সম্প্রতি অ্যামেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারী করলো
• ভারত সম্প্রতি অ্যামেরিকা থেকে MH-60 Romeo multi-role হেলিকপ্টার কিনলো
• সম্প্রতি অ্যামেরিকা তাদের পার্লামেন্টে এই বিল পাশ করালো যে দেশে যে সমস্ত মূর্তি রয়েছে যা দাসত্ব কে সমর্থন করে সেই সমস্ত মূর্তি সরিয়ে ফেলা হবে
• ভারতীয় বংশউদ্ভুত মহিলা Sirisha Bandla, Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে। নিউ মেক্সিকো স্পেস ষ্টেশন থেকে যাত্রা শুরু করবে। এরা VSS Unity মহাকাশযানে করে এই যাত্রা করবে।

USA:
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington
• Statue of Liberty- It was gifted by france in year 1875
• Independence day- 4th july 1776

  1. বিশ্বের বৃহত্তম নীলা পাথর (Sapphire cluster star) কোন দেশে পাওয়া গেলো?

a) ভারত
b) শ্রীলঙ্কা
c) বাংলাদেশ
d) পাকিস্তান

• এর নাম দেওয়া হয়েছে Serendipity Sapphire. Ratnapura তে এটি পাওয়া গেলো। এর ওজন 510 কেজি এবং দাম 100 মিলিয়ন ডলার।

• 17th BIMSTEC Ministerial Meeting অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কায়
• ভারত সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে Air Bubble চুক্তি সাক্ষর করলো
• ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ৬ বছরের জন্য নির্বাসিত হলেন Nuwan Zoysa
• Perira ক্রিকেট থেকে অবসর নিলেন।
• এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা এবছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এটি এবছর শ্রীলংকাতে
• হওয়ার কথা ছিল
• সম্প্রতি ভারত শ্রীলঙ্কা সঙ্গে সৌর শক্তি নিয়ে Line of Credit সাক্ষর করলো
• সম্প্রতি খবরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটার Sanath Jayasundera কে 7 বছরের জন্য ব্যান করলো আইসিসি। গড়াপেটার অভিযোগে তাঁর এই সাজা হলো

Sri Lanka:
• Capital: Sri Jayawardenepura Kotte
• Currency: rupee
• Prime minister: Mahinda Rajapaksa
• President: Gotabaya Rajapaksa
• Longest river: Mahaweli Ganga
• Highest Peak: Pidurutalagala
• National Sports: volley ball
• Important Point:
• Ram setu Ends at Talai Mannar island in srilanka

  1. COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো কোন আইআইটি?

a) হায়দ্রাবাদ
b) রোপার
c) বোম্বে
d) দিল্লী

• প্রোফেসর শিব গোবিন্দ সিং এর তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়েছে। 30 মিনিটের মধ্যে এর ফল জানা যাবে। এর দাম 400 টাকা।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• আইআইটি রোপার AmbiTag নামে ভারতের তৈরি তাপমাত্রা মাপার যন্ত্র বানালো।
• IIT Ropar এবং অস্ট্রেলিয়ার Monash বিশ্ববিদ্যালয় FakeBuster তৈরি করলো।
• Agriculture & Water Technology Development Hub তৈরি হলো IIT Ropar এ।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• IIT Hydrabad এ তিহান ফাউন্ডেসনের সিলান্যাস হলো।
• IIT Roorkee তে ড্রোন রিসার্চ সেন্টার তৈরি হলো।
• IIT Mumbai তাদের নাইট্রোজেন উৎপাদন প্ল্যান্ট কে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট এ কনভার্ট করলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• প্রফেসর Shailesh Govind Ganpule ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য NSG পুরষ্কার পেলেন। ইনি IIT Roorkee এর প্রফেসর
• সম্প্রতি IIT Ropar বিদ্যুৎ মুক্ত CPAP যন্ত্র জীবন বায়ু তৈরি করলো
• দিল্লী আইআইটি করোনা পরিক্ষা করার জন্য Rapid Antigen Test Kit তৈরি করলো। এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে SENSIT Rapid COVID-19 Ag Testing Kit
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar

  1. AI For All উদ্যোগের জন্য ভারতের শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই কোন কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হলো?

a) মাইক্রোসফট
b) ইন্টেল
c) অ্যামাজন
d) গুগল

• ছাত্র ছাত্রী দের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে ধারনা প্রদানের জন্য এই উদ্যোগ।
• Education minister of India- Shri Dharmendra Pradhan

Central Board of Secondary Education
• Headquarters New Delhi, India
• Official language Hindi English
• Chairperson Manoj Ahuja, IAS
• Established 3 November 1962

Intel
• CEO: Patrick P. Gelsinger
• Founded: 18 July 1968, Mountain View, California, United States
• Headquarters: Santa Clara, California, United States
• Founders: Gordon Moore, Robert Noyce

  1. অল ইন্ডিয়া কোটা স্কিমের আওতায় মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ওবিসি ক্যাটাগরির জন্য কত শতাংশ সিট সংরক্ষণ করলো কেন্দ্র সরকার?

a) 35
b) 30
c) 27
d) 25

• এর সঙ্গে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য 10 শতাংশ সংরক্ষণ করা হলো।

  1. EOS-03 নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করছে কোন সংস্থা?

a) NASA
b) ISRO
c) ESA
d) SpaceX

• বন্যা,ঝর সহ বিভিন্ন প্রাকিতক দুর্যোগে আগাম পূর্বাভাষ দেবে এই স্যাটেলাইট।

• প্রথম ভারতীয় মহাকাশচারী- Rakesh Sharma (1984, Soyuz T11 Aircraft, Russia)
• প্রথম ভারতীয় বংশ উদ্ভুত মহিলা মহাকাশচারী- Kalpana Chawla, 2003 Columbia Aircrat, USA
• Indian National Committee for Space Research (INCOSPAR)-1962
• Indian Space Research Organisation- 1969, 15th August
• ভারতের মহাকাশ মিশন- Aryabhata, 1975 with help of Soviet Union
• ভারতের প্রথম স্যাটেলাইট যেটি ভারত দেশ থেকে উৎক্ষেপণ করেছিলো- Rohini, 1980 ( SLV-3 Rocket)
• ভারতের প্রথম স্পেস টুরিস্ট- Santhosh George
• ভারতের প্রথম চন্দ্র মিশন- Chandrayaan-1, 2008
• ভারতের প্রথম মঙ্গল মিশন- Mars Orbital Mission (2013-14)
• ভারতের প্রথম শুক্র মিশন- Sukrayaan, 2024
• ভারতের প্রথম সূর্য মিশন- Aditya L-1
• ভারতের প্রথম মহাকাশচারী মিশন- Gaganyaan, 2021
• সম্প্রতি কো ISRO Prana, Sasta এবং Vau নামে তিন ধরনের ভেন্টিলেটর বানালো
• সম্প্রতি Vikas Engine এর সফল পরীক্ষা করলো ISRO
Indian Space Research Organization.
• ESTD.-15th August 1969. (Vikram Saravai)
• HQ- Bangalore
• Head- K. Sivan
• Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
• Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.

  1. ভারতের কোন টাইগার রিজার্ভ Natwest Group Earth Heroes পুরষ্কার জিতলো?

a) সাতপুরা
b) সিমলিপাল
c) বক্সা
d) সুন্দরবন

• এটি মধ্যপ্রদেশে অবস্থিত। শ্রেষ্ঠ ম্যানেজমেন্ট এর জন্য তারা এই পুরষ্কার জিতলো। মধ্যপ্রদেশের হসেঙ্গাবাদ জেলায় এটি অবস্থিত।

• মহারাজ ছত্রশাল কনভেনশন সেন্টারের উদ্বোধন খাজুরাহ তেকরা হলো
• কোভিড 19 যোদ্ধা কল্যান যোজনা চালু করলো
• যোগ সে নিরোগ প্রোগ্রাম চালু করলো মধ্যপ্রদেশ
• ফ্রি ট্রিটমেন্ট স্কিম ও চালু করেছে মধ্যপ্রদেশ
• করোনা রুগীদের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা চালু করলো মধ্যপ্রদেশ
• করোনা মহামারীতে ডিউটিরত সরকারি কর্মচারীদের মৃত্যু হলে সেই পরিবারের একজন সদস্য কে কাজ
• দেওয়ার কথা ঘোষণা করলো
• সম্প্রতি অঙ্কুর স্কিম চালু করলো মধ্যপ্রদেশ
• সম্প্রতি চিতা যেটিকে 1952 সালে বিলুপ্ত ঘোষণা করে দেয়া হয়েছিল সেটিকে আবার ভারতে নিয়ে আসা হচ্ছে।
• এটি মধ্যপ্রদেশের পালপুর কুনো ন্যাশনাল পার্ক এ রাখা হবে।
• অ্যানিমিয়া মুক্ত ভারত অভিজানে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ
• যুব শক্তি করোনা মুক্তি অভিজান চালু করলো মধ্যপ্রদেশ
• ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস ইন্দোর শহরে দেখা গেছে
• সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন হলো ইন্দোরে
• সম্প্রতি গোয়ালিয়রে Agriculture and Farmers Welfares, National Horticulture Board Centre চালু করলো।
• আয়ুর্বেদ কে আরো জনপ্রিয় করে তোলার জন্য Devaranya প্রকল্প চালু করলো
• ভারতের একমাত্র ইন্দোর শহর International Clean Air Catalyst Programme এর জন্য নির্বাচিত হলো

Madhya Pradesh:
• Capital: Bhopal
• LS:29 RS: 11
• CM; Shivraj Singh Chouhan
• Governor: Mangubhai Chhaganbhai
• High court: Madhya Pradesh High Court, Jabalpur
• National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
• Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
• Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
• World Heritage Site: Khajuraho Group of Monuments,
• Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka

  1. কৃষক পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য স্কলারশিপ চালু করলো কোন রাজ্য?

a) কর্ণাটক
b) পশ্চিমবঙ্গ
c) বিহার
d) সিকিম

• এর জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হলো। কৃষক পরিবারের সন্তান দের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ।

• ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল কর্ণাটক।
• ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
• আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল চালু করলো কর্ণাটক
• সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
• সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
• সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
• ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
• রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
• ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
• Basavraj Bommai কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
• ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো
Karnataka:
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM; Basavraj Bommai
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. সম্প্রতি খবরে থাকা Raja Chilli কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত?

a) নাগাল্যান্ড
b) সিকিম
c) গোয়া
d) উত্তরাখণ্ড

• এটি প্রথমবারের জন্য লন্ডনে পাঠানো হলো। এটি 2008 সালে জিআই ট্যাগ পেয়েছিলো।

• মাদুরাই মালি -তামিলনাড়ু
• Bhalia Wheat- Gujrat
• Jalgaon Banana- Punjab
• Jardalu Mango- Bihar
• Shahi Litchi- Bihar

• প্রথমবারের জন্য নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সংগীত গাওয়া হলো।
• নাগাল্যান্ড এ ডিমাপুর এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস লঞ্চ করা হলো।

Nagaland:
• Capital: Kohima
• CM; Neiphiu Rio
• Governor: R. N Ravi
• High court: Gauhati High Court
• National Park: Intanki
• Dance form:Rengma, Udoho, Zeliang, Changlo, Changsang, Melophita, Angushu Kighilhe, Monyu Asho
• Festival: Hornbil, Aoleang, Ngada, Hega, Moatsu, Sekrenyi, Tsokum.

Share with your friends

Leave a Comment