20th August 2021 Current Affairs In Bengali | 20th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

20th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 20th August 2021 Current Affairs PDF:

Download 20th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

20th August 2021 Current Affairs in Bengali:

1. সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

a) রাজস্থান
b) দিল্লি
c) উত্তরপ্রদেশ
d) বিহার

• 50000 টাকা পর্যন্ত লোন প্রদান করা হবে। যে সমস্ত ভেন্ডর দের বয়স 18-40 এর মধ্যে এবং যারা করোনাতে কাজ হারিয়েছেন তাদের এই লোন প্রদান করা হবে। ইন্দিরা গান্ধী আরবান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় এই লোন প্রদান করা হবে।

• মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
• Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
• ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
• Suposhit Ma Ovijan চালু হলো কোটা তে।
• সম্প্রতি রাজস্থান Mukhyamantri Anuprati Coaching Scheme চালু করলো
• রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো
• Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো রাজস্থান। স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো।
• 1 বছরের ভোকেশনাল ট্রেনিং এর পর 60 জন ভিখারী কে চাকরী দিলো রাজস্থান

Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

2. AI Game Changer Award জিতলো কোন রাজ্য?

a) মহারাষ্ট্র
b) কর্ণাটক
c) তেলেঙ্গানা
d) কেরালা

• NASCOM এর স্পন্সর করা XperienceAI Summit এ এই পুরষ্কার পেলো তেলেঙ্গানা সরকারের Information Technology and Electronics মন্ত্রক। Artificial Intelligence সংক্রান্ত বিভিন্ন প্রোজেক্টে কাজ করায় এই পুরষ্কার পেলো তেলেঙ্গানা।

NASSCOM
• The National Association of Software and Service Companies
• President: R. Chandrasekhar
• Headquarters: New Delhi
• Founded: 1 March 1988

• তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিমা কহলি।
• ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক খোলা হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদের গছিবওলি পুলিশ স্টেশনে।
• ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হতে চলেছে তেলেঙ্গানায়। এটি তৈরি করবে ন্যাশনাল থারমাল পাওয়ার কর্পোরেশন।এটি Ramagundam thermal power plant reservoir এ তৈরি করা হবে।
• ভ্যাক্সিন ডেলিভারি দেওয়ার জন্য ড্রোনের ব্যাবহার করছে তেলেঙ্গানা
• সেবা আহার অ্যাপলিকেশন চালু করলো তেলেঙ্গানা
• তেলেঙ্গানা কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করলো
• সম্প্রতি তেলেঙ্গানা Revv up নামে প্রোগ্রাম চালু করলো
• ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত ড্রোন ডিফেন্স ডোম এর নাম ইন্দ্রজাল। এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।
• আবাসিক বিদ্যালয়ে স্থানিয় ছাত্র ছাত্রী দের জন্য 50% আসন সংরক্ষণ করলো তেলেঙ্গানা
• দলিত বন্ধু প্রকল্প চালু করলো
• সম্প্রতি ভারতের 39 তম রামসার সাইট হলো Ramappa Temple. এর আরেক নাম Rudreswara Temple. এটি মুলুগু জেলায় অবস্থিত।

Andhra Pradesh:
• Capital: Hyderabad
• LS: 17 RS:7
• Formation Date: 2 June 2014
• CM; K. Chandrashekhar Rao
• Governor: Tamilisai Soundararajan
• High court: Telangana High Court
• National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
• Dance form: Perini Sivatandavam
• Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga
• World Heritage Site: Ramappa Temple

3. ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কোন রাজ্যে?

a) কেরালা
b) কর্ণাটক
c) মহারাষ্ট্র
d) তামিলনাড়ু

• মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টে এর CyberDome এ এর উদ্বোধন করলেন। CyberDome কেরালা রাজ্য পুলিশের টেকনোলজি এবং ডেভ্লপমেন্ট রিসার্চ সেন্টার।

• এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
• ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
• 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
• কেরালা সরকার কেরালা নলেজ মিশন এবং ডিজিটাল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নামে দুটি প্রকল্প চালু করল।
• Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
• সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
• Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
• Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
• সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
• ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
• কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
• গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Educational Empowerment Fund চালু করলো কেরালা। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য।
• কেরালাতে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে আইবিএম
• ভারতের প্রথম জাতীয় Heart Failure Biobank স্থাপন করলো SCTIMST. এটি কেরালায় চালু হলো।
• প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট চালু করলো কেরালা

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

4. সম্প্রতি কোন রাজ্যের এয়ারপোর্টের নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হলো?

a) পাঞ্জাব
b) মহারাষ্ট্র
c) হরিয়ানা
d) গুজরাট

• হরিয়ানার Hisar Airport এর নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হলো। এটি হরিয়ানার প্রথম সিভিল এয়ারপোর্ট।

• ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলো হরিয়ানাতে।
• প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষের জন্য 75% আসন সংরক্ষণে বিল পাস করল হরিয়ানা।
• মুখ্যমন্ত্রী অন্ত্যদায়া পরিবার উত্থান যোজনা লঞ্চ করল হরিয়ানা।
• কোভিড এমারজেন্সি লোন স্কিম চালু করলো হরিয়ানা
• সম্প্রতি হরিয়ানা করোনা রোগীদের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা নিয়ে এলো
• সম্প্রতি ভারতের বন্য প্রাণী বিভাগ হরিয়ানা রাজ্যে বাঁদর গননা করলো
• হরিয়ানা সম্প্রতি Black Fungus ( Mucomycosis) কে Notified Disease হিসেবে ঘোষিত করলো
• হরিয়ানা রাজ্য প্রথম করোনয় সাহায্যের জন্য GST তে ছাড় দিলো
• বেসরকারি হাসপাতালে BPL তালিকা ভুক্ত করোনা রুগীদের বিনা অর্থে চিকিৎসার কথা ঘোষণা করলো
• করোনা রোগীদের চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করলো হরিয়ানা
• সম্প্রতি হরিয়ানা 80 একর অক্সি বন তৈরির কথা ঘোষণা করলো। মোট চারটি প্রকল্প এর আওতায় চালু করা হলো। Pran Vayu Devta Pension Scheme, Oxi- Van in KArnal, Oxi- Van in Panchkula, Panchavati Plantation in Haryana
• মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করলো হরিয়ানা
• 2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে হরিয়ানা তে।
• পুরাতত্ববিদ রা গুহা চিত্র আবিস্কার করলেন হরিয়ানা তে। এগুলি সব মধ্য প্রস্তর যুগের চিত্র।
• দেশের প্রথম গ্রেইন এটিএম খুললো হরিয়ানা।
• ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো হরিয়ানা
• সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরষ্কার জয়ী পন্ডিতদের বিনামুল্যে বাস পরিসেবা দেবে হরিয়ানা
• 2024 সালের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য Har Hit Store ক্যাম্পেন চালু করলো হরিয়ানা

Haryana:
• Capital: Chandigarh
• CM; Manohar Lal Khattar
• Stae Hood: 1 November 1966
• LS: 10 RS:5
• Governor: Bandaru Dattatraya
• High court: Punjab and Haryana High Court
• National Park: Sultanpur, Kalesar.
• Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
• Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
• Ramsar Site: Bhindawas Wildlife Sanctuary, Sultanpur National Park
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

5. পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে?

a) তাহমিনা অরিন
b) আয়েশা মালিক
c) কৃষ্ণা রেড্ডি
d) আশমিনা বেগম

• 17 আগস্ট তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি হলেন। ইনি বর্তমানে লাহোড় হাই কোর্টের বিচারপতি।

• পাকিস্তান বাবর ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষা করলো।
• পাকিস্তান নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র গজনাভির সফল উৎক্ষেপণ করল।
• শাহীন iii এর সফল পরীক্ষা করল পাকিস্তান
• পাকিস্তানের KRL স্টেডিয়াম নাম পরিবর্তন করে শোয়েব আক্তার স্টেডিয়াম রাখা হলো।
• Aces Meet 2021 নামে বহু রাষ্ট্রীয় সেনা মহড়ার কথা ঘোষণা করলো পাকিস্তান
• সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন কে সাসপেন্ড করলো FIFA
• আরিশ ফাতিমা পৃথিবীর কনিষ্ঠ তম Microsoft Certifed Profesonal হলেন
• পাকিস্তান মিশরের সঙ্গে যৌথ ভাবে Sky Guardians-1 নামে বায়ু সেনা মহড়া আয়োজন করলো
• সম্প্রতি FATF পাকিস্তানকে Enhanced Follow-up List এ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• সম্প্রতি মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি Mamnoon Hussain
• আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুত ত্ম 14 টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন Babar Azam
• বিশ্বের কনিষ্ঠ তম ব্যাক্তি হিসেবে Shehroz Kashif, K2 জয় করলেন পাকিস্তানের Shehroz Kashif

Pakistan:
• Capital: Islamabad
• Currency: Pakistani rupee
• Prime minister: Imran Khan
• President: Arif Alvi
• Parliament: National Parliament
• Longest river: Indus
• Highest Peak:
• National Sports: Hockey

6. রাতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কোন ন্যাশনাল পার্কে?

a) সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক
b) নামদাফা ন্যাশনাল পার্ক
c) সাতপুরা ন্যাশনাল পার্ক
d) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক

• এখানকার ফরেস্ট অফিসার রা এটি ব্যাবহার করবেন। চোরা শিকার, বন্যা এই সমস্ত মোকাবিলার জন্য এটি ব্যাবহার করা হবে।

• ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসামে তৈরি হয়েছে।
• পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটি স্থাপিত হচ্ছে আসামে।
• অসমে ভারতের বৃহত্তম সেতু ধুবরি ফুলবাড়ী সেতু তৈরি হতে চলেছে।
• সম্প্রতি অসম প্রথম ডিজিটাল বন্যা রিপোর্ট পদ্ধতি চালু করলো
• অসমের প্রথম মহিলা অর্থমন্ত্রী Ajanta Niyog
• অক্সিজেন প্ল্যান্ট গুলিকে বিনা মুল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো অসম
• ভারতের সবথেকে বড়ো নদী রোপোয়ে অসমের গুয়াহাটি তে তৈরি হয়েছে।
• BANDICOOT নামে ম্যানহোল পরিস্কার করার রোবট রয়েছে গুয়াহাটি তে যেটি পুরো উত্তর পূর্ব ভারতে প্রথম।
• অসম সরকার বোরোল্যান্ড ডিপার্টমেন্ট স্থাপন করলো
• Gurdian Minister নিয়োগ করতে চলেছে অসম
• মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করলো
• সম্প্রতি আসামের Raimona সংরক্ষিত বনভূমি কে জাতীয় উদ্যান এর আক্ষা দেওয়া হলো
• Dheing Patkai রাজ্যের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো
• আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।
• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
• Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

7. সম্প্রতি কত গুলি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো?

a) ৫টি
b) ৩টি
c) ৪টি
d) ৭টি

• এর মধ্যে দুটি গুজরাটের। সেগুলি হলো থল এবং ওয়াধওয়ানা আর বাকি দুটি হরিয়ানার সুলতানপুর এবং ভিন্দাবাস। ভারতে এই নিয়ে মোট রামসার সাইট হলো 46 টি। এর ফলে গুজরাটে মোট তিনটি রামসার সাইট হলো। এবং এই দুটি হরিয়ানার প্রথম রামসার সাইট

• Ramsar Convention- 1971
• Total Ramsar Site: 46
• Maximum: UP, 8
• Largest: Sundarban
• WB: 2
• World Wetland Day: 2nd February
• Maximum in World: UK

8. Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য কোন ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি?

a) রিজার্ভ ব্যাঙ্ক
b) Axis Bank
c) IDFC First Bank
d) HDFC Bank

• এতে জিরো ব্যালেন্স স্যালারি অ্যাকাউন্ট, 5% পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট এ সুদ, এবং 46 লক্ষ টাকা পর্যন্ত বিনামুল্যে ইন্সুরেন্স কোভারেজ পাবে।

IDFC FIRST Bank
• CEO: V. Vaidyanathan (19 Dec 2018–)
• Headquarters: Mumbai
• Founded: October 2015


• সেনাবাহিনীর সেলারি একাউন্ট হ্যান্ডেল করার জন্য ইন্ডিয়ান আর্মির সঙ্গে টাই আপ করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক।
• করোনা মোকাবিলা করতে CO- JEET শুরু করলো ইন্ডিয়ান আর্মড ফোর্স
• ভারতীয় সেনা কে এমারজেন্সি ফান্ড ব্যাবহারে ছার দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
• 83 মহিলা সেনা কে মিলিটারি পুলিশের প্রথম ব্যাচে নিয়োগ করা হলো
• অক্সিজেন পুনর্নবীকরণ সিস্টেম তৈরি করল ভারতীয় নেভি
• Ashrita V. Oleti ভারতের প্রথম এবং একমাত্র মহিলা flight test engineer
• Deputy Chief of Naval staff রনভিত সিং নিযুক্ত হলেন
• Operation Samudrasetu চালু করেছিলো ভারতীয় নেভি।
• 2021 এর ফ্লিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ জাহাজ এর পুরষ্কার পেলো INS Sahyadri
• সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি তে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS Vikrant 2022 সালে চালু হবে

ভারতের গুরুত্বপূর্ণ নৌ মহরা
• মালাবার- জাপান, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা
• ইন্দ্র- রাশিয়া
• কোঙ্কণ- ব্রিটিশ যুক্তরাজ্য
• বরুণ- ফ্রান্স
• নাসিম আল বাহার- ওমান
• সায়োগ (Shayog)- ভিয়েতনাম
• সিম্বেক্স (SIMBEX)- সিঙ্গাপুর
• IMCOR- মায়ানমার

9. সম্প্রতি প্রয়াত চিন্ময় চ্যাটার্জি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

a) কাবাডি
b) হকি
c) ফুটবল
d) ক্রিকেট

• মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ইনি ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার ছিলেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামডানের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন।

10. ভারতের ৬৯তম গ্র্যান্ড মাস্টার হলেন কে?

a) নিহাল সারিন
b) অভিমন্যু মিশ্র
c) হার্শিত রাজা
d) বিজয় খন্দকার

• ২০ বছর বয়সী পুনের বাসিন্দা ভারতের ৬৯ তম গ্র্যান্ড মাস্টার হলেন।

• প্রথম গ্র্যান্ড মাস্টার- বিশ্বনাথ আনন্দ
• প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার- Subbaraman Vijayalakshmi
• প্রথম বাঙালি গ্র্যান্ড মাস্টার- দিব্যেন্দু বড়ুয়া
• কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার- ডি গুকেশ

 

Share with your friends

Leave a Comment