20-23rd September 2021 Current Affairs In Bengali | 20-23rd সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

20-23rd September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 20-23rd September 2021 Current Affairs PDF:

Download 20-23rd September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

20-23rd September 2021 Current Affairs in Bengali:

  1. স্পেস এক্স কতজন মানুষ কে ট্যুরিজম মিশনের আওতায় মহাকাশে পাঠালো?

a) তিন
b) চার
c) পাঁচ
d) ছয়

• Falacon 9 রকেটের সাহায্যে এদের পৃথিবীর কক্ষপথে পাঠানো হলো। এটি স্পেস এক্স এর প্রথম পর্যটক মিশন।

• মঙ্গলে পৌঁছালো নাসার পারসেভারেন্স রোভার।
• মহাকাশে বিশ্বের প্রথম অসামরিক মিশনের পরিকল্পনা করলো স্পেস এক্স।
• 143 টি উপগ্রহ একবারে উৎক্ষেপণ করে বিশ্বরেকর্ড তৈরি করল স্পেস এক্স।
• সম্প্রতি Bill Nelson NASA প্রধান হলেন
• নাসার পার্কার সোলার প্রোব শুক্র গ্রহের প্রাকৃতিক সংকেত প্রাপ্ত করলো
• সম্প্রতি Space-X Starship রকেট প্রথমবারের জন্য সফলভাবে অবতরন করালো
• সম্প্রতি NASA পৃথিবীর সবথেকে বড়ো এবং শক্তিশালী টেলিস্কোপ তৈরী করলো। যার নাম James Webb Space Telescope
• Nasa 2023 সালে চাঁদে মোবাইল রোবট পাঠাচ্ছে জল খোঁজার উদ্দেশ্যে। এর নাম variable polar exploration rover research
• NASA সম্প্রতি দুটি নতুন মিশন ঘোষণা করলো শুক্র গ্রহের উদ্দেশ্যে। এই দুটির নাম Davinci এবং Veritas.
• সম্প্রতি খবরে আছে NEOWISE টেলিস্কোপ। এটি নাসার টেলিস্কোপ
• নাসার Hubble Space Telescope সম্প্রতি বৃহস্পতির Ganimed উপগ্রহ যেটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ শেখানে প্রথম জ্বলিয় বাস্পের সন্ধান পেয়েছে।

USA:
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington

SpaceX
• Founder: Elon Musk
• Founded: 6 May 2002
• CEO: Elon Musk (2002–)
• Headquarters: Hawthorne, California, United States

  1. Holocaust এ মৃত ডাচ দের জন্য National Holocaust Memorial তৈরি করলো কোন দেশ?

a) Belgium
b) Netherland
c) Israel
d) Germany

• 102163 মৃত ডাচ দের জন্য এটি নির্মাণ করা হলো। রাজধানী Amsterdam এ এটি নির্মাণ করা হলো।

• বজ্র জল থেকে শক্তি উৎপাদনের জন্য নেদারল্যান্ডস সঙ্গে MoU স্বাক্ষর করলো ভারত
• করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিত করার জন্য মৌমাছি দের প্রশিক্ষণ দিচ্ছে নেদারল্যান্ড
• সম্প্রতি Tata Consultancy Services নেদারল্যান্ড এ Coinnovation and advanced research centre স্থাপন করতে চলেছে
• পৃথিবীর প্রথম 3D Printed ষ্টীলের ব্রিজ নির্মাণ করলো নেদারল্যান্ড
• টি-২০ ক্রিকেটে ৭টি উইকেট নেওয়া প্রথম মহিলা ক্রিকেটার Frederique Overdijk. ইনি নেদারল্যান্ডের ক্রিকেটার।

Netherland:
• Capital: Amsterdam
• Currency: Euro
• prime minister: Mark Rutte

  1. কোন দেশের সরকারি ভাষা থেকে উজবেক ভাষা সরিয়ে ফেলা হলো?

a) Afghanistan
b) Pakistan
c) Uzbekistan
d) Russia

• তালিবান রা ক্ষমতা দখলের পর তারা তিনটি র বদলে দুটি ভাষা কে সরকারি ভাষা বলে ঘোষণা করলো। সেগুলি হলো Pashto এবং Dari.

• কাবুল নদীতে Sahoot ড্যাম নিয়ে চুক্তি বদ্ধ হয়েছে ভারত এবং আফগানিস্তান
• আফগানিস্তানের নতুন নাম Islamic Emirates of Afghanistan
• ভারত আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক দের উদ্ধার করার জন্য যে মিশন চালু করেছে তার নাম Operation Devi Shakti
• Mullah Hebatullah Akhundzada সুপ্রিম লিডার হিসাবে ঘোষিত হলেন

Afghanistan:
• Capital: Kabul
• Currency: Afghan afghani
• Supreme Leader: Mullah Hebatullah Akhundzada
• Prime Minister: Mohammad Hassan Akhund
• Longest river: Helmand River
• Highest Peak: Mount Tirich Mir
• Parliament: National Assembly
• Border Length-106 km
• National Sports: Buzkashi

  1. প্রত্যন্ত অঞ্চলের শিশু দের জন্য কোন মিশন লঞ্চ করলো ভারতীয় রেল?

a) Rail Kaushal Vikas Yojana
b) Kisan Rail Yojana
c) Rail Atmanirbhar
d) Swachh Rail Yojana

• 17 সেপ্টেম্বার এটি চালু করলো ভারতীয় রেল। এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলের 50000 যুবক যুবতী কে স্কিল ট্রেনিং দেওয়া হবে। স্বাধীনতার অমৃত মহোৎসব এবং আত্ম নির্ভর ভারতের অংশ এটি।

• ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
• ভারতীয় রেল frait বিজনেস ডেভলপমেন্ট পোর্টাল চালু করল।
• বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
• বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
• শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
• 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
• ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
• অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
• ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• হলদিবাড়ি- চিলাহাটি রেল লিঙ্ক সার্ভিস শুরু হলো ভারত-বাংলাদেশ দেশের মধ্যে
• সারা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী
• সম্প্রতি FSSAI চণ্ডীগড় রেলস্টেশন কে 5 star Eat Right Starion সার্টিফিকেট দিলো। এই নিয়ে পাঁচটি রেল ষ্টেশন এই তকমা পেলো। বাকি চারটি হলো- Anand Bihar Terminal New Delhi, Chhatrapati Shivaji Terminus Mumbai, Mumbai Central Railway Station, Vododora Railway Station.

HQ of Indian railway
Central CST, Mumbai
Eastern Kolkata
East Central Hajipur
East Coast Bhubaneshwar
Northern New Delhi
North Central Allahabad
North Eastern Gorakhpur
North East Frontier Guwahati
North Western Jaipur
Southern Chennai
South Central Secunderabad
South Eastern Garden Reach, Kolkata
South East Central Bilaspur
South Western Hubli
Western Churchgate, Mumbai
West Central Jabalpur
Metro Rail Kolkata
South Coast Vishakhapatnam

• Indian Railway Chairman- Sunnet Sharma
• Total Railway Division- 70
• First Kissan Rail- Maharashtra- Bihar
• 100th Kisan Rail- Sangola- Shalimar
• Largest railway network- USA ( India 4th )
• Longest Train root in india- Dibrugarh- Kanyakumari
• 1St railway zone fully electrified- West Central Railway

  1. iRASTE প্রোজেক্ট লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) Narendra Modi
b) Amit Shah
c) Nitin Gadkari
d) Dharmendra Pradhan

• মহারাষ্ট্রের নাগপুর থেকে এটি লঞ্চ করেলন। সরক দুর্ঘটনা কমানোর জন্য এটি লঞ্চ করা হলো। এতে সাহায্য করেছে Intel, Inai, IIT-Hyderabad, Central Road Research Institute এবং Mahindra and Mahindra.

  1. Global Trae Outlook report অনুযায়ী ভারত কত সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানি কারক দেশ হতে চলেছে?

a) 2028
b) 2037
c) 2050
d) 2059

• বর্তমানে ভারত অষ্টম স্থানে আছে। প্রথমে আছে চীন এবং দ্বিতীয় স্থানে আছে অ্যামেরিকা। রপ্তানি তে ভারতের স্থান দশম।

  1. Drive an Initiative ক্যাম্পেন চালু করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক?

a) Ministry of Education
b) Ministry of road transport
c) Ministry of law and Justice
d) Ministry of Cooperation

• এর আরেক নাম Ek Pahal Drive. এতে মানুষ কে বাড়ি বাড়ি গিয়ে কেস রেজিস্টার করতে উৎসাহিত করা হবে।

Ministry of law and Justice
• Jurisdiction: Government of India
• Formed: 1833; 188 years ago
• Officeholders: S. P. Singh Baghel (Minister of State), Kiren Rijiju (Union Minister)

• CoWin Global Conclave এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
• মৎস চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার Fish SETU অ্যাপলিকেশন চালু করলো
• ভারতীয় সেনার পেনশন ভোক্তাদের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রক SPARSH নামে একটি ওয়েব বেস সিস্টেম তৈরি করলো
• ভারত 2023-24 সালের মধ্যে পেট্রলে 20 শতাংশ ইথানল মেশানোর লক্ষ মাত্রা নিয়েছে
• কৃষকদের সঠিক সময়ে তথ্য প্রদান করার জন্য কেন্দ্র সরকার কিষাণ সারথী ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো
• Nadi ko jano অ্যাপলিকেশন এর উদ্বোধন করলো Dharmendra Pradhan
• সম্প্রতি কেন্দ্রীয় সরকার National Institute of Food Technology Entrepreneurship and Management and Indian Institute of Food Processing Technology কে Institutions of National Importance এর তকমা দিয়েছে
• ভারতের কেন্দ্রীয় সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে
• Structured Assessment for Analysis Learning (SAFAL) চালু করলেন নরেন্দ্র মোদী
• সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী e-Rupi চালু করলেন। এটি ডেভলপ করেছে National Payment Corporation of India
• সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে 500 মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে
• জেলের সমস্ত নথি কম্পিউটারাজাইড করার জন্য e-Prisons প্রকল্প চালু করা হলো
• 2021 সালের স্বাধীনতা দিবস উদযাপনের থিম Nation First, Always The First
• UNSC Debate এ নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করলেন
• 2021 সালের Internet Governance Forum আয়োজন করবে ভারত
• ১৪ই আগস্ট Partition Horrors Remembrance Day হিসাবে পালন করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী
• ভারতের প্রথম cattle genomi chip এর উদ্বোধন করলেন জিতেন্দ্র সিং
• কেন্দ্র সরকার 2022 সালের মধ্যে একবার ব্যাবহার যোগ্য প্লাস্টিক সম্পূর্ণ রুপে বন্ধ করার পরিকল্পনা করছে
• Son Chiraiya লঞ্চ করলো Ministry of Housing and Urban Affairs
• National Monetization Pipeline লঞ্চ করলেন নির্মলা সিতারমন
• 29 আগস্ট ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন Anurag Thakur
• IndiaSize নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো Ministry of Textiles
• Cisco এর সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog
• International Climate Summit 2020-21 আয়োজন করলো ভারত

  1. ভারতের কোন রাজ্যে Software Technology Park of India Centre এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর?

a) সিকিম
b) নাগাল্যান্ড
c) আসাম
d) পশ্চিমবঙ্গ

• ইনি ভারতের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী। নাগাল্যান্ডের কোহিমা তে এর উদ্বোধন করলেন।

• প্রথমবারের জন্য নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সংগীত গাওয়া হলো।
• নাগাল্যান্ড এ ডিমাপুর এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস লঞ্চ করা হলো।
• সম্প্রতি নাগাল্যান্ড রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত Raja Chilli প্রথমবারের জন্য লন্ডনে পাঠানো হলো।
• বন ধন বিকাশ যোজনা তে সাতটি পুরষ্কার জিতলো নাগাল্যান্ড
• 2030 সালের মধ্যে শিক্ষা হার 100 % করার লক্ষমাত্রা নিয়েছে নাগাল্যান্ড

Nagaland:
• Capital: Kohima
• CM; Neiphiu Rio
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Intanki
• Dance form:Rengma, Udoho, Zeliang, Changlo, Changsang, Melophita, Angushu Kighilhe, Monyu Asho
• Festival: Hornbil, Aoleang, Ngada, Hega, Moatsu, Sekrenyi, Tsokum.

  1. কোন রাজ্যের Sirrakhong Chilli এবং Tamenglong Orange জিআই ট্যাগ পেলো?

a) আসাম
b) মনিপুর
c) অরুণাচল প্রদেশ
d) সিকিম

• মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ঘোষণা করলেন।

• মনিপুর সরকার Loumi Connect অ্যাপ চালু করলো।
• মনিপুর সরকার বন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে COSFOM ওয়েবসাইট চালু করল।
• বন ধণ বিকাশ যোজনার জন্য মডেল রাজ্য হিসাবে চয়ন করা হল
• MOMA Market নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• সম্প্রতি মনিপুর MHIM (Manipur Home Isolation Management) মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• সম্প্রতি কেন্দ্রীয় সরক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি 16 টি ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্টের সিলান্যাস করলেন মনিপুরে
• Mirabai Chanu কোন ASP (Sports) হতে চলেছেন
• মুখ্যমন্ত্রী COVID-19 Affected Livelihood Assistance Scheme চালু করলো মনিপুর

Manipur:
• Capital: Imphal
• Formation Date: 21 January 1972
• LS: 2 RS:1
• CM; N. Biren Singh
• Governor: La Ganesan
• High court: Manipur High Court
• National Park: Keibul- Lamjao in Loktak Lake
• Dance form: Nupala, Dhol Cholom, Maibi, Thangta, Khamba Thoibi
• Festival: Lai haroba, Lui Nagai Ni, Sangai, Sliruilili, Chumpha
• Ramsar Site: Loktak lake

  1. সম্প্রতি খবরে থাকা Petropole সীমান্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

a) নদিয়া
b) উত্তর চব্বিশ পরগনা
c) দক্ষিণ চব্বিশ পরগনা
d) মুর্শিদাবাদ

• এখানে একটি নতুন প্যাসেঞ্জার টার্মিনাল চালু করা হলো। ভারত এবং বাংলাদেশের সংযোগ আরো দৃঢ় করার জন্য এটি চালু করা হলো। এটি ভারতের বৃহত্তম ল্যান্ড পোর্ট।

• স্মল সেভিংস স্কিম গুলিতে সর্বাধিক দানকারী রাজ্য পশ্চিমবঙ্গ
• সম্প্রতি পশ্চিমবঙ্গ কে 9162 কোটি টাকার আর্থিক সহায়তা করলো National Bank for Agriculture and Rural Development
• রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের United Co-op Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
• লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ
• পশ্চিমবঙ্গের মুখ্য সচীব হলেন Hari Krishna Dwivedi
• আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর Chief Advisor হলেন।
• পশ্চিমবঙ্গ সরকার Student Credit Card Scheme চালু করলো
• Ease of doing Business এর জন্য 4টি স্কচ পুরষ্কার পেলো পশ্চিমবঙ্গ।
• কোলকাতা শহরে তাদের প্রথম CNG বাস সার্ভিস চালু হলো
• ১৩০তম ডুরান্ড কাপ কলকাতায় অনুষ্ঠিত হবে
• পশ্চিমবঙ্গের মালদা থেকে সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন Hariswamy Das
• পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সৌমেন্দ্র নাথ মুখার্জি
West Bengal:
• Capital: Kolkata
• LS:42 RS:16
• CM; Mamata Banerjee
• Governor: Jagdeep Dhankar
• High court: Calcutta High Court
• National Park: Sunderban, Neora Valley, Singalila, Buxa,Garumara, Jaldapara.
• Dance form: Baul, Gambhira, Dhunachu, Jhumair, Domni
• Ramsar Site: Sunderban Wetland, East Kolkata Wetlands
• World Heritage Site: Sundarbans National Park

  1. কে সম্প্রতি উত্তর প্রদেশ মাত্রু ভূমি যোজনা চালু করলেন?

a) নরেন্দ্র মোদী
b) যোগী আদিত্যনাথ
c) আনন্দিবেন প্যাটেল
d) কেশব প্রসাদ মৌর্য

• এতে কোন প্রোজেক্টের 50 শতাংশ রাজ্য সরকার খরচ বহন করবে এবং বাকি রাজ্যের ইচ্ছুক মানুষ।

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলে বারানসিতে
• ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
• কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
• ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।
• সম্প্রতি ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের Mahoba থেকে Ujjwala 2.0 এর সূচনা করলেন
• উত্তর প্রদেশ Kakori Kand এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো
• অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া রামায়ন কনফারেন্সের উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ
• ২০৩২ অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিলো উত্তরপ্রদেশ
• গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল এলাহাবাদ হাইকোর্ট
• রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ব বিদ্যালয়ের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের আলিগরে এটি স্থাপিত হতে চলেছে।
Uttar Pradesh:
• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. Cooper Mashir মাছ কে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য?

a) সিকিম
b) আসাম
c) বিহার
d) রাজস্থান

• এর স্থানিয় নাম কেটলে। এটি 1992 সাল থেকে Endangered ক্যাটাগরির মাছ।

• বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য Auro মাসিক স্কলারশিপ চালু করলো সিকিম
• প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র দের মোট 50 লক্ষ টাকা প্রদান করা হবে যদি তাদের অ্যাকাডেমিক কেরিয়ার ঠিক থাকে।
• 2022 সালের মধ্যে সমস্ত পরিবার কে ট্যাপ ওয়াটার কানেকশন দেবে সিকিম
• সম্প্রতি ভারতীয় সেনা সিকিম এ প্রথম গ্রিন সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চলেছে

Sikkim:
• Capital: Gangtok
• LS: 1 RS:1
• Last Ruller: Palden Thondup Namgyal
• State hood: 16th May, 1975 (22nd)
• CM; Prem Singh Tamang
• Governor: Ganga Prasad
• High court: Sikkim High Court
• National Park: Khangchendzonga National Park
• Festival: Saga Dawa, Drupka Teshi, Phang Lhabsol, Bhumchu, Losoong
• World Heritage Site: Khangchendzonga(Kangchenjunga) National Park

  1. Charanjeet Sing Channi কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন?

a) গুজরাট
b) হরিয়ানা
c) হিমাচল প্রদেশ
d) পাঞ্জাব

• ইনি পাঞ্জাবের 16 তম মুখ্যমন্ত্রী। প্রথম দলিত মুখ্যমন্ত্রী ও ইনি। অমরিন্দর সিং ইস্তফা দেওয়ার পর ইনি মুখ্যমন্ত্রী পদে এলেন। এর সঙ্গে দুজন উপ মুখ্যমন্ত্রী হলেন OP Soni, Sukhjinder Singh Randhawa

• সম্প্রতি মালেরকোটলা পাঞ্জাব এর 23 তম জেলা হলো
• ভারতের প্রথম রাজ্য পাঞ্জাব বিশ্ব COVAX জোট এ যোগদান করলো
• Covid Fateh প্রোগ্রাম চালু করলো পাঞ্জাব
• কনস্ট্রাকশন কর্মীদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো পাঞ্জাব
• মোহালি হকি স্টেডিয়ামের নাম বদলে পাঞ্জাব সরকার বলবির সিং সিনিয়র স্টেডিয়াম রাখলো।
• Punjab Kings আইপিএল ফ্র্যাঞ্চাইজি Project Sah চালু করলো
• Udaan প্রকল্প চালু করলো পাঞ্জাব
• Mera Kaam Mera Maan স্কিম লঞ্চ করলো পাঞ্জাব
• Public Private partnership innovation mission চালু করলো পাঞ্জাব
• ভারতের উচ্চতম air purifier এর উদ্বোধনহলো চণ্ডীগড় এ। এর উচ্চতা 24 মিটার।
• পাঞ্জাবের প্রথম ব্রেস্ট মিল্ক পাম্প ব্যাংক লুধিয়ানাতে চালু হলো

Punjab:
• Capital: Chandigarh
• Foundation day: 1st Nov 1966
• LS: 13 RS: 7
• CM; Captain Charanjeet Sing Channi
• Governor: Banwari Lal Purohit
• High court: Punjab and Haryana High Court
• Dance form: Gatka, Vangra, Giddha, Sammi, Kikli, Teeyan
• Festival: Baisakhi, Hola Mohalla, Lohri, Gurupurab
• Ramsar Site: Beas Conservation Reserve, Harike Wetlands, Kanjli Wetland, Keshopur-Miani Community Reserve, Nangal Wildlife Sanctuary
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম ইউরো গ্রীন বন্ড ইস্যু করলো?

a) NTPC Limited
b) Power Finance Corporation
c) Power Grid Corporation
d) BHEL

• ভারতের প্রথম নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানি হিসেবে ইউরো ইস্যু করলো এরা। 7 বছরের জন্য 300 মিলিয়ন ইউরো বন্ড ইস্যু করলো।

Power Finance Corporation
• Headquarters: New Delhi
• Owner: Government of India (52.63%)
• Founded: 16 July 1986
• Key people: Ravinder Singh Dhillon,(Chairman & MD)

• অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো Xiaomi
• অ্যামেরিকান রিডিং প্ল্যাটফর্ম Epic কে কিনে নিলো Byju’s
• ভারতে 5G নেটওয়ার্ক সম্প্রচারের জন্য এয়ারটেল Intel কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হলো
• AI For All উদ্যোগের জন্য ভারতের শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই ইন্টেল এর সঙ্গে চুক্তি বদ্ধ হলো
• ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে ৩ ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো HCL Technologies
• সম্প্রতি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ Tiktok
• এজেন্টদের জন্য ANANDA নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো LIC
• Stay in Play’ ক্যাম্পেইনের জন্য মীরা বাই চানু কে নিযুক্ত করলো Adidas কোম্পানী
• ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করলো Amazon
• IOCL কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার
• ‘Pulse’ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো Phonepe
• ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ক্রুজ লাইনার চালু করলো IRCTC

  1. 2021 সালের 17 সেপ্টেম্বার থেকে Ease of Doing Business Report বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটি বার করে কোন সংস্থা?

a) World Bank
b) IMF
c) Asian Development Bank
d) New Development Bank

• এই রিপোর্টে চীনের স্থান যাতে ভালো হয় তার জন্য 2017 সালে চীন বিভিন্ন ভাবে কিছু ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করেছিলো। তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

World Bank
• Headquarters: Washington, D.C., United States
• President: David Malpass
• Founded: July 1944, Bretton Woods, New Hampshire, United States

• UN এর হিসাব অনুসারে ভারত 2027 সালের মধ্যে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হতে চলেছে
• বিশ্ব পরিবেশ দিবসের দিন ভারতীয় বালি শিল্পী Sudarsan Pattnaik এর প্রশংসা করলো United Nation Environment Program
• সম্প্রতি ভারত 3 বছরের জন্য UN Economic and Social Council এর সদস্য নির্বাচিত হলো
• I-Familia নামে ডেটাবেস চালু করলো Interpole
• UN প্রথম বারের জন্য Proposal on Vision গ্রহণ করলো
• UNICEF এর EVAC ক্যাম্পেনের জন্য আয়ুস্মান খুরানা কে অ্যাডভোকেট নিযুক্ত করা হলো
• SAGO’ নামে অ্যাডভাইসরী গ্রুপ গঠন করলো WHO. এর পুরো কথা Scientific Advisory Group for Origin of Novel Pathogen.

  1. সম্প্রতি 2022 শীতকালীন অলিম্পিকের মোটো ঘোষণা করা হলো। এটি কোন শহরে অনুষ্ঠিত হবে?

a) টোকিও
b) ব্রিসবেন
c) লে
d) বেজিং

• এর মোটো হলো Together for a Shared Futute. 2022 সালের ফেব্রুয়ারি মাসে এটি অনুষ্ঠিত হবে।

• এশিয়ান বক্সিং চাম্পিয়ান্সিপ 2021 অনুষ্ঠিত হবে ইউএই তে।
• 2021 বিশ্ব বক্সিং প্রতিযোগিতা সার্বিয়াতে অনুষ্ঠিত হবে
• মহিলা রাগবি বিস্বকাপ 2022 নিউজিল্যান্ড এ অনুষ্ঠিত হবে
• এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা- শ্রীলঙ্কা
• ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ যেটি সম্প্রতি 2021 থেকে পিছিয়ে 2022 এ অনুষ্ঠিত হবে- ভারত
• 2022 সালের মহিলা এএফসি এশিয়া মুম্বাইএবং পুনে শহরে অনুষ্ঠিত হবে
• 2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে
• ১৩০তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়

Winter Olympic
• 1st – 1924 (france)
• 2022- Bejing
• 2018- Korea ( Peyong Chang)

International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France

  1. কে 2021 সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়ন হলেন?

a) Aditya Mehta
b) Jiv Milkha Sing
c) Pankaj Advani
d) Alok Kumar

• ইরানের Amir Sarkhosh কে পরাজিত করে তিনি জিতলেন।

• পোল্যান্ড র‍্যাঙ্কিং সিরিজ এ স্বর্ণ পদক জিতলেন কুস্তিগির Vinesh Phogat.
• দাবার Gelfund Challenge পুরষ্কার জিতলো D. Gukesh
• সম্প্রতি দীপিকা কুমারী তীরন্দাজি বিশ্বকাপে একি দিনে তিনটি স্বর্ণ পদক পেলেন।
• Sparkassen Trophy চ্যাম্পিয়ন হলেন ভারতের শ্রেষ্ঠ দাবা খেলোয়ার বিশ্বনাথ আনন্দ
• ভারতের জুনিয়র কুস্তিগির প্রিয়া মালিক Cadet World Championship এ সোনার পদক জিতলেন
• জাতীয় মহিলা অনলাইন দাবা প্রতিযোগিতা জিতলেন Vantika Agarwal
• 19th Spilimbergo Open Chess Tournament জিতলো রৌনক সদ্বানী
• ভারতীয় বক্সার Rohit Chamoli এবং Bharat Jun এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন
• Barcelona Open দাবা প্রতিযোগিতা জিতলেন SP Sethurman

  1. সম্প্রতি খবরে থাকা R Raja Ritwik কোন খেলার সঙ্গে যুক্ত?

a) দাবা
b) হকি
c) ফুটবল
d) গলফ

• ইনি ভারতের 70 তম গ্র্যান্ড মাস্টার হলেন। এনার বয়স 17 বছর।

• রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার রাখা হলো
• ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 7 August Javelin Throw Day হিসেবে ঘোষিত করলো
• ভারতের ৬৯তম গ্র্যান্ড মাস্টার হলেন হার্শিত রাজা
• Princepal Sing প্রথম ভারতীয় যিনি NBA চাম্পিয়ন দলের সদস্য। তার দল Sacramento Kings 2021 সামার লীগ ট্রফি জিতলো।
• আন্তর্জাতিক ফুটবলে সর্বচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো
• International Olympic Committee উত্তর কোরিয়া কে বেজিং শীত কালীন অলিম্পিক থেকে ব্যান করে দিলো

  1. কোন ভারতীয় সংবাদ সংস্থা 2021 সালের Free Media Pioneer পুরষ্কার জিতলো?

a) The Wire
b) The Print
c) NDTV
d) WION

• এটি প্রদান করা হয় আন্তর্জাতিক প্রেস ইন্সটিটিউট এর দ্বারা যার সদর দপ্তর ভিয়েনা তে অবস্থিত। এটি 1996 সাল থেকে প্রদান করা হয়।

• The World Book of Records দ্বারা প্রদত্ত সার্টিফিকেট অফ কমিট্মেন্ট পুরষ্কার জিতলেন Khayti Narwane
• Hurun Research and Edelgive Foundation Report অনুযায়ী বিংশ শতাব্দীতে বিশ্বের সবথেকে পরোপকারী ব্যাক্তি কে Jamshedji Tata
• সম্প্রতি Commonwealth Points of Light Award দ্বারা সম্মানিত হলেন Syed Usman Azhar Maksisi
• 2021 সালের Bird Photographer of the Year পুরষ্কার জিতলেন Alejandro Prieto
• 2021 সালের Ramon Magsaysay পুরষ্কার প্রাপক 5 জন।
• এটি এশিয়ার নোবেল প্রাইজ নামে পরিচিত। এটি ছিলো এই পুরস্কারের 63 তম সংস্করণ। যে পাঁচজন পেলেন-

• Dr Firdausi Qadri- Bangladesh Vaccine Scientist
• Md Amjad Saqib-
• Roberto Ballon- Pakistan
• Steven Munsi-
• Watchdock- Indonesia

  1. সম্প্রতি কোন ভারতীয় ইউনাইটেড নেসন্স এর Sustainable Development Goal এর অ্যাডভোকেট নিযুক্ত হলেন?

a) Kailash Satyarthi
b) Pawan Goenka
c) Ratan Tata
d) Kaushik Basu

• UN Secretary General Antonio Guterres এনাকে নিযুক্ত করলেন। এনার সঙ্গে Valentina Munoz Rabnal, Brad Smith এবং Black Pink কেও নিযুক্ত করা হয়। কৈলাস সত্যারথি 2014 সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন।

UNO
• Established 24th October, 1945.
• 1st secretory general- Trygve lie.
• Current secretory general- António Guterres
• UN General Assembly, UN Secretariat, International Court of Justice, UN Security Council, UN Economic and Social Council, UN Trusteeship Council
• No of Member- 193. Last- South Sudan.
• Language- Arabic, Chinese, English, French, Russian and Spanish.
• Permanent nation- US, UK, Russia, China and France
• India had been elected as a non-permanent member of the UNSC in 1950, 1967, 1972, 1977, 1984, 1991 and 2011

  1. National Small Industries Corporation এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?

a) Alka Nangia Arora
b) GC Murmu
c) Satish Rarekh
d) Vartika Shukla

• ইনি বর্তমানে Micro, Small এবং Medium Enterprises এর জয়েন্ট সেক্রেটারি।

Broadcast Audience Research Council India এর সিইওNakul Chopra  
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকTek Chand  
ICICI Bank CEO  সন্দীপ বক্সি
Bharat Earth Movers Limited(BEML)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরঅমিত ব্যানার্জি
প্রথম ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Memberদর্জে আংচুক  
Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যানজে.বি মহাপাত্র  
রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেলড. পরাশরম পট্টভি কেশব  
Engineers India Ltd এর প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরBhartika Shukla  
Asian Organization of Supreme Audit Institutions এর অ্যাসেম্বলির স্পিকারG.C Murmu
ইনি Asian Federation of Advertising Association এর হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেনরমেশ নারায়ন
EXIM Bank ম্যানেজিং ডিরেক্টর  হার্শা ভূপেন্দ্র বাঙ্গারি
চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর BPCL  Arun Kumar Sing
National Commission for Minorities এর চেয়ারম্যানIqbal Singh Lalpura  
এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্টRandhir Sing  
Yahoo CEO Jim Lanzone
Indian National Space Promotion Authorization Centreপবন গোয়েঙ্কা  
  1. Transforming My Self and Other শিরোনামে কে বই রচনা করলেন?

a) Subrahmanyam Swami
b) Jhumpa Lahiri
c) Avtar Singh Bhasin
d) Ravi Shastri

• এখানে অনেক প্রবন্ধ রয়েছে। ইনি 1999 সালে Interpreter of Maldives রচনার জন্য পুলিতজার পুরষ্কার পেয়েছিলেন।

Famous Book of Jhumpa Lahiri-
• The Namesake
• Interpreter of Maldives
• Whereabouts
• The Lowland

  1. Shining Sikh Youth of India নামে কে বই প্রকাশ করলেন?

a) নরেন্দ্র মোদী
b) রাজনাথ সিং
c) ডঃ প্রভ্লিন সিং
d) অমিতাভ কান্ত

• বইটি কম্পাইল করেছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের Dr. Prabhlin Sing. গুরু তেগ বাহাদূর এর 400 তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই বইটি প্রকাশ করা হলো।

Jhumpa Lahiri‘Whereabouts’
Vineet Bajpai‘1857- The Sword of Mastann’
Hunter Biden (Son of US President Joe Biden)‘Beautiful Things’ A Memoir
Sangeet Paul Choudary‘Platform Scale: For A Post-Pandemic World’
Former Vice President Mohammad Hamid Ansari‘By Many a Happy Accident: Recollections of a Life’
Meghna Pant‘The Terrible, Horrible, Very Bad Good News’
Priyanka Chopra Jonas‘Unfinished’
Arun Kumar‘Indian Economy’s Greatest Crisis: impact of Coronavirus and the Raod Ahead’
Ramesh Kandula‘Maverick Messiah: A Political Biography of N T Rama Rao’
Justice A K Rajan‘Agriculture Acts 2020’
Shweta Taneja‘They Found What/They Made What?
Ram Madhav‘Because India Comes First’
Kabir Bedi‘Stories I Must Tell: The Journey of an Actor’
Olga Tokarczuk‘The Lost Soul’
Karan Puri‘#METOO’
Share with your friends

Leave a Comment