1st July 2021 Current Affairs In Bengali | 1st জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

1st July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 1st July 2021 Current Affairs PDF:

Download 1st July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

1st July 2021 Current Affairs in Bengali:

1st July 2021 Current Affairs

  1. সম্প্রতি বিশ্ব ব্যাংক ভারতের কোন রাজ্য কে 125 million $ এর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো?
    a) কেরালা
    b) মনিপুর
    c) পশ্চিমবঙ্গ
    d) বিহার

 প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের অবক্ষয় এবং বিভিন্ন রোগ এর বিরুদ্ধে মোকাবিলা করার জন্য এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো বিশ্ব ব্যাংক।

 2018 সালে কেরালায় ভারী বর্ষণের পর Pamba River Basin এ প্রায় 50 লক্ষ মানুষ কে গৃহ হীন করে। সেই সমস্যা থেকে উদ্ধার করতে এবং ভবিষ্যৎ এ কেরালা যাতে এরম সমস্যার মোকাবিলা করতে পারে তাঁর জন্য 14 বছরের জন্য এই লোণ দিলো বিশ্ব ব্যাংক।

World Bank
 President: David Malpass
 Headquarters: Washington, D.C., United States
 Parent organization: World Bank Group
 Founded: July 1944, Bretton Woods, New Hampshire, United States

IMF
 Managing Director: Kristalina Georgieva
 Headquarters: Washington, D.C., U.S
 Chief Economist: Gita Gopinath
 Main organ: Board of Governors
 Parent organization: United Nations
 Formation: 27 December 1945; 75 years ago

 এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
 ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
 কেরালা সরকার কেরালা নলেজ মিশন এবং ডিজিটাল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নামে দুটি প্রকল্প চালু করল।
 গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভাল 2021 আয়োজন করবে কেরল।
 Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
 কেরাল Crushing the Curve” নামে টীকা করন কর্মসূচী চালু করলো
 সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
 Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
 Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
 সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
 সম্প্রতি কেরালা তাদের লাইফ সায়েন্স পার্কে কোভিড 19 ভ্যাকসিন নির্মাণ কেন্দ্র স্থাপনের অনুমতি দিলো
 সম্প্রতি জনপ্রিয় হওয়া টুলু ভাষা মূলত কর্ণাটক, কেরালাবলা হয়ে থাকে
 সম্প্রতি কেরালাতে Stygarctus Keralensis নামে একটি নতুন প্রজাতি পাওয়া গেলো
 কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
 বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
Kerala:
 Capital: Thiruvananthapuram
 Formation Date: 1 November 1956
 LS:20 RS: 9
 CM; Pinarayi Vijayan
 Governor: Arif Mohammed Khan
 High court: Kerala High Court, Kochi
 National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola, Pambadum
 Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
 Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
 Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. ঝাড়খণ্ডের কোন শহরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্থাপন হতে চলেছে?
    a) ধানাবাদ
    b) দুমকা
    c) বোকারো
    d) হাজারীবাগ

 ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি স্থাপন করছে। বোকারো স্টিল প্ল্যান্ট এর জমিতে এটি স্থাপন হতে চলেছে। ঝাড়খণ্ডে এই নিয়ে তিনটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে। অপর দুটির একটি জামশেদপুর এবং অপরটি রাঁচি তে অবস্থিত।

Bokaro Steel Plant
 Estd- 1964
 Built with Soviet Union help.
 Merged With Steel Authority of India Limited

Steel Authority of India
 CEO: Soma Mondal
 Headquarters: New Delhi
 Founded: 19 January 1954

 ঝাড়খণ্ড সরকার কিষান ফসল রাহাত যোজনা চালু করল।
 ঝাড়খন্ড সরকার সমস্ত রকমের হুকা ব্যান করে দিলো।
 SAAMAR ক্যাম্পেন লঞ্চ করল
 স্বাস্থ্যকর্মীদের মাসে অতিরিক্ত বেতন দেওয়ার কথা ঘোষণা করল
 সম্প্রতি স্বাস্থ্য সুরখ্যা সপ্তাহ ঘোষণা করলো ঝারখন্ড
 সঞ্জীবনী ভেহিকেল অক্সিজেন ট্রাক চালু করলো ঝাড়খণ্ড
 Smart City mission প্রকল্প রূপায়ণে প্রথম স্থানে আছে ঝাড়খন্ড
 Amrit Vahini অ্যাপলিকেশন চালু করলো
Jharkhand:
 Capital: Ranchi
 Formation date 15 November 2000
 LS: 14 RS:6
 CM; Hemant Soren
 Governor: Draupadi Marmu
 High court: Jharkhand High Court
 National Park: Betla
 Dance form: Chau, Dumkanach, Sharul, Karma munda, Agni, Jhumar, Paika, Fagua.
 Festival: Sharul, Halpuniya, Karam, Bandana.

  1. Wickr ম্যাসেজিং প্ল্যাটফর্ম কে কোন কোম্পানি কিনে নিলো?
    a) গুগল
    b) অ্যামাজন
    c) ফেসবুক
    d) টুইটার
     Wickr বিশ্বের সবথেকে সুরক্ষিত ম্যাসেজিং প্ল্যাটফর্ম। অ্যামেরিকান অফিশিয়ালরা এটি ব্যাবহার করে থাকেন।

Amazon
 Designated CEO: Andy Jassy (5 Jul 2021–)
 CEO: Jeff Bezos
 Founder: Jeff Bezos
 Founded: 5 July 1994, Bellevue, Washington, United States

  1. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেললেন?
    a) Smriti Mandana
    b) Shafali Verma
    c) Virendra Sewag
    d) Ishant Sharma

 হরিয়ানার এই ক্রিকেটার 17 বছর 150 দিনে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এটি ছিলো স্মৃতি মান্দানার। কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বের মধ্যে এই রেকর্ড রয়েছে আফগানিস্তানের Mujeeb Ur Rahaman. পুরুষ ক্রিকেটার দের মধ্যে ইশান্ত শর্মা 19 বছর 152 দিনে এই রেকর্ড করেছিলেন।

Board of Control for Cricket in India
 Founded 1928
 Headquarters Wankhede Stadium
 Location Churchgate, Mumbai, Maharashtra, India
 President Sourav Ganguly
 Vice president(s) Rajeev Shukla
 Secretary Jay Shah

International Cricket Council
 Headquarters: Dubai, United Arab Emirates
 Founded: 15 June 1909
 Deputy Chairman: Imran Khwaja
 Chairman: Greg Barclay
 CEO: Manu Sawhney

  1. সম্প্রতি প্রকাশিত র‍্যাঙ্কিং অনুজায়ী ভারতের কত গুলি মেডিকেল কলেজ বিশ্বের প্রথম 100 তে স্থান পেয়েছে?
    a) 6
    b) 10
    c) 5
    d) 15

 এগুলি হলো AAIMS Delhi The All India Institute of Medical Sciences in Delhi has bagged 23rd position, while AFMC Pune has bagged 34th rank, followed by CMC Vellore (49), JIPMER Pondicherry (59), Medical College Chennai (64), and IMS BHU Varanasi (72).

  1. সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়ার গ্রিভ্যান্স অফিসার পদত্যাগ করলেন?
    a) ফেসবুক
    b) টুইটার
    c) গুগল
    d) হোয়্যাটস অ্যাপ

 Dharmendra Chatur এই পদ ত্যাগ করলেন তাঁর বদলে Jermy Kessel যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তাকে এই পদে নিযুক্ত করা হলো।

Twitter
 CEO: Jack Dorsey (30 Sep 2015–) Trending
 Founded: 21 March 2006, San Francisco, California, United States
 Headquarters: San Francisco, California, United States
 Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass

  1. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী করোনা মহামারির বিরুদ্ধে 628993 কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করলেন?
    a) নির্মলা সিতারমন
    b) নরেন্দ্র মোদী
    c) অমিত শাহ
    d) রবিসঙ্কর প্রসাদ

 ইনি বর্তমানে ভারতের অর্থমন্ত্রী। 8 টি নতুন প্রকল্প ঘোষণা করলেন স্বাস্থ্য এবং পর্যটন সেক্টর কে মাথায় রেখে।

  1. 2021 সালের পুরুষ টি 20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
    a) ভারত
    b) নিউজিল্যান্ড
    c) সংযুক্ত আরব আমেরসাহি
    d) শ্রীলঙ্কা

 অক্টোবার এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ইউএই ছারাও ওমান এ কিছু খেলা হবে। করোনার কারনে সরে গেলো ভারত থেকে।

ICC Men’s T20 World Cup
 Current champion: West Indies (2nd title)
 First edition: 2007
 Most successful: West Indies (2 titles)
 Most runs: Mahela Jayawardene (1016)
 Most wickets: Shahid Afridi (39)

 মঙ্গলের কক্ষপথে পৌঁছালো সংযুক্ত আরব আমিরশাহির এয়ারক্রাফট HoPe।
 Nora Almatrooshi দেশের প্রথম মহিলা মহাকাশচারী হতে চলেছে।
 Mohamed al Khaja ইজরায়েল এ UAE এর প্রথম রাষ্ট্রদূত।
 সম্প্রতি ভারতের Yusuff ali Ma UAE তে সর্বচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন?
 2022 সালে চাঁদে রশিদ নামে রোভার পাঠাবে সংযুক্ত আরব আমিরসাহি
 বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
 এশিয়ান বক্সিং চাম্পিয়ান্সিপ 2021 ইউএই তে অনুষ্ঠিত হবে
 সংযুক্ত আরব আমিরশাহী বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত কে গোল্ডেন ভিসা প্রদান করলো
 IPL 2021 এর বাকি ম্যাচ গুলো ইউএইতে অনুষ্ঠিত হবে

 UAE- Total 7 Emirates
 Capital- Abu dhabi
 Currency- Dirham
 Parliament- Federal National Council
 President- Khalifa bin Zayed Al Nahyan

  1. সম্প্রতি কোন ভারতীয় 2021 সালের Fukuoka পুরষ্কার পেলেন?
    a) P. Sainath
    b) V.K Yadav
    c) Biswajeet Chatterjee
    d) Shinzo Abe

 ইনি একজন সাংবাদিক। 2007 সালে Raman Magsaysay পুরষ্কার পেয়েছিলেন। ইনি Everybody loves a good drought নামে বই রচনা করেছেন। ইনি বাদে জাপানের Kishimoto Mio এবং থাইল্যান্ড এর Prabda Yoon এই পুরষ্কার পেয়েছেন।

  1. ক্রোয়েশিয়া তে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণ পদক পেলেন Rahi Sarnobat. ইনি কোন বিভাগে পেয়েছেন?
    a) 10 মিটার পিস্তল
    b) 15 মিটার পিস্তল
    c) 25 মিটার পিস্তল
    d) 50 মিটার পিস্তল

 ক্রোয়েশিয়ার Osijek শহরে অনুষ্ঠিত হচ্ছে, সৌরভ চৌধুরী 10 মি এ ব্রোঞ্জ জিতেছেন।

International Shooting Sport Federation
 HQ: Munich, Germany
 Founded: 1907
 President: Vladimir Lisin

National Rifle Association of India
 Founded: 1951
 President: Raninder Singh
 Profiles

Share with your friends

Leave a Comment