19th July 2021 Current Affairs In Bengali | 19th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

19th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 19th July 2021 Current Affairs PDF:

Download 19th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

19th July 2021 Current Affairs in Bengali:

  1. Coking coal এ সহযোগিতার জন্য কোন দেশের সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত সরকার?

a) ব্রাজিল
b) চীন
c) রাশিয়া
d) জাপান

 কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ এই ব্যাপারে অনুমোদন দিয়েছে। Coking coal স্টিল তৈরি তে ব্যাবহার করা হয়। এর ফলে স্টিলের দাম কমবে।

 বিশ্বের প্রথম পশুদের জন্য করণা ভ্যাকসিন আনল রাশিয়া যার নাম Carnivac
 রাশিয়া প্রথম দেশ হিসেবে করণা ভ্যাকসিন এনেছিল যার নাম ছিল স্পুটনিক’ 5
 চীনের সঙ্গে লুনার স্পেস প্রোগ্রাম চালু করলো।
 সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাশিয়ার কোভিড 19 ভ্যাক্সিন ব্যাবহার করার অনুমতি দিয়েছে
 লুনা 25 চন্দ্র ল্যান্ডার মিশন রাশিয়া এবছরের অক্টবার মাসে লঞ্চ করবে
 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে রাশিয়া
 সম্প্রতি রাশিয়া স্পুটনিক লাইট নামে সিঙ্গেল ডোজ এর করোনা ভ্যাক্সিন তৈরি করেছে
 রাশিয়া চীনের সঙ্গে যৌথ ভাবে তাঁদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট তরী করছে

Russia:
 President: Vladimir Putin
 Capital: Moscow
 Currency: Russian ruble
 Parliament- Duma

  1. স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য কোন দেশের সঙ্গে মউ সাক্ষর করলো ভারত সরকার?

a) ফিনল্যান্ড
b) ডেনমার্ক
c) নিউজিল্যান্ড
d) পোল্যান্ড

 ভারতের স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রক এবং ডেনমার্কের স্বাস্থ্য দপ্তরের মধ্যে এই মউ সাক্ষর হলো। স্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় একে অপরকে সাহায্য করবে এই দুই দেশ।

Mansukh Laxmanbhai Mandaviya
 Minister of Health and Family Welfare
 Minister of Chemicals and Fertilizers
 Member of Parliament, Rajya Sabha, Gujarat

সম্প্রতি ভারত সরকারের স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ মউ
 ভুটান- পরিবেশ নিয়ে
 কুয়েত- ভারতীয় শ্রমিক নিয়োগ সংক্রান্ত
 মালদ্বীপ- Sustainable Urban Development
 নেদারল্যান্ড- বজ্রজল থেকে শক্তি উৎপাদন
 জাপান- পেটেন্ট ভেরিফিকেসন
 ফিজি- কৃষিজ ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার জন্য
 মাইক্রোসফট- কৃষি ক্ষেত্র।
 মায়ানমার- স্বাস্থ্য ক্ষেত্র
 গাম্বিয়া- Public Administration and Governance reform

 বিশ্বের প্রথম শক্তি দ্বীপ নির্মিত হচ্ছে ডেনমার্কে।
 ডেনমার্ক বিদেশী বিনিয়োগ নিয়ে নতুন আইন আনতে চলেছে
 উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
 মানুষের বসবাসের জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করছে
 ডেনমার্ক এ বিশ্বের উচ্চ তম বালির প্রাসাদ নির্মিত হলো। এর উচ্চতা 21.16 মিটার

Denmark:
 Capital- Copenhagen
 Currency- Krone
 Prime Minister- Mette Frederiksen

  1. ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথম অর্ধে বাণিজ্যের পরিমান কত শতাংশ বৃদ্ধি পেলো?

a) 63
b) 62.7
c) 61
d) 59

 এই দুই দেশের বাণিজ্য 57.48 বিলিয়ন ডলার অতিক্রম করলো। এর মধ্যে ভারতের রপ্তানি 69% শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 মঙ্গলের কক্ষপথে পৌঁছালো চীনের স্পেস এয়ারক্রাফট Tianwen- 1।
 আমেরিকাকে অতিক্রম করে দুই হাজার কুড়ি সালে ভারতের শীর্ষ ট্রেডিং পার্টনার হল চীন।
 NEO-01 নামে প্রোটোটাইপ রোবট লঞ্চ করলো চীন
 চীন সম্প্রতি অস্ট্রেলিয়া সঙ্গে Strategic Economi Dialouge ক্যান্সেল করে দিয়েছে
 সম্প্রতি WHO Sinopharm ভ্যাক্সিন কে এমারজেন্সি ব্যাবহারে ছাড়পত্র দিলো
 চীনের লংমার্চ 5B রকেট মালদ্বীপ এর কাছে ভেঙে পড়ল
 Yaogan-34 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন
 বিশ্বের প্রথম দেশ হিসেবে সিন্থেটিক গাঁজা বন্ধ করলো চীন।
 দ্বিতীয় রাষ্ট্র হিসেবে মঙ্গল গ্রহে Zhurong নামে রোভার নামালো চীন
 চীন সম্প্রতি সমুদ্র পর্যবেক্ষণ উপগ্রহ Haiyang-2D এর সফল উৎক্ষেপণ করল
 রাশিয়া চীনের সঙ্গে যৌথ ভাবে তাঁদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট তরী করছে
 প্রথম এশিয় দৃষ্টিহীন হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন Zhang Hong
 মহিলা হিসেবে সবথেকে তাড়াতাড়ি মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন Tsang Yin-Hung
 বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
 সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
 Fengyun- 4B নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো । এটি একটি New Generation Meteorological Satellite
 চীন Fengun- 3E নামে নতুন উপগ্রহ লঞ্চ করলো
 Baihetan Hydropower Project সম্প্রতি খবরে আছে। এটি চীনে অবস্থিত
 সম্প্রতি হু চীন কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো
 বিশ্বের প্রথম Commercial modular mini reactor তৈরি করছে চীন

China:
 Capital: Bejing
 Currency: Yuan, Renminbi
 President: Xi Jinping
 Perliament: National People’s Congress
 Longest river: Yangtze River
 National Sports: Table Tennis

  1. সম্প্রতি মারা গেলেন সুরেখা সিক্রি। ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

a) খেলা
b) অভিনয়
c) সঙ্গীত
d) সাংবাদিকতা

 75 বছর বয়সে এই অভিনেত্রীর মৃত্যু হলো। জনপ্রিয় ধারাবাহিক বালিকা বধু তে তিনি অভিনয় করেছিলেন।

  1. ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কোন রাজ্য সরকার?

a) মহারাষ্ট্র
b) কর্ণাটক
c) গোয়া
d) পশ্চিমবঙ্গ

 প্রাথমিক ভাবে ব্যাঙ্গালোরে এটি চালু হলো।

 কর্ণাটক সরকার Avolokana সফটওয়্যার চালু করল।
 ফ্লাওয়ার প্রসেসিং সেন্টার স্থাপন করছে কর্ণাটক।
 বিশ্বের দ্রুততম বৃদ্ধি সম্পন্ন পরিপূর্ণ টেক ইকোসিস্টেম হল বেঙ্গালুরু।
 ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল কর্ণাটক।
 আয়ুস্মান ভারতের অধীনে স্বাস্থ্য এবং কল্যান কেন্দ্র স্থাপনে শীর্ষ স্থানে আছে কর্ণাটক
 ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
 ইন্ডিয়া ইনোভেসন ইনডেক্স এ প্রথম স্থানে।
 Mandya জেলায় 1600 টন লিথিয়াম এর ভাণ্ডার পাওয়া গেছে।
 আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল চালু করলো কর্ণাটক
 ব্যাঙ্গালোরে Sun Halo নামে একটি বিরল প্রাকৃতিক ঘটনা দেখা গেল
 সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
 সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
 সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
 ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
 কর্ণাটকের বিদ্যালয় দেশের প্রথম বিদ্যালয় হিসেবে উপগ্রহ উৎক্ষেপণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে
 রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক

Karnataka:
 Capital: Bengaluru
 Formation Date: 1st November 1956
 LS: 28 RS: 12
 CM; B. S. Yediyurappa
 Governor: Thawarchand Gehelot
 High court: Karnataka High Court[6]
 National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
 Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
 Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
 World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে কোন কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হলো দিল্লী সরকার?

a) ফেসবুক
b) অ্যামাজন
c) গুগল
d) টুইটার

 দিল্লী পরিবহন মন্ত্রক গুগল এর সঙ্গে এই চুক্তি করলো।

 দিল্লি সরকার সুইচ দিল্লি অভিযান শুরু করলো।
 দেশের প্রথম চালকহীন মেট্রো চলল দিল্লিতে। এটি তৈরি করেছে বিইএমএল।
 ভারতের সবথেকে বড় কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু হলো দিল্লিতে।
 ভারতে ইলেকট্রিক গাড়ির ক্যাপিটাল হতে চলেছে দিল্লি।
 ইন্দো করিয়ান ফ্রেন্ডশিপ পার্ক স্থাপিত হলো।
 Lab on Wheels প্রোগ্রাম চালু করলো দিল্লী
 দিল্লী করোনা রোগীদের জন্য বিনা মুল্যে অটো সার্ভিস চালু করেছে।
 Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন চালু করলো দিল্লী
 সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
 যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
 মুখ্যমন্ত্রী কোভিড 19 পরিবার আর্থিক সহায়তা যোজনা চালু করলো
 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো দিল্লী মেট্রো
 সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কাশ্মীরি গেট ষ্টেশনে চালু করলো

Delhi:
 CM-Arvind Kejriwal
 Lt. Governor- Anil Baijal
 LS:7 RS:3
 World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,

Google:
 CEO: Sundar Pichai (2 Oct 2015–)
 Founded: 4 September 1998, Menlo Park, California, United States
 Parent organization: Alphabet Inc.
 Headquarters: Mountain View, California, United States
 Founders: Larry Page, Sergey Brin

  1. বিশ্ব ব্যাংকের সহায়তায় সল্ট প্রোগ্রাম শুরু করলো কোন রাজ্য?

a) অন্ধ্র প্রদেশ
b) গোয়া
c) কেরালা
d) মহারাষ্ট্র

 এর পুরো কথা Supporting Andhra’s Learning Transformation। শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য এই উদ্যোগ। এর জন্য বিশ্ব ব্যাংক 250 মিলিয়ন ডলার লোন দিচ্ছে 5 বছরের জন্য।

World Bank
 Headquarters: Washington, D.C., United States
 President: David Malpass
 Founded: July 1944, Bretton Woods, New Hampshire, United States

IMF
 Managing Director: Kristalina Georgieva
 Headquarters: Washington, D.C., U.S
 Chief Economist: Gita Gopinath
 Formation: 27 December 1945;

  1. ব্যাবসায়িক ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের সাহায্য করতে 14 টি কোম্পানির সঙ্গে চুক্তি করলো কোন রাজ্য?

a) অন্ধ্র প্রদেশ
b) গোয়া
c) কেরালা
d) মহারাষ্ট্র

 যে সমস্ত মহিলারা নিজেরা ব্যাবসা করতে চান তাদের ব্যাংক লোন প্রদান করা এবং তাদের মার্কেটিং প্রশিক্ষণ দিতে সাহায্য করবে এই সমস্ত কোম্পানি।

 ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে অন্ধপ্রদেশ বাড়িতে রেশন প্রদান করল।
 প্রাইম মিনিস্টার কিসান নেশনাল আওয়ার্ড পুরস্কার পেল অন্ধপ্রদেশের অনন্তপুরম জেলা।
 Scotch Challenger award chief minister of the year- অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি
 ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করতে চলেছে
 দেশের প্রথম ফ্রুট ট্রেন চলেছে
 ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে।
 রাজ্যের বেকার যুবকদের স্কিল ট্রেনিং দেও্যার জন্য মাইক্রোসফট এর সঙ্গে চুক্তি করলো অন্ধ্রপ্রদেশ সরকার
 YSR Jaganna Colony Project চালু করলো অন্ধ্র প্রদেশ
 সম্প্রতি ছোট দোকানদার এবং ব্যাবসায়ি দের সাহায্য করতে Jagananna Thodu Scheme চালু করলো
 সম্প্রতি অন্ধ্র প্রদেশ সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরাজি মাধ্যম বাধ্যতা মূলক করলো
 সমস্ত সরকারি চাকরীর পরিক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিলো অন্ধ্র প্রদেশ
 আন্তর্জাতিক ই এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিতস্থি অন্ধ্র প্রদেশে
 2021-24 সালের জন্য আইটি পলিসি চালু করলো অন্ধ্রপ্রদেশ
 অন্ধ্রপ্রদেশ সম্প্রতি নতুন গাইডলাইন সহ বীমা স্কিম আনলো
 অন্ধ্র প্রদেশ Raythu Vishwas Chaitanya Yatra আয়োজন করা শুরু করলো

Andhra Pradesh:
 Capital: Amaravati
 LS:25 RS:11
 Formation date: 1 November 1956
 CM; Y. S. Jagan Mohan Reddy
 Governor: Biswabhushan Harichandan
 High court: Andhra Pradesh High Court
 National Park: Sri Venkateswara, Rajiv Gandhi, Papikonda
 Dance form:Vilasini Natyam, Veranatyam, Dhimsa, Lambadi, Butta Bommalu, Bhama, Kalapam
 Festival: Flemingo, Srivari Bramhotsavam (Tirupati),Visaka utsav, Tirupati Ganga Jatra, Ugabi
 Ramsar Site- Koleru Lake

  1. আবাসিক বিদ্যালয়ে স্থানিয় ছাত্র ছাত্রী দের জন্য 50% আসন সংরক্ষণ করলো কোন রাজ্য?

a) দিল্লী
b) গুজরাট
c) তেলেঙ্গানা
d) বিহার

 বিদ্যালায় যে বিধানসভায় অবস্থিত সেখনকার শিক্ষার্থী দের জন্য 50 % আসন সংরক্ষিত থাকবে। শিক্ষার্থীদের Migration আটকাতে এই সিদ্ধান্ত।

 তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিমা কহলি।
 ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক খোলা হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদের গছিবওলি পুলিশ স্টেশনে।
 ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হতে চলেছে তেলেঙ্গানায়। এটি Ramagundam thermal power plant reservoir এ তৈরি করা হবে।
 ভ্যাক্সিন ডেলিভারি দেওয়ার জন্য ড্রোনের ব্যাবহার করছে তেলেঙ্গানা
 সেবা আহার অ্যাপলিকেশন চালু করলো তেলেঙ্গানা
 দ্বিতীয় রাজ্য হিসেবে তেলেঙ্গানা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
 তেলেঙ্গানা কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করলো
 তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতির সংখ্যা 24 থেকে বেড়ে 42 হতে চলেছে
 সম্প্রতি তেলেঙ্গানা Revv up নামে প্রোগ্রাম চালু করলো
 ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত ড্রোন ডিফেন্স ডোম এর নাম ইন্দ্রজাল। এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।

Telangana:
 Capital: Hyderabad
 LS: 17 RS:7
 Formation Date: 2 June 2014
 CM; K. Chandrashekhar Rao
 Governor: Tamilisai Soundararajan
 High court: Telangana High Court
 National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
 Dance form: Perini Sivatandavam
 Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga

  1. The struggle within: A memoir of the Emergency নামে কে বই রচনা করলেন?

a) Ashok Chakraborty
b) Jeet Thayil
c) Nitin Gokhale
d) Sanjay Baru

 ইনি একজন অর্থনীতিবিদ। HarperCollins এই বইটি প্রকাশ করেছে।

Aakash Ranison ‘Climate Change Explained—For One and All’
Meghan Markle ‘The Bench’
Kalki Koechlin ‘Elephant in the Womb’
Shakoor Rather Life in the Clock Tower Valley
Ruskin Bond ‘All Time Favorites for Children’
Preet Mohan Singh Malik ‘Sikkim: A History of Intrigue and Alliance’
Sunita Dwivedi ‘Buddha in Gandhara’
Avtar Singh Bhasin ‘Nehru, Tibet and China’
Shivshankar Menon ‘India and Asian Geopolitics: The Past, Present’
Neena Gupta ‘Sach Kahun Toh’
Ravi Shastri ‘Stargazing: The Players in my Life’
Vikram Sampath ‘Savarkar: A Contested Legacy (1924-1966)’
Rajpal Puniya
Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission
Jairam Ramesh The Light of Asia
Kareena Kapoor Khan The Pregnancy Bible

Share with your friends

Leave a Comment