17th September 2021 Current Affairs In Bengali | 17th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

17th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 17th September 2021 Current Affairs PDF:

Download 17th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

17th September 2021 Current Affairs in Bengali:

  1. গগন যান মিশনের জন্য Kokos Keeling দ্বীপ এর মারফৎ সাহায্য করবে কোন দেশ?

a) ফ্রান্স
b) অস্ট্রেলিয়া
c) জাপান
d) রাশিয়া

• এই দ্বীপের মারফৎ গগন যান কে ট্র্যাক করা হবে। এই নিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সি মউ সাক্ষর করেছে।

• বিশ্বের প্রথম হংসচঞ্চু( Platypus) অভয়ারণ্য তৈরি করছে অস্ট্রেলিয়া।
• সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি Great Barrier Reef কে ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করার দাবি করলো
• সম্প্রতি Pradeep Sing Tiwana অস্ট্রেলিয়ার প্রথম ভারতীয় বিচারক হলেন
• সম্প্রতি অস্ট্রেলিয়াতে ইঁদুরের একটি বিশেষ প্রজাতি দেখা গেলো যা 150 বছর আগে শেষ দেখা গেছিলো
• 2032 এর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলো ব্রিসবেন
• ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো অস্ট্রেলিয়া
• AUSINDEX নৌ সেনা মহড়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হলো।
• প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ‘2+2 Ministerial Dialogue’ অনুষ্ঠিত করলো ভারত

Australia:
• Capital- Canberra
• Currency- Australian Dollar
• Prime Minister- Scott Morrison
• Parliament- Federal Parliament

Indian Space Research Organization.
• ESTD.-15th August 1969. (Vikram Saravai)
• HQ- Bangalore
• Head- K. Sivan
• Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
• Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.

  1. Saragarhi যুদ্ধের 124 তম বর্ষ উপলক্ষে কোন দেশে Sikh War Memorial প্রতিষ্ঠিত হলো?

a) USA
b) Israel
c) UK
d) France

• এর সঙ্গে Havilder Isher Singh এর একটি ব্রোঞ্জের স্ট্যাচু স্থাপন করা হলো। 12 সেপ্টেম্বার 1887 সালে 21 জন শিখ সৈন্য অসংখ্য আফগান সৈন্যর বিরুদ্ধে লড়াই করেছিলেন।

• সম্প্রতি ব্রিটেন যে নতুন ডিজিটাল কারেন্সি চালু করলো তার নাম Britcoin
• বিশ্বের সবথেকে শক্তিশালী জলবায়ু পরিবর্তন পূর্বাভাস সুপার কম্পিউটার ইংল্যান্ড বানাতে চলেছে।
• যুক্তরাজ্য প্রথম রাস্তায় চালকব বিহীন গাড়ি চালানোর অনুমতি দিলো
• 2021 এর G-7 সামিট ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি ভারত রোড ম্যাপ-2030 নীতি গ্রহন করেছে যুক্তরাজ্য এর সঙ্গে Strategic Partnership বৃদ্ধির জন্য
• যুক্তরাজ্য এ ভ্যাক্সিন ব্যাবসা শুরু করতে চলেছে Serum Institute of India
• সম্প্রতি ক্রিকেটার Ollie Robinson কে সাসপেন্ড করে দেওয়া হলো।
• সম্প্রতি ব্রিটেন 50 বছর পর ভারতে আপেল রপ্তানি করলো
• সম্প্রতি লিভারপুল শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা হারালো. এর আগে মাত্র দুটি স্থান এই তকমা পাওয়ার পর হারিয়েছিলো। একটি ওমানের Arabian Orix Sanctuary এবং জার্মানির Dresden Eibe Valley।
• গ্লোবাল এডুকেশন সামিট লন্ডনে অনুষ্ঠিত হলো
• আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson।
• প্রথম দেশ হিসেবে নতুন বাড়িতে ইলেক্ট্রিক ভহিকেল চার্জার রাখা বাধ্যতামুলক করলো ইংল্যান্ড

England
• Capital: London
• Prime minister: Boris Johnson
• Currency: Pound sterling

  1. Ministry of Tribal Affairs কত গুলি গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো?

a) 36000
b) 40000
c) 45000
d) 50000

• যে সমস্ত গ্রামে 50% এর বেশী উপজাতি বসবাস করে সি সমস্ত গ্রামে এটি চালু করা হলো।

• International Climate Summit 2020-21 আয়োজন করলো ভারত
• ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার সিমুলেটর টুলকিট লঞ্চ করলো Ministry of Electronics and Information Technology
• Ministry of Road Transport and Highways BH series এর নাম্বার প্লেট লঞ্চ করলো
• Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন সর্বানন্দ সনোয়াল
• এশিয়ার প্রথম দেশ হিসেবে Plastic Pact লঞ্চ করতে চলেছে ভারত
• Vidyanjali Portal লঞ্চ করলেন Narendra Modi
• 9 September অনুষ্ঠিত হওয়া BRICS সামিটে সভাপতিত্ব করলেন Narendra Modi. এর থিম ছিলো BRICS@15: Intra BRICS cooperation for continuity, consolidation and consensus.
• Geeta Govinda: Jaydevaz Divine Odyssey নামে বই রিলিজ করলেন G Kishan Reddy. এর সঙ্গে একটি ইভেন্ট Bujurgon ku Baat- Desh ke Saath রিলিজ করলেন। বইটি কম্পাইল করেছেন Utpal K. Banerjee.
• National Livestock Mission এর জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন Purushottam Rupala
• সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কে 2023 G 20 Summit এর জন্য শেরপা ঘোষিত করা হলো
• প্রধানমন্ত্রী Swanidhi যোজনার আওতায় সম্প্রতি Main Bhi Digital 3.0 ক্যাম্পেন চালু করা হলো
• ১৩২টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে “প্রাণ” নামে পোর্টাল লঞ্চ করলো ভূপেন্দর যাদব

Ministry of Tribal Affairs
• Ministers responsible: Arjun Munda, Cabinet Minister; Renuka Singh Saruta, Minister of State; Bishweswar Tudu, Minister of State
• Agency executive: Deepak Khandekar, Secretary, IAS
• Headquarters: Ministry of Tribal Affairs; Shastri Bhawan; Dr. Rajendra Prasad Road; New Delhi,

  1. Human Rights and Terrorism নামে কে বই রচনা করলেন?

a) Subhramanian Swamy
b) Amit Shah
c) Rajnath Singh
d) Rahul Gandhi

• ইনি একজন বিজেপি এমপি। এখানে কি ভাবে Terrorism এর বিরুদ্ধে লড়াই করা যায় সেই নিয়ে আলোচনা করা হয়েছে।

Anindya Dutta‘Advantage India: The Story of Indian Tennis’
Evan OsnosJoe Biden: American Dreamer
Shrabani Basu‘The Mystery of the Parsee Lawyer: Arthur Conan Doyle, George Edalji and the case of the foreigner in the English Village’
Rajiv Malhotra‘Artificial Intelligence and the Future of Power: 5 Battlegrounds’
Anant Vijay‘Dynasty to Democracy: The Untold Story of Smriti Irani’s Triumph’
Prakash Javadekar‘The Green Queens of India- A Nation’s Pride’
Sanjaya Baru‘India’s Power Elite: Caste, Class and Cultural Revolution’
Dr M Ramachandran‘Bringing Governments and People Closer’
Samir Soni‘My Experiments with Silence’
Danish Khan and Ruhi Khan‘Escaped: True Stories of Indian Fugitives in London’
Jeet Thayil‘Names of the Women’
Namit Arora‘Indians: A Brief History of a Civilization’
Vinod Kapri‘1232 km: The Long Journey Home’
Neha Sinha‘Wild and Wilful: Tale of 15 Iconic Indian Species’
  1. সম্প্রতি কোন সংস্থা 2021 সালের আফ্রিকা ফুড প্রাইজ জিতলো?

a) ICRISAT
b) NTPC
c) Spice Health
d) BHEL

• International Crops Research Institute for the Semiarid Tropics এই পুরষ্কার পেলো। এর সদর দপ্তর হায়দ্রাবাদে অবস্থিত। সাহারা অঞ্চলে খাদ্যের অবস্থা ভালো করার জন্য এই পুরষ্কার তারা পেলো। এতে মোট 13 টি আফ্রিকান দেশ লাভবান হয়েছে।

• নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানটোরিয়ান পুরস্কার- রবি গায়কোয়ার
• আন্তর্জাতিক anti-corruption চ্যাম্পিয়ন্স আওয়ার্ড পাচ্ছেন অঞ্জলি ভরদ্বাজ। এটি আমেরিকা দ্বারা প্রদত্ত
• আফ্রিকান লিডারশিপ অ্যাওয়ার্ড জিতল নাইজারের রাষ্ট্রপতি Mahamadou Issoufou.
• গ্লোবাল উওম্যান অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন তামিলাসাই সৌন্দরাজন
• The World Book of Records দ্বারা প্রদত্ত সার্টিফিকেট অফ কমিট্মেন্ট পুরষ্কার জিতলেন Khayti Narwane
• Hurun Research and Edelgive Foundation Report অনুযায়ী বিংশ শতাব্দীতে বিশ্বের সবথেকে পরোপকারী ব্যাক্তি কে Jamshedji Tata
• সম্প্রতি Commonwealth Points of Light Award দ্বারা সম্মানিত হলেন Syed Usman Azhar Maksisi
• 2021 সালের Bird Photographer of the Year পুরষ্কার জিতলেন Alejandro Prieto
• শিক্ষক গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2021 এর প্রথম 50 জনের মধ্যে মনোনীত হয়েছেন Satyam Mishra, Meghna Musunuri
• 2021 সালের Ramon Magsaysay পুরষ্কার প্রাপক 5 জন-
• Dr Firdausi Qadri- Bangladesh Vaccine Scientist
• Md Amjad Saqib-
• Roberto Ballon- Pakistan
• Steven Munsi-
• Watchdock- Indonesia

  1. National Florence Nightingale Award 2021 কে পেলেন?

a) Bhanumati Ghiwala
b) Anand Kumar
c) Sumitra Mitra
d) Susaina Clark

• ইনি গুজরাটের ভদোদরার Sir Sayajirao General Hospital এর নার্স। করোনা পরিস্থিতিতে অসাধারন কাজের জন্য Nursing Council of India এবং Ministry of Health and Family Welfare এর তরফ থেকে এটি প্রদান করা হলো।

  1. শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য 2021 সালের Swami Brahmananda পুরষ্কার কে পেলেন?

a) Susanna Clarke
b) Anand Kumar
c) Ramesh Narayan
d) Shailendra Sing

• ইনি একজন অঙ্কের শিক্ষক এবং সুপার 30 এর প্রতিষ্ঠাতা। ইনি বিহারের বাসিন্দা। এর পুরষ্কার স্বরূপ 10 হাজার টাকা এবং একটি ব্রঞ্জের স্মারক দেওয়া হলো। Swami Brahmananda পুরষ্কার শিক্ষা ক্ষেত্রে ভালো কাজ করলে বা গরুর জন্য কাজ করলে প্রদান করা হয়।

পদ্মবিভূষণ পুরস্কার
Shinzo Abe
Public Affairs
Japan
2.
S. P. Balasubramaniam (Posthumous)
Art
Tamil Nadu
3.
Dr. Belle Monappa Hegde
Medicine
Karnataka
4.
Narinder Singh Kapany (Posthumous)
Science and Engineering
The U.S.A.
5.
Maulana Wahiduddin Khan
Others- Spiritualism
Delhi
6.
B. B. Lal
Others- Archaeology
Delhi
7.
Sudarshan Sahoo
Art
Odisha

• ন্যাশনাল বেস্ট ইলেক্টরাল প্রাক্টিসেস আওয়ার্ড
• অ্যাক্সেসেবল ইলেকশন- দিল্লী
• ইলেক্টরিয়াল ম্যানেজমেন্ট- বিহার
• Business standard banker of the year award- শ্যাম শ্রীনিবাসন। ইনি ফেডারেল ব্যাঙ্কের এমডি এবং সিইও।
• Best tableau award
• প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাব্লো অ্যাওয়ার্ড পেলো উত্তর প্রদেশ। তাদের থিম ছিলো “অযোধ্যা; কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ”
• Femina Miss India world award পেলেন তেলেঙ্গানার মনসা বারানসি।
• পন্ডিচেরি প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী কে Baton of Honour প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ.
• মরণোত্তর গান্ধী পিস প্রাইজ 2020 পেলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান। Qaboos bin Said Al Said ইনি ওমান এর রাষ্ট্রপতি ছিলেন। ইনি ২০১৯ সালের এই সম্মান পান।
• 2021 সালের রাষ্ট্রীয় লোকমান্য তিলক পুরষ্কার জিতলেন Cyrus Poonawala
• সম্প্রতি National Youth Award পেলেন ক মহম্মদ আজম
• পশ্চিমবঙ্গের মালদা থেকে Hariswamy Das সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন
• EASE Reforms Index Award 2021 জিতলো State Bank of India

  1. সম্প্রতি কে Change Maker পুরষ্কার জিতলেন?

a) Dr Shagun Gupta
b) Namita Gokhale
c) Payal Kapadia
d) Shakuntala Thielsteid

• মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এটি প্রদান করলেন। Dr Shagun Gupta একটি পার্মানেন্ট মেকআপ পদ্ধতি বার করেছেন যার সাহায্যে অ্যাসিড আক্রান্তাদের আক্রান্ত অংশ অনেকটা ঠিক করা সম্ভব।

• এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ভি.কে.যাদব
• কুইন এলিজাবেথ 2 অনার ডক্টর রঘুরাম পিল্লারি শেট্টী।
• বৈজ্ঞানিক গবেষণার জন্য 30তম GD Birla Award পাচ্ছেন অধ্যাপক সুমন চক্রবর্তী
• Abel Prize 2021
• Laszlo Lovasz (Hungary)
• Avi Wigderson ( USA)
• Turing Award 2020 পাচ্ছেন Alfred Aho
• প্রথম ভারতীয় হিসেবে Rudolf V Schindler Award পেলেন Dr. Nageswar Reddy
• start-up কোম্পানি Technology Development Board National Award পেলো Breathe Applied Sciences
• 2020 আন্তর্জাতিক ENI পুরস্কার পেলেন CNR Rao
• 2021 সালের Humboldt Research Award for Economics পেলেন Kaushik Bashu
• Eisner পুরষ্কার পেলেন- Anand Radhakrishnan, Kallrist Pearson
• C.R.Rao Centenary Gold পুরষ্কার পেলেন-Dr. Jagdish Bhagwati, Dr. C. Rangarajan
• Global ATD Best Award জিতলো POWERGRID

  1. জাতীয় ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয়?

a) 13 September
b) 14 September
c) 15 September
d) 16 September

• ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এবং ভারতরত্ন M Visvesvaraya এর জন্ম দিনে এই দিনটি উদযাপন করা হয়। ইনি 1955 সালে ভারতরত্ন পেয়েছিলেন।

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
21-SeptemberAlzheimer’s Day, International day of peace
25-SeptemberSocial justice day
27-SeptemberWorld Tourism Day
  1. কোন রাজ্য Ek Gram Panchayat- Ek Digi-Pe Sakhi Mission চালু করলো?

a) লাদাখ
b) দিল্লী
c) জম্মু কাশ্মীর
d) আন্দামান

• লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা এটি চালু করলেন। গ্রামীণ অঞ্চলে ডিজিটাল ব্যাঙ্কিং কে প্রোমোট করার জন্য এটি চালু করা হলো। এর সঙ্গে 2000 গ্রামে Digi Pe সার্ভিস চালু করা হলো।

• শ্রীনগর শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো
• জম্মু কাশ্মীর রাজ্যের Darbar Move প্রথা 30 জুন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এটি 1872 সালে চালু করেছিলেন মহারাজা গুলাব সিং।
• Bangas Awam Mela অনুষ্ঠিত হলো জম্মু কাশ্মীর এ
• সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু-কাশ্মীরএর পুরো কথা Photographic Record of On site Facility.
• তাতি এবং কারিগর দের জন্য Karkhandar প্রকল্প চালু করলো জম্মু এবং কাশ্মীর
• SUKOON নামে 24*7 হেল্পলাইন নাম্বার চালু করলো জম্মু কাশ্মীর
• শ্রীনগরের ডাল লেকে ভাসমান ATM লঞ্চ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
• Saath নামে একটি উদ্যোগ চালু করলো জম্মু কাশ্মীর
• ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলো জম্মু-কাশ্মীর

Jammu and Kashmir:
• Capital: Jammu & Srinagar
• Lieutenant Governor: Manoj Sinha
• High court: Jammu & Kashmir & Ladakh High court
• National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
• Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
• Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
• Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

Share with your friends

Leave a Comment