17th July 2021 Current Affairs In Bengali | 17th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

17th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 17th July 2021 Current Affairs PDF:

Download 17th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

17th July 2021 Current Affairs in Bengali:

17th July 2021 Current Affairs

  1. Serum Institute of India এবছরের সেপ্টেম্বর মাস থেকে কোন করোনা ভ্যাকসিন তৈরি করা শুরু করবে?

a) Jhonsen
b) Pfizer
c) Sputnik V
d) Moderna

 এর আগে এরা অ্যাস্ট্রাজেনেঙ্কা এর কোভিসিল্ড তৈরি করছে। এর আগে দিল্লীর Panacea Biotech এটি তৈরি করার অনুমতি পেয়েছে।

Serum Institute of India
 CEO: Adar Poonawalla (2011–)
 Founder: Cyrus S. Poonawalla
 Founded: 1966

  1. Shanghai Cooperation Organization এর বিদেশ মন্ত্রীদের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হলো?

a) চীন
b) তাজিকস্তান
c) পাকিস্তান
d) ভারত

 রাজধানী Dushanbe তে এটি অনুষ্ঠিত হলো। ভারতের তরফ থেকে বিদেশমন্ত্রী এস জয়সঙ্কর এতে অংশ গ্রহণ করেছিলেন।

Shanghai Cooperation Organization
 Secretary General: Vladimir Norov
 Headquarters: Beijing, China
 Founded: 15 June 2001
 eight Member States – China, India, Kazakhstan, Kyrgyzstan, Russia, Pakistan, Tajikistan and Uzbekistan
Tajikistan
 Capital: Dushanbe
 Currency: Tajikistani somoni
 President: Emomali Rahmon

  1. ভারতকে 10 টি P81 পেট্রল এয়ারক্রাফট বিক্রি করলো Boeing. এরা কোন দেশের কোম্পানি?

a) চীন
b) রাশিয়া
c) অ্যামেরিকা
d) ইজরায়েল

 এগুলি ভারতীয় নৌ বাহিনী কিনলো। এগুলি অ্যান্টিসাবমেরিন এয়ারক্রাফট।

 ভারত প্রথমবারের জন্য লাল চাল পাঠালো আমেরিকাকে।
 প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এ পুনরায় যোগদান করলো আমেরিকা ।
 ভারত মহাসাগরীয় অঞ্চলে Freedom of Navigation Operations করলো আমেরিকা যুক্তরাষ্ট্র
 নেভি
 2021 সালের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে অ্যামেরিকা
 সম্প্রতি অ্যামেরিকান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর মোমের মূর্তি Madame Tussauds মিউজিয়ামে স্থাপন করা হলো
 অ্যামেরিকা ভারত কে Priority Watch List এ রেখেছে
 Eric Garcetti ভারতে রাষ্ট্রদূত হচ্ছে
 Neera Tandon জো বাইডেনের বরিষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন
 অ্যামেরিকা এশিয় বিরোধী হিংসা আটকানোর জন্য বিল পাস করালো
 Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে।
 জেনারেল হলেন
 অ্যামেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হলেন Christine Varmuth
 অ্যামেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারী করলো
 ভারত সম্প্রতি অ্যামেরিকা থেকে MH-60 Romeo multi-role হেলিকপ্টার কিনলো
 সম্প্রতি অ্যামেরিকা তাদের পার্লামেন্টে এই বিল পাশ করালো যে দেশে যে সমস্ত মূর্তি রয়েছে যা দাসত্ব কে সমর্থন করে সেই সমস্ত মূর্তি সরিয়ে ফেলা হবে
 ভারতীয় বংশউদ্ভুত মহিলা Sirisha Bandla, Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে। নিউ মেক্সিকো স্পেস ষ্টেশন থেকে যাত্রা শুরু করবে। এরা VSS Unity মহাকাশযানে করে এই যাত্রা করবে।
USA:
 Capital- Washington D.C (Potomac River)
 President- Joe Biden (46th)
 Vice president- Kamala Harris (49th )
 Parliament- Congress
 Upper house- Senate
 Lower house- House of Representatives
 1st President- George Washington
 Statue of Liberty- It was gifted by france in year 1875
 Independence day- 4th july 1776

  1. বাজ পরে যেসমস্ত মানুষ মারা গেছেন তাদের কে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো কোন রাজ্য?

a) আসাম
b) পশ্চিমবঙ্গ
c) রাজস্থান
d) দিল্লী

 এছাড়া যারা আহত হয়েছেন তাদের কেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

 আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা যোজনা চালু করল রাজস্থান।
 মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
 Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
 ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
 সম্প্রতি রাজস্থান Mukhyamantri Anuprati Coaching Scheme চালু করলো
 রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
 সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
 রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
 ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম জয়পুর শহরে স্থাপিত হচ্ছে
 তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
 সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করলো রাজস্থান
Rajasthan:
 Capital: Jaipur
 LS:25 RS:10
 CM; Ashok Gehlot
 Governor: Kalraj Mishra
 High court: Rajasthan High Court, Jodhpur
 National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
 Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
 Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
 Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
 World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে কারা গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো?

a) আসাম
b) সিকিম
c) মিজোরাম
d) মনিপুর

 গবাদি পশুদের রক্ষা করা, বেআইনি ভাবে পাচার এবং এদের হত্যা আটকানোর জন্য এই আইন। এর আগে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক এই আইন এনেছে।

 ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসামে তৈরি হয়েছে।
 পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটি স্থাপিত হচ্ছে আসামে।
 আসামের মাজুলীতে রাজ্যের প্রথম হেলিপোর্ট গঠিত হলো।
 অসমে ভারতের বৃহত্তম সেতু ধুবরি ফুলবাড়ী সেতু তৈরি হতে চলেছে।
 সম্প্রতি অসম প্রথম ডিজিটাল বন্যা রিপোর্ট পদ্ধতি চালু করলো
 অসমের প্রথম মহিলা অর্থমন্ত্রী Ajanta Niyog
 অক্সিজেন প্ল্যান্ট গুলিকে বিনা মুল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো অসম
 ভারতের সবথেকে বড়ো নদী রোপোয়ে অসমের গুয়াহাটি তে তৈরি হয়েছে।
 BANDICOOT নামে ম্যানহোল পরিস্কার করার রোবট রয়েছে গুয়াহাটি তে যেটি পুরো উত্তর পূর্ব ভারতে প্রথম।
 অসম সরকার বোরোল্যান্ড ডিপার্টমেন্ট স্থাপন করলো
 Gurdian Minister নিয়োগ করতে চলেছে অসম
 মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করলো
 সম্প্রতি আসামের Raimona সংরক্ষিত বনভূমি কে জাতীয় উদ্যান এর আক্ষা দেওয়া হলো
 আসাম ভারত রত্ন এবং পদ্ম পুরস্কারের অনুকরনে পুরষ্কার চালু করতে চলেছে
 Dheing Patkai রাজ্যের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো
 আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।
 আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture

Assam:
 Capital: Dispur
 LS:14 RS: 7
 CM; Hemanta Biswa Sharma
 Governor: Jagdish Mukhi
 High court: Gauhati High Court
 National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
 Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
 Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
 World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
 Ramsar Site: Deepor Beel

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলেন?

a) ইন্দোর
b) মুম্বাই
c) বারানসি
d) দিল্লী

 জাপানের সহযোগিতায় এটি নির্মাণ করা হয়েছে।

 স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা শবনম আলী।
 উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল।
 উত্তরপ্রদেশের গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন বোম্বে স্টক এক্সচেঞ্জ এ নথিভুক্ত হলো।
 ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীন বন্ড ইস্যু করলো গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন
 2021 সালের ই পঞ্চায়েত পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ
 2021 এর প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো পুরস্কার পেয়েছে।
 ভারতের প্রথম পশুদের জন্য War Memorial মিরাটে তইরি হচ্ছে।
 Varsat Campaign চালু করেছে গ্রামিন অঞ্চলের জন্য।
 Essential Services Maintenance Act চালু করলো উত্তরপ্রদেশ
 মেডিসিন এটিএম চালু করলো উত্তরপ্রদেশ।
 সম্প্রতি করোনায় প্রয়াত সাংবাদিকদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো উত্তরপ্রদেশ
 করোনা টীকাকরনের জন্য পিঙ্ক বুথ চালু করলো উত্তর প্রদেশ
 Shooter Dadi বা Chandro Tomar এর নামে শুটিং রেঞ্জ এর নাম রাখতে চলেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নয়ডা তে এটি তৈরি হচ্ছে।
 2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো উত্তরপ্রদেশ। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।
 অলিম্পিকে অংশ গ্রহণ কারি রাজ্যের সমস্ত খেলোয়ার কে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো উত্তরপ্রদেশ. এছারা রাজ্যের যেসমস্ত খেলোয়ার সোনা জিতবেন তাদের 6 কোটি টাকা, করে দেওয়ার কথা ঘোষণা করেছে।

Uttar Pradesh:
 Capital: Lucknow
 LS; 80 RS:31
 CM; Yogi Adityanath
 Governor: Anandiben Patel
 High court: Allahabad High Court
 National Park: Dudhwa,
 Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
 Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
 Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
 World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল কোন রাজ্যে তৈরি হলো?

a) বিহার
b) রাজস্থান
c) দিল্লী
d) গুজরাট

 গুজরাটের গান্ধী নগরে এটি তৈরি হলো। 7400 বর্গ কিলোমিটার এলাকায় ছড়ানো এই হোটেলে মোট 318টি ঘর আছে। এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
 ভারতীয় রেল frait বিজনেস ডেভলপমেন্ট পোর্টাল চালু করল।
 বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
 বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
 রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সুনিত শর্মা।
 শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
 ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
 অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
 ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে
 ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
 ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
 Vijaywada রেল ষ্টেশনে 130KWP এর সোলার পাওয়ার প্ল্যান্ট বসলো।

HQ of Indian railway
Central CST, Mumbai
Eastern Kolkata
East Central Hajipur
East Coast Bhubaneshwar
Northern New Delhi
North Central Allahabad
North Eastern Gorakhpur
North East Frontier Guwahati
North Western Jaipur
Southern Chennai
South Central Secunderabad
South Eastern Garden Reach, Kolkata
South East Central Bilaspur
South Western Hubli
Western Churchgate, Mumbai
West Central Jabalpur
Metro Rail Kolkata
South Coast Vishakhapatnam

Gujrat:
 Capital: Gandhinagar
 Formation date: 1 May 1960
 LS:26 RS:11
 CM; Vijay Rupani
 Governor: Acharya Devvrat
 High court: Gujarat High Court, Ahmedabad
 National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
 Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
 Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
 Ramsar Site: Nalsarovar Bird sanctuary
 World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad

  1. সম্প্রতি কেন্দ্রীয় সরক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি কোন রাজ্যে 16 টি ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্টের সিলান্যাস করলেন?

a) মনিপুর
b) সিকিম
c) বিহার
d) উত্তর প্রদেশ

 মোট 298 কিমি পথ এটি কভার করবে যার জন্য খরছ হবে 4184 কোটী টাকা।

 মনিপুর সরকার Loumi Connect অ্যাপ চালু করলো।
 মনিপুর সরকার বন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে COSFOM ওয়েবসাইট চালু করল।
 মনিপুর সরকার এম পেনশন মনিপুর অ্যাপ চালু করল।
 রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করল মনিপুর।
 বন ধণ বিকাশ যোজনার জন্য মডেল রাজ্য হিসাবে চয়ন করা হল
 MOMA Market নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
 সম্প্রতি মনিপুর MHIM (Manipur Home Isolation Management) মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
 ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
Manipur:
 Capital: Imphal
 Formation Date: 21 January 1972
 LS: 2 RS:1
 CM; N. Biren Singh
 Governor: Najma Heptulla
 High court: Manipur High Court
 National Park: Keibul- Lamjao in Loktak Lake
 Dance form: Nupala, Dhol Cholom, Maibi, Thangta, Khamba Thoibi
 Festival: Lai haroba, Lui Nagai Ni, Sangai, Sliruilili, Chumpha
 Ramsar Site: Loktak lake

  1. টোকিও অলিম্পিকের জন্য Hindustani Way নামে গান রচনা করলেন কোন সঙ্গীত পরিচালক?

a) শান্তনু মৈত্র
b) এ আর রহমান
c) সঙ্কর মহাদেবন
d) প্রিতম

 গানটি গেয়েছেন অনন্যা বিড়লা। ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এর উদ্বোধন করলেন।

Indian Olympic Association
 Founded: 1927
 President: Narinder Batra
 Secretary General: Rajeev Mehta

  1. কোন ইন্দো অ্যামেরিকান ভারতীয় জুনিয়র উইম্বলডন খেতাব জিতলেন?

a) Sanjeet Verma
b) Sameer Banerjee
c) Abhimanyu Sharma
d) Sanjay Mathur

 এর আগে ভারতীয় দের মধ্যে 1954 সালে Ramanathan Krishnan, 1970 এ Ramesh Krishnan এবং 1990 এ লিয়ান্ডার পেজ এই খেতাব জিতেছিলেন। এবছর মহিলা সিঙ্গেলস এ এই প্রতিযোগিতা জিতাছেন Ash Barty এবং পুরুষদের সিঙ্গেলস এ জিতেছেন novak Djokovic

 Australia open- Novak Djokovic- Naomi Osaka
 French open- Novak Djokovic – Barbora Krezikova
 Wimbledon- Novak Djokovic – Ashleigh Barty
 Us Open- Dominic Thiem Naomi Osaka

  1. রাজ্যসভার দলনেতা কে হলেন?

a) অমিত শাহ
b) এস জয়সঙ্কর
c) পীযূষ গোয়েল
d) রাজনাথ সিং

 Thawar Chand Gehelot এর স্থানে তিনি এলেন। বর্তমানে পীযূষ গোয়েল এনডিএ এর ডেপুটি লিডার।

রাজ্য নতুন রাজ্যপাল পুরনো রাজ্যপাল
Goa P S Sreedharan Pillai Bhagat Singh Koshyari
Tripura Satyadev Naryan Arya Ramesh Bais
Jharkhand Ramesh Bais Draupadi Marmu
Karnatka Thawarchand Gehelot Vajubhai Rudabhai Vala
Haryana Bandaru Dattatraya Satyadev Narayan Arya
Mizoram Hari Babu Kambhapati P. S. Sreedharan Pillai
Madhya Pradesh Mangubhai Chhaganbhai Anandiben Patel
Himachal Pradesh Rajendra Vishwanath Arlekar Bandaru Dattatreya

Member of Parliament, Rajya Sabha
 Constituency Maharashtra
 Minister of Textiles
 Minister of Consumer Affairs, Food and Public Distribution
 Minister of Commerce and Industry

Share with your friends

Leave a Comment