15th July 2021 Current Affairs In Bengali | 15th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

15th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 15th July 2021 Current Affairs PDF:

Download 15th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

15th July 2021 Current Affairs in Bengali:

1. নেপালের নতুন প্রধানমন্ত্রী কে হলেন?

  1. K.P Sharma Oli
  2. Sher Bahadur Deuba
  3. Khil Raj Regmi
  4. Madhav Kumar
  • ইনি পঞ্চম বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হলেন। ইনি নেপালের কংগ্রেস দলের সদস্য। K P Sharma Oli এর স্থানে তিনি এই পদে এলেন।
  • সম্প্রতি কামি রিটা শেরপা  25 বার মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড তৈরি করলেন
  • সম্প্রতি Mingama Tenji Sherpa4 দিনের মধ্যে দুবার মাউন্ট  এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করলো
  • সম্প্রতি ভারত নেপাল মহিলা মিলিটারি পুলিশ দের ভ্যাক্সিনেশন করা শুরু করলো

Nepal:

  • Capital: Kathmandu
  • Currency: Nepalese Rupee
  • Prime minister: Sher Bahadur Deuba
  • President: Bidya Devi Bhandari
  • Parliament: Federal Parliament
  • Longest river: Karnali
  • Highest Peak: Mount Everest (8848.86m)
  • National Sports: Volleyball

2. ইসরো কবে জিও ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে?

  1. জুলাই
  2. আগস্ট
  3. সেপ্টেম্বর
  4. অক্টোবার
  • 12 August এটি উৎক্ষেপণ করা হবে। এর নাম GISAT-1. GSLV F10 এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। ভারতের সীমান্ত এবং সমুদ্র অঞ্চলে নজর রাখার জন্য এটি উৎক্ষেপণ করা হলো।
  • সম্প্রতি কো ISRO  Prana, Sasta এবং Vau নামে তিন ধরনের ভেন্টিলেটর বানালো

Next Mission Of ISRO

  • Moon- Chandrayan- 3 in 2022
  • Sun- Aditya- L in 2021
  • Venus – Shukrayann- 1 in 2023

Indian Space Research Organization.

  • ESTD.-15th August 1969. (Vikram Saravai)
  • HQ- Bangalore
  • Head- K. Sivan
  • Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
  • Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.

3. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি কোন রাজ্যে অবস্থিত?

  1. হরিয়ানা
  2. উত্তরপ্রদেশ
  3. বিহার
  4. গুজরাট
  • এখানে Drugs, Narcotics ইত্যাদি বিষয়ে গবেষণা করা হবে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত। এটি ভারতের যুব সমাজ কে নেশা মুক্ত হতে সাহায্য করবে।
  • ভারতের প্রথম মাইগ্রেন্ট ওয়ার্কার সেল তৈরি হলো গুজরাটের সুরাটে।
  • গুজরাট সরকার মুখ্যমন্ত্রী বগায়াত বিকাশ মিশন চালু করল।
  • ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
  • 1975 সালের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম পার্সি ক্রিকেটার  হলেন Arzan Nagwaswalla
  • My village- Corona Free Village ক্যাম্পেন  চালু করলো
  • সম্প্রতি IFFCO বিশ্বের প্রথম Nano Urea Liquid Fertiliser তৈরি করলো. এটি তৈরি হয়েছে Nano Biotechnology Research Centre এ যেটি গুজরাটের কালোল এ অবস্থিত।
  • গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
  • ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
  • সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে  অবস্থিত।
  • সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে Jane Garden and Kaijan Academy এর উদ্বোধন করলেন
  • Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো

Gujrat:

  • Capital: Gandhinagar
  • Formation date: 1 May 1960
  • LS:26    RS:11
  • CM; Vijay Rupani
  • Governor: Acharya Devvrat
  • High court: Gujarat High Court, Ahmedabad
  • National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
  • Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
  • Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
  • Ramsar Site: Nalsarovar Bird sanctuary
  • World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park,  Rani ki vav, Historic City of Ahmedabad

5. গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কোন রাজ্য?

  1. কর্ণাটক
  2. কেরালা
  3. তামিলনাড়ু
  4. অন্ধ্র প্রদেশ
  • কেরালার স্বাস্থ্য মন্ত্রী Veena George এটি ঘোষণা করেলন। রাজ্যের সমস্ত গর্ভবতী মহিলাদের টীকা করনের উদ্দেশ্যে এই ক্যাম্পেন।
  • এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
  • ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
  • 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
  • গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভাল 2021 আয়োজন করবে কেরল।
  • Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
  • কেরাল Crushing the Curve” নামে টীকা করন কর্মসূচী চালু করলো
  • সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
  • Arya Rajendra  মাত্র 21 বছর বয়সে  Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
  • Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
  • সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
  • সম্প্রতি কেরালা তাদের লাইফ সায়েন্স পার্কে কোভিড 19 ভ্যাকসিন নির্মাণ কেন্দ্র স্থাপনের অনুমতি দিলো
  • কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
  • বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
  • ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
  • কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে

Kerala:

  • Capital: Thiruvananthapuram
  • Formation Date: 1 November 1956
  • LS:20      RS: 9
  • CM; Pinarayi Vijayan
  • Governor: Arif Mohammed Khan
  • High court: Kerala High Court, Kochi 
  • National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
  • Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
  • Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
  • Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

6. আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে কোন রাজ্য?

  1. আসাম
  2. ত্রিপুরা
  3. সিকিম
  4. মনিপুর
  • আসাম ক্যাবিনেট এই বিষয়ে বিল পাশ করালো। এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
  • ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসামে তৈরি হয়েছে।
  • পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটি স্থাপিত হচ্ছে আসামে। 
  • অসমে ভারতের বৃহত্তম সেতু ধুবরি ফুলবাড়ী সেতু তৈরি হতে চলেছে।
  • সম্প্রতি অসম প্রথম ডিজিটাল বন্যা রিপোর্ট পদ্ধতি চালু করলো
  • অসমের প্রথম মহিলা অর্থমন্ত্রী Ajanta Niyog
  • অক্সিজেন প্ল্যান্ট গুলিকে বিনা মুল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো অসম
  • তেজপুর লিচু GI Tag পেয়েছে।
  • ভারতের সবথেকে বড়ো নদী রোপোয়ে অসমের গুয়াহাটি তে তৈরি হয়েছে।
  • Budgetary Practice এ দেশে প্রথম অসম।
  • অরুন্দয় প্রকল্প চালু করেছে।
  • BANDICOOT নামে ম্যানহোল পরিস্কার করার রোবট রয়েছে গুয়াহাটি তে যেটি পুরো উত্তর পূর্ব ভারতে প্রথম।
  • অসম সরকার বোরোল্যান্ড ডিপার্টমেন্ট স্থাপন করলো
  • Gurdian Minister নিয়োগ করতে চলেছে অসম
  • মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করলো
  • সম্প্রতি আসামের Raimona সংরক্ষিত বনভূমি কে জাতীয় উদ্যান এর আক্ষা দেওয়া হলো
  • আসাম ভারত রত্ন এবং পদ্ম পুরস্কারের অনুকরনে পুরষ্কার চালু করতে চলেছে
  • Dheing Patkai রাজ্যের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো
  • আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।

Assam:

  • Capital: Dispur
  • LS:14     RS: 7
  • CM; Hemanta Biswa Sharma
  • Governor: Jagdish Mukhi
  • High court: Gauhati High Court
  • National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
  • Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
  • Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
  • World Heritage Site:  Kaziranga National Park,  Manas Wildlife Sanctuary
  • Ramsar Site: Deepor Beel

7. অলিম্পিকে অংশ গ্রহণ কারি রাজ্যের সমস্ত খেলোয়ার কে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো কোন রাজ্য সরকার?

  1. পশ্চিমবঙ্গ
  2. বিহার
  3. উত্তরপ্রদেশ
  4. হরিয়ানা
  • এছারা রাজ্যের যেসমস্ত খেলোয়ার সোনা জিতবেন তাদের 6 কোটি টাকা, করে দেওয়ার কথা ঘোষণা করেছে।
  • উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী UP Mukhyamantri Abhyudaya যোজনা চালু করলো।
  • স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা শবনম আলী।
  • উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল।
  • উত্তরপ্রদেশ সরকার 16 সংখ্যার ইউনিকোড চালু করলো।
  • উত্তরপ্রদেশের গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন বোম্বে স্টক এক্সচেঞ্জ এ নথিভুক্ত হলো।
  • ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীন বন্ড ইস্যু করলো গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন
  • 2021 সালের ই পঞ্চায়েত পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ
  • 2021 এর প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো পুরস্কার পেয়েছে।
  • ভারতের প্রথম রাজ্য যাদের 2টি  airstrip রয়েছে এক্সপ্রেসওয়ে তে।
  • ভারতের প্রথম পশুদের জন্য War Memorial মিরাটে তইরি হচ্ছে।
  • Varsat Campaign চালু করেছে গ্রামিন অঞ্চলের জন্য।
  • মেডিসিন এটিএম চালু করলো উত্তরপ্রদেশ।
  • করোনা টীকাকরনের জন্য পিঙ্ক বুথ চালু করলো উত্তর প্রদেশ
  • Shooter Dadi বা Chandro Tomar এর নামে শুটিং রেঞ্জ এর নাম রাখতে চলেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নয়ডা তে এটি তৈরি হচ্ছে।
  • 2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো উত্তরপ্রদেশ। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।

Uttar Pradesh:

  • Capital: Lucknow
  • LS; 80   RS:31
  • CM; Yogi Adityanath
  • Governor: Anandiben Patel
  • High court: Allahabad High Court
  • National Park: Dudhwa,
  • Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
  • Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
  • Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
  • World Heritage Site: Agra Fort,  Taj Mahal, Fatehpur Sikri

7. সম্প্রতি মারা গেরল Yashpal Sharma. ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

  1. হকি
  2. ফুটবল
  3. ক্রিকেট
  4. টেনিস
  • ইনি 1983 এর ভারতের বিশ্বকাপ জয়ী টীমের সদস্য। 66 বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলো।
  • Boa Founded  1928
  • Headquarters  Wankhede Stadium
  • Location          Churchgate, Mumbai, Maharashtra, India
  • President         Sourav Ganguly
  • Vice president(s)         Rajeev Shukla
  • Secretary         Jay Shah
  • Men’s coach   Ravi Shastri
  • Women’s coach          Ramesh Powar

8. 2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?

  1. চীন
  2. ফিনল্যান্ড
  3. ভারত
  4. নেপাল
  • ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন এটি ঘোষণা করলো। এর আগে 2009 এ এটি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিলো।

Badminton World Federation

  • President: Poul-Erik Høyer Larsen
  • Headquarters: Kuala Lumpur, Malaysia
  • Founded: 5 July 1934

Badminton Association of India

  • President: Himanta Biswa Sarma
  • Headquarters: New Delhi
  • Founded: 1934

আগামী দিনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা-

  • বিশ্ব কাপ ক্রিকেট- 2023 India
  • বিশ্বকাপ ফুটবল- Qatar 2022
  • বিশ্বকাপ হকি- 2023 India
  • মহিলা বিশ্বকাপ ক্রিকেট- 2022 Newzeland
  • u-17 মহিলা বিশ্বকাপ ফুটবল- India 2022
  • অলিম্পিক- Tokyo, 2020
  • এশিয়ান গেমস- Hangzhou, China
  • T-20 বিশ্বকাপ ক্রিকেট-  2021 UAE

9. টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে জিমনাস্টিকে কে জাজ হচ্ছেন?

  1. Ashok Kumar
  2. Deepak Kabra
  3. Pawan Sing
  4. Nine of the above
  • ইনি ভারতের অলিম্পিক ইতিহাসে প্রথম জাজ।

Indian Olympic Association

  • Founded: 1927
  • President: Narinder Batra
  • Secretary General: Rajeev Mehta

Olympic and India

  • 1st Participate- 1900
  • Indian Hockey team won 8 gold medals in Olympic History. 1St in 1928 aand last 1980
  • 1st Indian Induvidual to win medal- K D Yadav (1952) (Helsinki)
  • 1st Indian Individual to win silver- Rajyabardhan sing Rathore (2004 )  ( Athens)
  • 1st Indian individual to win Gold- Abhinav Bindra (2008) (Bejing)
  • 1st  Indian Indivdual to win two medals in olympuc- Sushil Kumar (2008,20120) (Bronze, Silver)
  • 1st Indian woman to win medals- Karnam Malleswari (2000) (Sydney)

10. টোকিও অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়ার অংশ গ্রহণ করছেন?

  1. 70
  2. 126
  3. 200
  4. 150
  • 18 টী খেলায় এত জন খেলোয়ার অংশ গ্রহণ করবেন। ভারতের ইতিহাসে এতজন খেলোয়াড় এই প্রথম অংশ গ্রহণ করেছিলেন।

History of Modern Olympics

  • 1st- 1896- Athens
  • 2020- Tokyo (32th) 
  • 2024- Paris
  • 2028- Los angeles
  • International Olympic Committee
  • Headquarters: Lausanne, Switzerland
  • President: Thomas Bach
  • Founded: 23 June 1894, Paris, France
Share with your friends

Leave a Comment