12th & 13th August 2021 Current Affairs In Bengali | 12th & 13th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

12th & 13th August August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 12th & 13th August August 2021 Current Affairs PDF:

Download 12th & 13th August August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

12th & 13th August August 2021 Current Affairs in Bengali

  1. 2021 সালের স্বাধীনতা দিবস উদযাপনের থিম কি হবে?

a) Nation First, Always The First
b) Nation on the Way
c) Our Great Nation
d) We Together with our Nation

• এবছর দেশের অলিম্পিকে সমস্ত পদক জয়ী অংশ গ্রহণ করবে। এবছর ও শিশুদের জন্য কোন সাংস্কৃতিক অনুস্থান থাকবে না। শুধু মাত্র NCC cadets অংশ গ্রহন করবে।

  1. ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন কোন দিন কে Javelin Throw Day হিসেবে ঘোষিত করলো?

a) 7 August
b) 8 August
c) 9 August
d) 10 August

• এই বছর এই দিন নিরজ চোপরা অলিম্পিকে সোনা পেয়েছেন। এই দিনটি কে স্মরণীয় করে রাখার জন্য এই সিদ্ধান্ত নিলো Indian Athletics Federation.

Javelin
• Weight: 800gm/ 600 gm
• Length: 2.5 m
• Ground Size: run up 30 to 36 m

Athletics Federation of India
• Founded: 1946
• Headquarters location: New Delhi
• President: Adille J. Sumariwalla

World Athletics
• Headquarters: Monaco
• Founded: 17 July 1912, Stockholm, Sweden
• President: Sebastian Coe

List of Important Days (August)
6-Aug Hiroshima Day
9-Aug Nagasaki Day
9-Aug Quit India Day
12-Aug International Youth day
15-Aug Independence Day of India
23-Aug International Day for the remembrance of the slave trade and its abolition
29-Aug National Sports Day

  1. The Great Hindu Civilization নামে কে বই রচনা করলেন?

a) Sudha Murti
b) Ruskin Bond
c) Pawan K Verma
d) Arundhuti Roy

• হিন্দু সভ্যতা এবং সাম্রাজ্যের পরিবর্তনের সঙ্গে সমাজের কই পরিবর্তন হয়েছে তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

  1. How the Earth Got Its Beauty নামে কে বই রচনা করলেন?

a) Sudha Murti
b) Ruskin Bond
c) Pawan K Verma
d) Arundhuti Roy

• পেঙ্গুইন প্রকাশনী সংস্থার তরফ থেকে এটি প্রকাশিত হবে। ইনি 2006 সালে পদ্মশ্রী পুরষ্কার পেয়েছিলেন।

Jeet Thayil ‘Names of the Women’
Nitin Gokhale ‘Manohar Parrikar: Brilliant Mind, Simple Life’
Dr Achyuta Samanta ‘Neelimarani- My Mother, My Hero’
Utkal Keshari Harekrushna Mahtab ‘Odisha Itihaas’
Sanjay Baru India’s Power Elite: Class, Caste and a Cultural revolution’
Suresh Raina and Co-authored by Bharat Sundaresan ‘Believe- What Life and Cricket Taught Me’
JK Rowling ‘The Christmas Pig’
Amitav Ghosh ‘The Living Mountain: A Fable for Our Times’

Anindya Dutta ‘Advantage India: The Story of Indian Tennis’
Evan Osnos Joe Biden: American Dreamer
Shrabani Basu ‘The Mystery of the Parsee Lawyer: Arthur Conan Doyle, George Edalji and the case of the foreigner in the English Village’
Rajiv Malhotra ‘Artificial Intelligence and the Future of Power: 5 Battlegrounds’
Anant Vijay ‘Dynasty to Democracy: The Untold Story of Smriti Irani’s Triumph’
Prakash Javadekar ‘The Green Queens of India- A Nation’s Pride’
Sanjaya Baru ‘India’s Power Elite: Caste, Class and Cultural Revolution’

  1. সম্প্রতি কোন আধা সামরিক বাহিনী প্রথম বারের জন্য দুজন মহিলা অফিসার কে যুদ্ধ গত ভুমিকায় নিয়োগ করলো?

a) CRPF
b) CISF
c) ITBP
d) SSB

• এনাদের দুজনের নাম Prakriti এবং Diksha. মোট 53 জন অফিসার কে নিয়োগ করা হয়। তার সঙ্গে History of ITBP নামে একটি বই প্রকাশ করা হয়েছে।

Indo-Tibetan Border Police
• Formed 24 October, 1962
• Governing body Ministry of Home Affairs (India)
• Headquarters New Delhi, India
• Minister responsible Amit Shah, Union Home Minister
• Agency executive S S Deswal[2], Director General of ITBP

Name Head Head Quarter
NIA (National Investigation Agency) New Delhi Kuldip Sing ( Additional)
IB (Intelligence Bureau) New Delhi Arvind Kumar
CBI (Central Bureau of Investigation) New Delhi Subodh Kumar Jaiswal

RAW (Research and Analysis Wing) New Delhi S.K.Goel
BSF (Border Security Force) New Delhi
CRPF (Central Reserve Police Force) New Delhi Kuldip Sing
CISF (Central Industrial Security Force) New Delhi
ITBP(The Indo-Tibetan Border Police) New Delhi S S Deswal
Indian Coast Guard New Delhi Krishnaswamy Natarajan
DIA (Defence Intelligence Agency) New Delhi J.S.Dhilon
RPF (Railway Protection Force) New Delhi Arun Kumar
NSG (National Security Guard) New Delhi M.A.Ganapati
National Cadet Corp New Delhi Tarun Kumar Aich
ED (Enforcement Directorate)) New Delhi Sanjay Kumar Mishra
SSB (Sashastra Seema Bal) New Delhi Kumar Rajesh Chandra
Narcotics Control Bureau New Delhi SN Pradhan
Assam Rifles
Imphal
Pradeep Chandra Nair

  1. কোন রাজ্য e-nagar অ্যাপলিকেশন এবং পোর্টাল চালু করলো?

a) গুজরাট
b) মধ্যপ্রদেশ
c) বিহার
d) আসাম
• মুখ্যমন্ত্রী বীজয় রুপানি এর উদ্বোধন করলেন। এতে মোট 10 টি মডিউল এবং 52 রকমের সার্ভিস দেওয়া হবে যার মধ্যে জমি শুল্ক, আয় কর, জল এবং বজ্র শুল্ক প্রভৃতি সুবিধা থাকবে। এটি 162 টি পৌরসভা এবং 8 টি মিউনিসিপ্যাল কর্পোরেশন কে কভার করবে।

• My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
• গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
• ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
• সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
• সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
• Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
• সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো গুজরাটের কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে।
• ভারতের প্রথম গুজরাট হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে
• ভারতের 40 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Dholavira কচ্ছ জেলায় অবস্থিত।
• ভারতের প্রথম গ্রিন স্পেশাল ইকনমিক জোন হলো কাণ্ডালা
• 2022 সালের ডিফেন্স এক্সপো গান্ধিনগরে অনুষ্ঠিত হবে

Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad, Dholavira

  1. বন ধন বিকাশ যোজনা তে কত গুলি পুরষ্কার জিতলো নাগাল্যান্ড?

a) পাঁচ
b) সাত
c) চার
d) আট

• Minimum Support Price প্রকল্প এবং বন ধন বিকাশ যোজনা এই দুই মিলিয়ে এই পুরষ্কার গুলি পেলো।

• প্রথমবারের জন্য নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সংগীত গাওয়া হলো।
• নাগাল্যান্ড এ ডিমাপুর এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস লঞ্চ করা হলো।
• সম্প্রতি নাগাল্যান্ড রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত Raja Chilli প্রথমবারের জন্য লন্ডনে পাঠানো হলো।

Nagaland:
• Capital: Kohima
• CM; Neiphiu Rio
• Governor: R. N Ravi
• High court: Gauhati High Court
• National Park: Intanki
• Dance form:Rengma, Udoho, Zeliang, Changlo, Changsang, Melophita, Angushu Kighilhe, Monyu Asho
• Festival: Hornbil, Aoleang, Ngada, Hega, Moatsu, Sekrenyi, Tsokum.

  1. কোন শহরে তাদের প্রথম CNG বাস সার্ভিস চালু হলো?

a) কোলকাতা
b) বর্ধমান
c) দুর্গাপুর
d) শিলিগুড়ি

• জন সাধারনের জন্য প্রথম CNG বাস সার্ভিস চালু হলো কোলকাতায়। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এর উদ্বোধন করলেন। পরিবহন খরচ কমানো এবং বায়ু দূষণ রোধ করার উদ্দেশ্যে এটি চালু হলো।

• স্মল সেভিংস স্কিম গুলিতে সর্বাধিক দানকারী রাজ্য পশ্চিমবঙ্গ
• সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি পশ্চিমবঙ্গের ১৭ তম বিধানসভা
• সম্প্রতি পশ্চিমবঙ্গ কে 9162 কোটি টাকার আর্থিক সহায়তা করলো National Bank for Agriculture and Rural Development
• রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের United Co-op Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
• লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ
• পশ্চিমবঙ্গের মুখ্য সচীব হলেন Hari Krishna Dwivedi
• আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর Chief Advisor হলেন।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• পশ্চিমবঙ্গ সরকার Student Credit Card Scheme চালু করলো
• Ease of doing Business এর জন্য 4টি স্কচ পুরষ্কার পেলো পশ্চিমবঙ্গ।

West Bengal:
• Capital: Kolkata
• LS:42 RS:16
• CM; Mamata Banerjee
• Governor: Jagdeep Dhankar
• High court: Calcutta High Court
• National Park: Sunderban, Neora Valley, Singalila, Buxa,Garumara, Jaldapara.
• Dance form: Baul, Gambhira, Dhunachu, Jhumair, Domni
• Ramsar Site: Sunderban Wetland, East Kolkata Wetlands
• World Heritage Site: Sundarbans National Park

  1. IT সেক্টরের জন্য রাজীব গান্ধী পুরষ্কার ঘোষণা করলো কোন রাজ্য?

a) দিল্লী
b) মহারাষ্ট্র
c) পাঞ্জাব
d) কর্ণাটক

• এই বছর থেকে এই পুরষ্কার প্রদান করা হবে। এই সেক্টরে যারা অসাধারন কাজ করেছে তাদের কে এই পুরষ্কার প্রদান করা হবে।

• দেশের প্রথম স্বদেশী মেট্রো র‍্যাকের উদ্বোধন হল মুম্বাইতে।এটি নির্মাণ করছে ভারত আর্থ মুভার্স লিমিটেড।
• ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে।
• রাজ্যের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করল
• সম্প্রতি মহারাষ্ট্রের বায়ো ডাইভারসিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো আম্বালী গ্রাম
• সম্প্রতি মুম্বাইতে ওয়াটার ট্যাক্সি এবং ROPAX ফেরি সার্ভিস শুরু হলো
• ভারতের মহারাষ্ট্র তট দেশের প্রথম ভাসমান LNG storage তৈরি হলো
• ভারতের প্রথম Drive in Vacccination Centre এর উদ্বোধন হলো মুম্বাইতে
• সম্প্রতি মহারাষ্ট্র national institute of medicinal plants স্থাপনের অনুমতি দিয়েছে
• মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
• বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
• সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
• সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra Apprenticeship Promotion Scheme চালু করলো।
• মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
• মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
• সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research.
• মাকড়শার দুটি নতুন প্রজাতি মহারাষ্ট্র এ পাওয়া গেলো। 26/11 তে শহীদ হওয়া মুম্বাই এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইন্সপেক্টর Tukaram O’Ble এর নামে এদের নাম করণ করা হলো। এর নাম রাখা হলো Aisius Tukarami
• Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
• ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট নাগপুর শহরে স্থাপিত হলো
• ভারতের প্রথম রাজ্য হিসেবে ব্লক চেন টেকনোলোজির সাহায্যে শিক্ষা সংক্রান্ত নথি জারী করতে চলেছে মহারাষ্ট্র
• ভি এম কানাডে রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন

Maharashtra:
• Capital: Mumbai
• LS: 48 RS: 19
• Formation Day: 1 May 1960
• CM; Uddhav Thackeray
• Governor: Bhagat Singh Koshyari
• High court: Bombay High Court
• National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
• Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
• Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
• Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
• World Heritage Site: Chhatrapati Shivaji Terminus, The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. 2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্স এ ভারত কত তম স্থানে আছে?

a) 122
b) 125
c) 120
d) 130

• 181 দেশের মধ্যে ভারতের র‍্যাঙ্ক 120. সিঙ্গাপুর প্রথম স্থানে আছে। একদম শেষে আছে আফ্রিকার দেশ চাঁদ। সবথেকে উন্নতি করেছে যে পাঁচ টি দেশ- ভারত, আফগানিস্তান, রাশিয়া, ইথিওপিয়া, বুরকিনা ফাসো।

Index 1st India Rank
Global climate risk index
মোজাম্বিক
7th

Corruption perception index
New Zealand And Denmark
86th

Asia Pacific personalized health index
Singapore
10th

Covid performance-index
New Zealand
86th

Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)
Norway
53rd

ইকোনমিক ফ্রিডম ইনডেক্স সিঙ্গাপুর। 121।
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত। ভারতের দিল্লি দশম স্থানে আছে।

বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি China চতুর্থ
International intellectual property index আমেরিকা 40
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 ফিনল্যান্ড 140
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স আমেরিকা 55
Inclusive Internet Index সুইডেন 49
হেনলি পাসপোর্ট ইনডেক্স জাপান 84
World Press Freedom Index নরওয়ে 142

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 94
WEF Global Energy Transition Index 2021 sweden 87
Chandler Good Government Index 2021 Finland 49

renewable energy country attraction index USA 3rd
Expert insider 2021 survey Taiwan 51
Sustainable Development Goals Sweden 117
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট Switzerland 67
World Competitiveness Index সুইজারল্যান্ড। 43
Global Peace Index Iceland 135
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিং Britain 51
Sustainable Development Report Finland 120
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স USA 10
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে – 20
QS Best Student Cities Ranking লন্ডন
মুম্বাই106

  1. ভারত কোন দেশের সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে?

a) ইউএই
b) সৌদি আরব
c) রাশিয়া
d) ব্রিটেন

• দুই দেশের মধ্যে এটি প্রথম নৌ সেনা মহড়া। ভারতের তরফ থেকে INS Kochi এতে অংশ গ্রহণ করবে। পারস্য উপসাগরে এটি অনুষ্ঠিত হবে।
• সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হলো ডেজার্ট ফ্ল্যাগ সামরিক অনুশীলন।
• ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
• ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
• ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেত এ যৌথ সেনা মহড়া DUSTLIK ii অনুষ্ঠিত হলো।
• হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা
• Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ অনুষ্ঠিত হবে
• ভারত এবং কিরঘিজিস্তানের মধ্যে খাঞ্জার সামরিক অনুশীলন বিস্কেক অনুষ্ঠিত হলো
• বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
• সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
• ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ এর সঙ্গে Shield নামে সামরিক মহড়া আয়োজন করলো
• ভারত এবং রাশিয়ার মধ্যে আগস্ট মাসে INDRA সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি 12 টি পূর্ব আফ্রিকার দেশ একসঙ্গে Cutlass Express সামরিক অনুশীলন করলো। আফ্রিকার 12 টি দেশ ছাড়া ভারত, অ্যামেরিকা ইউকে এতে অংশ গ্রহণ করেছিলো।
• ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো

ভারতের গুরুত্বপূর্ণ নৌ মহরা
• মালাবার- জাপান, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা
• ইন্দ্র- রাশিয়া
• কোঙ্কণ- ব্রিটিশ যুক্তরাজ্য
• বরুণ- ফ্রান্স
• নাসিম আল বাহার- ওমান
• সায়োগ (Shayog)- ভিয়েতনাম
• সিম্বেক্স (SIMBEX)- সিঙ্গাপুর
• IMCOR- মায়ানমার

• সম্প্রতি সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের অধিকার দিলো সৌদি আরব।
• কোন সৌদি আরব থেকে 36% কম তেল আমদানির করার সিদ্ধান্ত নিলো ভারত
• সৌদি আরব এর সবথেকে বড় সলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার বরাত পেলো L&T Ltd
• সৌদিআরব তাদের পাঠক্রমে রামায়ণ, মহাভারত যুক্ত করলো
• সম্প্রতি সৌদিআরব Net Zero Producers Forum এ যোগ দানে রাজি হয়েছে
• সৌদিআরব সরকার ভারত কে 80 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করলো।
• পুরুষ অভিভাবক ছাড়া মহিলাদের হজ যাত্রার অনুমতি প্রদান করলো

Saudi Arabia
• Capital: Riyadh
• Currency: Riyal
• King: Salman bin Abdulaziz Al Saud
• Perliament: Consultative Assembly of Saudi Arabia

Share with your friends

Leave a Comment