6th & 7th August 2021 Current Affairs In Bengali | 6th & 7th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

6th & 7th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 6th & 7th August 2021 Current Affairs PDF:

Download 6th & 7th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

6th & 7th August 2021 Current Affairs in Bengali:

  1. দাদাসাহেব ফালকে টেলিভিশন পুরষ্কার 2021 জিতলো কোন এজেন্সি?

a) Red Entertainment
b) LAOCON Media
c) Freakout Entertainment
d) UTV Movies

• এটি একটি মুভি প্রমোশন কোম্পানি। 200 এর বেশী ফিল্ম সিটি ট্যুর ম্যানেজ এর জন্য তারা এই পুরষ্কার পেলো।

  1. দিল্লী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্যাঙের একটি নতুন প্রজাতির সন্ধান পেলো কোন স্থানে?

a) পূর্বঘাট পর্বতমালা
b) পশ্চিমঘাট পর্বতমালা
c) হিমালয় পর্বতমালা
d) আরাবল্লি পর্বতমালা

• এর নাম দেওয়া হয়েছে Minervarya Pentail. 10 বছর ধরে গবেষণার পর এর সন্ধান পেলো।

  1. Manpreet Vohra কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হলেন?

a) Nauru
b) Argentina
c) South Africa
d) New Zeland

• ইনি বর্তমানে অস্ট্রেলিয়ার হাই কমিশনার। ইনি এর আগে মেক্সিকো এবং আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।

Nauru
• Capital: Yaren
• Area: 21 km²
• Population: 12,581 (2019) World Bank
• President: Lionel Aingimea
• Currency: Australian dollar

• Srilanka- Gopal Bagley
• Nepal- Vinay Mohan Kwatra
• USA- Tarnajit Singh Sandhu
• France- Javed Asraf
• Britaain- Gayatri Issar Kumar
• Afganisthan- Rudredra tondon
• Bangladesh- Vikraam doraiswami
• Netherlands- Pradeep Kuar Rawat
• Bhutan- Ruchira Kamboj
• Mayanmar- Saurabh kumar
• China- Vikram Misri

  1. বিশ্বের কনিষ্ঠ তম ব্যাক্তি হিসেবে Shehroz Kashif, K2 জয় করলেন Shehroz Kashif. ইনি কোন দেশের নাগরিক?

a) নেপাল
b) বাংলাদেশ
c) পাকিস্তান
d) আফগানিস্তান

• 19 বছর বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ইনি এর আগে কনিষ্ঠতম পাকিস্তানি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন।

• পাকিস্তান বাবর ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষা করলো।
• পাকিস্তান নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র গজনাভির সফল উৎক্ষেপণ করল।
• শাহীন iii এর সফল পরীক্ষা করল পাকিস্তান
• পাকিস্তানের KRL স্টেডিয়াম নাম পরিবর্তন করে শোয়েব আক্তার স্টেডিয়াম রাখা হলো।
• Aces Meet 2021 নামে বহু রাষ্ট্রীয় সেনা মহড়ার কথা ঘোষণা করলো পাকিস্তান
• সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন কে সাসপেন্ড করলো FIFA
• আরিশ ফাতিমা পৃথিবীর কনিষ্ঠ তম Microsoft Certifed Profesonal হলেন। মাত্র 4 বছর বয়সের এই করাচীর জিনিয়াস এই তকমা পেলেন
• পাকিস্তান মিশরের সঙ্গে যৌথ ভাবে Sky Guardians-1 নামে বায়ু সেনা মহড়া আয়োজন করলো
• সম্প্রতি FATF পাকিস্তানকে Enhanced Follow-up List এ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• সম্প্রতি মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি Mamnoon Hussain
• আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুত ত্ম 14 টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন Babar Azam

Pakistan:
• Capital: Islamabad
• Currency: Pakistani rupee
• Prime minister: Imran Khan
• President: Arif Alvi
• Parliament: National Parliament
• Longest river: Indus
• Highest Peak:
• National Sports: Hockey
• Important Point: Benazir Bhutto was the 1st female prime minister of a muslim country.

  1. প্যারা অলিম্পিকের থিম সং কার দে কামাল তু রিলিজ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) নরেন্দ্র মোদী
b) অনুরাগ ঠাকুর
c) কিরণ রিজ্জু
d) ধরমেন্দ্র প্রধান

• গানটি গেয়েছেন সঞ্জিব সিং এবং লিখেছেন ও তিনি। 24 আগস্ট থেকে শুরু হবে। 54 জন অ্যাথলিট 9 টি খেলায় ভারতের তরফ থেকে অংশ গ্রহণ করেছেন।

Anurag Thakur
• Ministry of Information and Broadcasting
• Ministry of Youth Affairs and Sports
• Member of Parliament, Lok Sabha
• Constituency Hamirpur, Himachal Pradesh

  1. সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কত গুলো খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপনের কথা ঘোষণা করলেন?

a) 500
b) 750
c) 1000
d) 1200

• বর্তমানে ভারতে 360 টি খেলো ইন্ডিয়া সেন্টার অবস্থিত।

  1. টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক লাভ করলেন?

a) সোনা
b) রুপা
c) ব্রোঞ্জ
d) তামা

• জার্মানি কে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জিতলেন। 41 বছর পর ভারত হকি তে পদক পেয়েছিলো। ভারত অলিম্পিক হকি তে এই নিয়ে 8 টি সোনা, 1 টি রূপো এবং 3 বার ব্রোঞ্জ জিতলো। এবার অলিম্পিক পুরুষ হকি তে সোনা জিতলো বেলজিয়াম এবং রূপো জিতলো অস্ট্রেলিয়া।

  1. টোকিও অলিম্পিকে ভারতীয় কুস্তিগির Ravi Kumar Dahiya কোন পদক লাভ করলেন?

a) সোনা
b) রূপো
c) ব্রোঞ্জ
d) তামা

• 57 কেজি বিভাগে তিনি রূপোর পদক লাভ করলেন। ফাইনালে তিনি রাশিয়ান অলিম্পিক কমিটির Zavur Uguev এর কাছে পরাজিত হলেন।

  1. Ease of doing Business এর জন্য কত গুলো স্কচ পুরষ্কার পেলো পশ্চিমবঙ্গ?

a) 1
b) 2
c) 3
d) 4

• এই সংক্রান্ত বিভিন্ন স্কিম চালু করার জন্য তারা এই পুরষ্কার পেলো। এর মধ্যে শিল্প সাথির জন্য প্ল্যাটিনাম পুরষ্কার, সিঙ্গেল উইন্ডো স্কিমের জন্য স্বর্ণ পুরষ্কার, এবং শহর অঞ্চলে অটো রিনিউয়ালের জন্য দুটি রৌপ্য পুরষ্কার পেলো।

• আলোর মেরুকরণের ক্ষেত্রে মৌলিক ব্যবহারিক বিষয় সংক্রান্ত গবেষণার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নির্মাল্য ঘোষ।
• পশ্চিমবঙ্গের দুর্গাপুর নির্মাণ করা হলো অ্যাকুয়া রিজুভিনেশ্ন প্লান্ট।
• স্মল সেভিংস স্কিম গুলিতে সর্বাধিক দানকারী রাজ্য পশ্চিমবঙ্গ
• সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি পশ্চিমবঙ্গের ১৭ তম বিধানসভা
• সম্প্রতি পশ্চিমবঙ্গ কে 9162 কোটি টাকার আর্থিক সহায়তা করলো National Bank for Agriculture and Rural Development
• জার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের United Co-op Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
• লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ
• পশ্চিমবঙ্গের মুখ্য সচীব হলেন Hari Krishna Dwivedi
• আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর Chief Advisor হলেন।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• পশ্চিমবঙ্গ সরকার Student Credit Card Scheme চালু করলো

West Bengal:
• Capital: Kolkata
• LS:42 RS:16
• CM; Mamata Banerjee
• Governor: Jagdeep Dhankar
• High court: Calcutta High Court
• National Park: Sunderban, Neora Valley, Singalila, Buxa,Garumara, Jaldapara.
• Dance form: Baul, Gambhira, Dhunachu, Jhumair, Domni
• Ramsar Site: Sunderban Wetland, East Kolkata Wetlands
• World Heritage Site: Sundarbans National Park

  1. 2024 সালের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য Har Hit Store ক্যাম্পেন চালু করলো কোন রাজ্য?

a) হরিয়ানা
b) পাঞ্জাব
c) রাজস্থান
d) বিহার

• এতে শহর এবং গ্রামীণ অঞ্চলে গ্রসারি দোকান খোলা যেখানে সেখানকার যুবকরা কাজ করবে। আপাতত 1500 স্টোর খোলা হলো। এতে 15000 টাকা মাসিক আয়ের গ্যারান্টি দেওয়া হচ্ছে।

• ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলো হরিয়ানাতে।
• প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষের জন্য 75% আসন সংরক্ষণে বিল পাস করল হরিয়ানা।
• করোনা রোগীদের চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করলো হরিয়ানা
• সম্প্রতি হরিয়ানা 80 একর অক্সি বন তৈরির কথা ঘোষণা করলো। মোট চারটি প্রকল্প এর আওতায় চালু করা হলো। Pran Vayu Devta Pension Scheme, Oxi- Van in KArnal, Oxi- Van in Panchkula, Panchavati Plantation in Haryana
• মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করলো হরিয়ানা
• 2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে হরিয়ানা তে।
• পুরাতত্ববিদ রা গুহা চিত্র আবিস্কার করলেন হরিয়ানা তে। এগুলি সব মধ্য প্রস্তর যুগের চিত্র।
• দেশের প্রথম গ্রেইন এটিএম খুললো হরিয়ানা।
• ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো হরিয়ানা
• কেন্দ্রীয় সরকার হরিয়ানা রাজ্যে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে
• সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরষ্কার জয়ী পন্ডিতদের বিনামুল্যে বাস পরিসেবা দেবে হরিয়ানা
Haryana:
• Capital: Chandigarh
• CM; Manohar Lal Khattar
• Stae Hood: 1 November 1966
• LS: 10 RS:5
• Governor: Bandaru Dattatraya
• High court: Punjab and Haryana High Court
• National Park: Sultanpur, Kalesar.
• Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
• Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

Share with your friends

Leave a Comment