29th September 2021 Current Affairs In Bengali | 29th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

29th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 29th September 2021 Current Affairs PDF:

Download 29th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

29th September 2021 Current Affairs in Bengali:

  1. বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কোন দিন?

a) ২২শে সেপ্টেম্বর
b) ২৬শে সেপ্টেম্বর
c) ২৭শে সেপ্টেম্বর
d) ৩০শে সেপ্টেম্বর

• এবছরের থিম হলো- ‘Tourism for Inclusive Growth’. পর্যটনের গুরুত্ন সম্পর্কে অবগত করতে এই দিনটি উদযাপন করা হয়। 1980 সাল থেকে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে।

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
21-SeptemberAlzheimer’s Day, International day of peace
25-SeptemberSocial justice day
27-SeptemberWorld Tourism Day
  1. MasterCard-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বিখ্যাত দাবা খেলোয়াড়?

a) বিশ্ব নাথন আনন্দ
b) ম্যাগনাস কার্লসেন
c) কোনেরু হামপী
d) আলেকজান্ডার মিখাইল
• এছারাও মেসি, ওসাকা, ক্রিস্টাল ডুন এবং ড্যান কার্টার এর ব্র্যান্ডঅ্যাম্বাসেডর।

• Pagar Book- Akshay Kumar
• Gaddi.com- Akshay Kumar
• Classplus- Sourav Ganguly
• Spice Money- Sonu Sood
• Dabur Chyawanprash- Akshay Kumar
• Cuemath- Vidya Balan
• Dr. Trust- Rohit Sharma
• Pepsi CO- Shafali Verma
• World Wide Fund India Environment- Viswanathan Anand
• Aarogya Setu App- Ajay Devgan
• BAFTA Breakthrough- A R Rahaman
• Fit India Movement- Kuldeep Hooda
• খাদি প্রাকৃতিক রঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর – Nitin Gadkari
• Equitas Small Finance Bank- ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল
• Tata AIA লাইফ ইন্সুরেন্স কোম্পানি- নীরজ চোপরা
• Wonderchef- কৃতি স্যানন

  1. International Atomic Energy Agency-এর এক্সটার্নাল অডিটর হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয়?

a) পিযুষ গোয়েল
b) অজয় কুমার রায়
c) গিরীশ চন্দ্র মুর্মু
d) বংশী চরণ সেন

• তিনি বর্তমানে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 2022-27 সালের জন্য তিনি এই পদে নিযুক্ত হলেন।

রাজ্যনতুন রাজ্যপাল
GoaP S Sreedharan Pillai
TripuraSatyadev Naryan Arya
JharkhandRamesh Bais
KarnatkaThawarchand Gehelot
HaryanaBandaru Dattatraya
MizoramHari Babu Kambhapati
Madhya PradeshMangubhai Chhaganbhai
Himachal PradeshRajendra Vishwanath Arlekar
Tamil NaduR N Ravi
UttarakhandLt, Gen (Retd) Gurmeet singh
PunjabBanwari Lal Purohit
Nagalan(Additional)Jagdish Mukhi
  1. সম্প্রতি কোন দেশের জন্য যৌথভাবে Small Satellite তৈরি করতে চুক্তি স্বাক্ষর করলো ভারত?

a) নেপাল
b) মায়ানমার
c) ভুটান
d) বাংলাদেশ

• ভারতের তরফ থেকে ISRO এবং ভুটানের ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন দপ্তরের মধ্যে চুক্তি হয়।

• সম্প্রতি ভারত ভুটানের সঙ্গে Tax Inspectors without Borders প্রোগ্রাম লঞ্চ করলো
• সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ভুটানে ভীম ইউপিআই চালু করলো
• সম্প্রতি Mangdechu Hydroelectric Project, ব্রুনেই মেডেল দ্বারা সম্মানিত হলো। এটি ভুটান অবস্থিত। অসাধারন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পুরষ্কার প্রদান করা হলো। এই প্রোজেক্ট টি ভারতের সহায়তায় ভুটানে নির্মাণ করা হয়েছে Mangdechu নদীর উপর।

Bhutan:
• Capital: Thimpu
• Currency: Bhutanese ngultrum
• Parliament: gyelyong tshokhang
• King: Jigme Khesar Namgyel Wangchuk
• Longest river: Manas
• Highest Peak: Gangkhar Puensum
• National Sports: Archery

  1. World Archery-এর অ্যাথলেট কমিটিতে ৪ বছরের জন্য নির্বাচিত কোন ভারতীয় তীরন্দাজ?

a) অভিনব বিন্দ্রা
b) অভিষেক বর্মা
c) দীপিকা কুমারী
d) অতনু দাস

• ইনি ভারতের হয়ে বিশ্ব তিরন্দাজি তে 3 বার স্বর্ণ পদক লাভ করেছেন। এছারা ইনি এশিয়ান গেমসেও স্বর্ণ পদক পেয়েছেন।

World Archery Federation
• Headquarters location: Lausanne, Switzerland
• Founded: 4 September 1931, Lviv, Ukraine

• Faster, Higher, Stronger, Together অলিম্পিকের মোটো ঘোষিত হলো
• Heroes Connect নামে ওয়েব প্ল্যাটফর্ম চালু করলো Hockey India
• টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্পন্সর হলো আদানি গ্রুপ
• প্যারা অলিম্পিকের থিম সং কার দে কামাল তু রিলিজ করলেন অনুরাগ ঠাকুর. গানটি গেয়েছেন সঞ্জিব সিং এবং লিখেছেন ও তিনি।
• রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার রাখা হলো
• ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 7 August Javelin Throw Day হিসেবে ঘোষিত করলো
• ভারতের ৬৯তম গ্র্যান্ড মাস্টার হলেন হার্শিত রাজা
• Princepal Sing প্রথম ভারতীয় যিনি NBA চাম্পিয়ন দলের সদস্য। তার দল Sacramento Kings 2021 সামার লীগ ট্রফি জিতলো।
• আন্তর্জাতিক ফুটবলে সর্বচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো
• International Olympic Committee উত্তর কোরিয়া কে বেজিং শীত কালীন অলিম্পিক থেকে ব্যান করে দিলো
• R Raja Ritwik ভারতের 70 তম গ্র্যান্ড মাস্টার হলেন।
• Highest Paid Footballer in 2021 তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো

  1. IPL-এ একটি টিমের হয়ে ২০০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন কে?

a) সুরেশ রায়না
b) রোহিত শর্মা
c) বিরাট কোহলি
d) এম.এস. ধোনী

• রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালরের হয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধনী যিনি 182 ম্যাচ খেলেছেন চেন্নাই এর হয়ে।

Indian Premier League
• Founded: 2008, India
• Most runs: Virat Kohli (6076)
• Current champion: Mumbai Indians (5th title)
• Most wickets: Lasith Malinga (170)

• প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো নিউজিল্যান্ড
• ভারতীয় ক্রিকেটার Shafali Verma কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেললেন
• ভারতীয় ক্রিকেটার Mithali Raj মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করলেন
• সম্প্রতি গেইল T20 ক্রিকেটে 14000 রান সম্পন্ন করলেন
• আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson.
• আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন বিরাট কোহলি
• ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি বিরাট কোহলি
• মহেন্দ্র সিং ধনী T 20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হলেন
• ভারতের দ্রুততম পেসার হিসাবে ১০০টি টেস্ট উইকেট নিলেন জাসপ্রীত বুমরা। ইনি 24 টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন।

  1. কোন সংস্থার সহায়তায় বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘Space Challenge’ লঞ্চ করলো CBSE?

a) ISRO
b) NADA
c) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
d) SpaceX

• এটি নীতি আয়োগ এর অটল ইনোভেসন প্রজেক্টের একটি অংশ। স্পেস সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষার্থী দের মধ্যে আরো কৌতূহল গড়ে তুলতে এটি চালু করা হলো।

• সম্প্রতি কো ISRO Prana, Sasta এবং Vau নামে তিন ধরনের ভেন্টিলেটর বানালো
• সম্প্রতি Vikas Engine এর সফল পরীক্ষা করলো ISRO
• ISRO-NASA এর যৌথ মিশন স্যাটেলাইট Nisar 2023 সালে উৎক্ষেপণ করা হবে
• 2021 সালে ISRO ভুটানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে
• সম্প্রতি খবরে রয়েছে চন্দ্রযান ২ মিশন। লঞ্চ করা হয়েছিলো জুলাই ২০১৯ এ। সম্প্রতি এটি চাঁদের পৃষ্ঠে জল বিন্দুর সন্ধান পেয়েছে। ২৯ ডিগ্রি নর্থ এবং ৬২ ডিগ্রী সাউথ ল্যাটিটিউড এর মধ্যে এর সন্ধান পাওয়া গেছে। চন্দ্রযান ২ মিশন ২০১৯ এর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিলো কিন্তু এর সঙ্গে থাকা vikram Lander চন্দ্র পৃষ্ঠে অবতরন করার ২.১ কিমি আগে ক্র্যাশ করে যায়।

Indian Space Research Organisation.
• ESTD.-15th August 1969. (Vikram Saravai)
• HQ- Bangalore
• Head- K. Sivan
• Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
• Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.

Central Board of Secondary Education
• Formation 2 July 1929 (92 years ago)
• Headquarters New Delhi, India
• Official language Hindi, English
• Chairperson Manoj Ahuja, IAS

  1. ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন চিফ হিসাবে নিযুক্ত হচ্ছেন কে?

a) রাকেশ আস্থানা
b) রবনিত সিং
c) গুরমিত সিং
d) বিবেক রাম চৌধুরী

• 30 September থেকে তিনি এই দায়িত্ব নেবেন। RKS Bhaduria এর স্থানে তিনি এলেন। ইনি এত দিন Western Air Command এর প্রধান ছিলেন। ইনি 27 তম প্রধান হবেন।

  1. কোথায় “বিজয় সাংস্কৃতিক মহোৎসব” আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি?

a) নিউ দিল্লি
b) চেন্নাই
c) বিশাখাপত্তনম
d) কলকাতা

• এবছর ডিসেম্বার মাসে 1971 এর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে সারা ভারত জুড়ে এর আয়োজন করছে ভারতীয় সেনা। ভারত এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য স্বরন করার জন্য কোলকাতায় সেপ্টেম্বার মাসের শেষ সপ্তাহে এটি উদযাপন করা হলো।

• 25-29 আগস্ট ভারত জাপান অ্যামেরিকা অস্ট্রেলিয়া সঙ্গে মালাবার নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি
• Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য IDFC First ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি
• ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত এবং ইংল্যান্ড। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।
• ভারত এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত করলো
• Pune Cantt স্টেডিয়ামের নাম নীরজ চোপরা এর নামে রাখা হলো
• ভারত এবং Kazakhstan সেনার মধ্যে Kajind-21 সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• সম্প্রতি ভারত আর জার্মানির নৌ সেনার মধ্যে আডেন উপসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• রাশিয়াতে অনুষ্ঠিত ZAPAD 2021 সামরিক অনুশীলনে অংশ নেবে ইন্ডিয়ান আর্মি
• AUSINDEX নৌ সেনা মহড়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হলো।
• 20 সেপ্টেম্বার থেকে ভারত এবং নেপালের মধ্যে সূর্য কিরণ নৌসেনা মহড়া অনুষ্ঠিত হবে Pithoraharh এ
• সমুদ্র শক্তি সামরিক মহড়া ভারত এবং ইন্দোনেশিয়া নৌ সেনার মধ্যে অনুষ্ঠিত হলো

  1. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হতে চলেছেন কে?

a) রাজেশ বিন্দাল
b) প্রকাশ শ্রীবাস্তব
c) সতীশ চন্দ্র শর্মা
d) অরবিন্দ কুমার
• ইনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এর সঙ্গে কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল কে এলাহবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির পদ দেওয়া হচ্ছে।

• স্মল সেভিংস স্কিম গুলিতে সর্বাধিক দানকারী রাজ্য পশ্চিমবঙ্গ
• Rural Development
• লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ
• পশ্চিমবঙ্গের মুখ্য সচীব হলেন Hari Krishna Dwivedi
• আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর Chief Advisor হলেন।
• পশ্চিমবঙ্গ সরকার Student Credit Card Scheme চালু করলো
• Ease of doing Business এর জন্য 4টি স্কচ পুরষ্কার পেলো পশ্চিমবঙ্গ।
• কোলকাতা শহরে তাদের প্রথম CNG বাস সার্ভিস চালু হলো
• ১৩০তম ডুরান্ড কাপ কলকাতায় অনুষ্ঠিত হবে
• পশ্চিমবঙ্গের মালদা থেকে সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন Hariswamy Das
• পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সৌমেন্দ্র নাথ মুখার্জি
• সম্প্রতি খবরে থাকা Petropole সীমান্ত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এখানে একটি নতুন প্যাসেঞ্জার টার্মিনাল চালু করা হলো।

West Bengal:
• Capital: Kolkata
• LS:42 RS:16
• CM; Mamata Banerjee
• Governor: Jagdeep Dhankar
• High court: Calcutta High Court
• National Park: Sunderban, Neora Valley, Singalila, Buxa,Garumara, Jaldapara.
• Dance form: Baul, Gambhira, Dhunachu, Jhumair, Domni
• Ramsar Site: Sunderban Wetland, East Kolkata Wetlands
• World Heritage Site: Sundarbans National Park

  1. Sahitya Akademi Fellowship 2021 অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক?

a) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
c) বুদ্ধদেব গুহ
d) বিনোদ কুমার শুক্লা

• এছাড়াও এই পুরস্কারে সম্মানিত হয়েছেন এম. লীলাবতী, রাসকিন বন্ড, বিনোদ কুমার শুক্লা, ড. বালচন্দ্র নেমাদে, ড. তেজবন্ত সিং গিল, স্বামী রামভদ্রচার্য্য ও ইন্দিরা পার্থসারথী। এর আগে বাঙালি লেখক দের মধ্যে সুভাষ মুখোপাধ্যায় এবং নিরন্দ্র নাথ চক্রবর্তী এই সম্মান পেয়েছেন।

সাহিত্য একাডেমী পুরস্কার
Bengali Eka Eka Ekashi (Memoirs) Mani Shankar Mukhopadhyay
English When God Is a Traveller (Poetry) Arundhathi Subramaniam
Hindi Tokeri Mein Digant ‘ Their Gatha” (Poetry) Anamika

National Books Critics Circle Award
• Maggie O’Farrell- Hamnet
• Tom Zoellner- Island on Fire: The Revolt That Ended Slavery in the British Empire

• 2020 সালের দেবীশঙ্কর পুরস্কার পাচ্ছেন আশুতোষ ভরদ্বাজ। তার “Pitra-Vadh” কাজের জন্য তিনি এই সম্মান পাচ্ছেন।
• 2020 সালের Basavashree পুরস্কার পেলেন Rajiv Taranath
• International Dublin literature award 2021 পেলেন Valeria Lucelli
• আন্তর্জাতিক বুকার প্রাইজ 2021- David Diop, Anna MoschovakisAt Night All Blood is Black উপন্যাসের জন্য।
• সম্প্রতি ভারতীয় অ্যামেরিকান সাংবাদিক Pulitzer পুরষ্কার পেলেন- Megha Rajagopalan। এছারা আরেকজন ভারতীয় অ্যামেরিকান সাংবাদিক নীল বেদি লোকাল রিপোর্ট এর জন্য এই পুরষ্কার পেলেন।

Share with your friends

Leave a Comment