26th July 2021 Current Affairs In Bengali | 26th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

26th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 26 th July 2021 Current Affairs PDF:

Download 26 th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

26 th July 2021 Current Affairs in Bengali:

26th July 2021 Current Affairs

  1. AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো কোন প্রতিষ্ঠান?

a) IIT Ropar
b) IIT Bombay
c) IIT Madras
d) IIT Guwahati

• অপ্রয়োজনীয় ভাবে অক্সিজেন যাতে নষ্ট না হয় তাই এটি তৈরি করা হলো। এর ফলে মেডিকেল অক্সিজেন আরো 3 গুন বেশী সময় ব্যাবহার করা যাবে।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• আইআইটি রোপার AmbiTag নামে ভারতের তৈরি তাপমাত্রা মাপার যন্ত্র বানালো।
• IIT Ropar এবং অস্ট্রেলিয়ার Monash বিশ্ববিদ্যালয় FakeBuster তৈরি করলো।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• IIT Roorkee তে ড্রোন রিসার্চ সেন্টার তৈরি হলো।
• IIT Mumbai তাদের নাইট্রোজেন উৎপাদন প্ল্যান্ট কে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট এ কনভার্ট করলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• প্রফেসর Shailesh Govind Ganpule ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য NSG পুরষ্কার পেলেন। ইনি IIT Roorkee এর প্রফেসর
• সম্প্রতি IIT Ropar বিদ্যুৎ মুক্ত CPAP যন্ত্র জীবন বায়ু তৈরি করলো
• দিল্লী আইআইটি করোনা পরিক্ষা করার জন্য Rapid Antigen Test Kit তৈরি করলো। এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে SENSIT Rapid COVID-19 Ag Testing Kit
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ

  1. National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান কে হলেন?

a) Karnam Malleswari
b) আরামানে গিরিধর
c) Mariyappan Thangavelu
d) Vinay Prakash

• ইনি 1988 আইএএস ব্যাচের অফিসার। ইনি বর্তমানে Ministry of Road Transport and Highway এর সচিব।

National Highways Authority of India
 Founded: 1988
 Headquarters: New Delhi
 Agency executive: Sukhbir Singh Sandhu (Chairperson)

  1. অ্যামেরিকান রিডিং প্ল্যাটফর্ম Epic কে কোন ভারতীয় কোম্পানি কিনে নিলো?

a) Unacademy
b) Byju’s
c) Vedantu
d) Akash

 500 মিলিয়ন ডলারে এই ডিল সম্পন্ন হলো।

BYJU’S
 Founded: 2011, Bengaluru
 Subsidiaries: Aakash Educational Services Limited, MORE
 Founders: Byju Raveendran, Divya Gokulnath
 CEO: Byju Raveendran

  1. Riding Free: My Olympic Journey নামে কে বই রচনা করলেন?

a) Aakash Ranison
b) Meghan Markle
c) Kalki Koechlin
d) Imtiaz Anees

• ইনি একজন Equestrian খেলোয়ার। যিনি তার জীবনের লড়াইয়ের কথা এই বইতে লিখেছেন।

Jeet Thayil ‘Names of the Women’
Nitin Gokhale ‘Manohar Parrikar: Brilliant Mind, Simple Life’
Dr Achyuta Samanta ‘Neelimarani- My Mother, My Hero’
Utkal Keshari Harekrushna Mahtab ‘Odisha Itihaas’
Sanjay Baru India’s Power Elite: Class, Caste and a Cultural revolution’
Suresh Raina and Co-authored by Bharat Sundaresan ‘Believe- What Life and Cricket Taught Me’
JK Rowling ‘The Christmas Pig’
Amitav Ghosh ‘The Living Mountain: A Fable for Our Times’

  1. Heroes Connect নামে ওয়েব প্ল্যাটফর্ম চালু করলো কোন ভারতীয় ক্রীড়া সংস্থা?

a) Hockey India
b) AIFF
c) BCCI
d) Indian Olympic Committee

• এখানে ভারতের সমস্ত প্রাক্তন এবং বর্তমান হকি খেলোয়াড়দের সমস্ত তথ্য থাকবে। এর সঙ্গে ভারতের জাতীয় দলের ইতিহাসের তথ্য ও থাকবে।
Hockey India
• Headquarters New Delhi, India
• Founded 2009
• President Gyanendro Nigombam
• Replaced Indian Hockey Federation (1925–2008)

  1. টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্পন্সর হলো কোন সংস্থা?

a) রিলায়েন্স
b) টাটা
c) আদানি গ্রুপ
d) মাহিন্দ্রা

• সেক্রেটারি জেনারেল রাজীব মেহেতা এটি ঘোষণা করলেন।

Adani Group
• Headquarters: Ahmedabad
• Founder: Gautam Adani
• Founded: 20 July 1988
• Key people
• Gautam Adani (Chairman)
• Karan Adani (CEO APSEZ)

Indian Olympic Association
• Founded: 1927
• President: Narinder Batra
• Secretary General: Rajeev Mehta

  1. 2020 টোকিও অলিম্পিকের মশাল জ্বাললেন কোন ক্রীড়া ব্যাক্তিত্ব?

a) Naomi Osaka
b) Okahara Shinje
c) Aimi Hasi
d) Akako Abe

• ইনি একজন টেনিস প্লেয়ার। এই অলিম্পিকে করোনার কারনে মশাল র‍্যালি হয় নি।

• 1st- 1896- Athens
• 2020- Tokyo (32th)
• 2024- Paris
• 2028- Los angeles
• 2032- Brisbane
• International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France

  1. সম্প্রতি কোন রাজ্য ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো?

a) উত্তরপ্রদেশ
b) দিল্লী
c) হরিয়ানা
d) গোয়া

• রাজ্যের 14 শহরে চালু করার আগে এই ট্রায়াল সম্পন্ন করা হলো। মোট 700 টি বাস চালানো হবে যার মধ্যে 600 টি কেন্দ্র সরকার এবং 100 টী রাজ্য সরকার চালাবে।

• ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীন বন্ড ইস্যু করলো গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন
• 2021 সালের ই পঞ্চায়েত পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ
• 2021 এর প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো পুরস্কার পেয়েছে।
• ভারতের প্রথম পশুদের জন্য War Memorial মিরাটে তইরি হচ্ছে।
• Varsat Campaign চালু করেছে গ্রামিন অঞ্চলের জন্য।
• Essential Services Maintenance Act চালু করলো উত্তরপ্রদেশ
• মেডিসিন এটিএম চালু করলো উত্তরপ্রদেশ।
• করোনা টীকাকরনের জন্য পিঙ্ক বুথ চালু করলো উত্তর প্রদেশ
• Shooter Dadi বা Chandro Tomar এর নামে শুটিং রেঞ্জ এর নাম রাখতে চলেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নয়ডা তে এটি তৈরি হচ্ছে।
• 2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো উত্তরপ্রদেশ। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।
• ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
• কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
• ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।

Uttar Pradesh:
• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরষ্কার জয়ী পন্ডিতদের বিনামুল্যে বাস পরিসেবা দেবে কোন রাজ্য?

a) হরিয়ানা
b) পাঞ্জাব
c) রাজস্থান
d) পশ্চিমবঙ্গ

• সংস্কৃত ভাষা কে জনপ্রিয় করে তোলার জন্য এই উদ্যোগ।
• ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলো হরিয়ানাতে।
• প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষের জন্য 75% আসন সংরক্ষণে বিল পাস করল হরিয়ানা।
• সম্প্রতি হরিয়ানা করোনা রোগীদের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা নিয়ে এলো
• সম্প্রতি ভারতের বন্য প্রাণী বিভাগ হরিয়ানা রাজ্যে বাঁদর গননা করলো
• হরিয়ানা রাজ্য প্রথম করোনয় সাহায্যের জন্য GST তে ছাড় দিলো
• করোনা রোগীদের চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করলো হরিয়ানা
• সম্প্রতি হরিয়ানা 80 একর অক্সি বন তৈরির কথা ঘোষণা করলো। মোট চারটি প্রকল্প এর আওতায় চালু করা হলো। Pran Vayu Devta Pension Scheme, Oxi- Van in KArnal, Oxi- Van in Panchkula, Panchavati Plantation in Haryana
• মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করলো হরিয়ানা
• 2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে হরিয়ানা তে।
• পুরাতত্ববিদ রা গুহা চিত্র আবিস্কার করলেন হরিয়ানা তে। এগুলি সব মধ্য প্রস্তর যুগের চিত্র।
• দেশের প্রথম গ্রেইন এটিএম খুললো হরিয়ানা।
• ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো হরিয়ানা
• কেন্দ্রীয় সরকার হরিয়ানা রাজ্যে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে

Haryana:
• Capital: Chandigarh
• CM; Manohar Lal Khattar
• Stae Hood: 1 November 1966
• LS: 10 RS:5
• Governor: Bandaru Dattatraya
• High court: Punjab and Haryana High Court
• National Park: Sultanpur, Kalesar.
• Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
• Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো কোন রাজ্যে?

a) পশ্চিমবঙ্গ
b) গুজরাট
c) হরিয়ানা
d) দিল্লী

• কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে এটি অনুষ্ঠিত হলো। 10-21 বছরের মহিলারা এতে অংশ গ্রহণ করেছিলো।

• ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
• My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
• সম্প্রতি IFFCO বিশ্বের প্রথম Nano Urea Liquid Fertiliser তৈরি করলো। এটি তৈরি হয়েছে Nano Biotechnology Research Centre এ যেটি গুজরাটের কালোল এ অবস্থিত।
• গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
• ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
• সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
• সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে Jane Garden and Kaijan Academy এর উদ্বোধন করলেন
• Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
• কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad

Share with your friends

Leave a Comment